পাতা:শিখ-ইতিহাস.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচীপত্র প্রথম পরিচ্ছেদ দেশের বিবরণ এবং অধিবাসিগণ । বিষয় H—R « শিখ-রাজ্যের ভৌগলিক সীমা, পরিমাণ ইত্যাদি, শিখ-রাজ্যের জল-বায়ু এবং উৎপন্ন দ্রব্য ; লুদাকের শস্তাদি ও শাল-রেশম, মূলতানের রেশম, নীল ও কাপাস, মধ্য পঞ্জাবের কৃষ্ণবর্ণ শ্বাপদাদি ; পয়ঃপ্রণালী খননর্থি পারস্ত দেশীয় যন্ত্রাদি ; উচ্চতর সমতল ভূমির শর্করা, কাশ্মীরের শাল ও স্তাক্রন ; পেশোয়ারের চাউল ও গম ; পার্বত্য প্রদেশজাত মাদক ফ্রব্য, রঙ্গ এবং নানাবিধ ধাতু, অধিবাসিগণ ; তাহাদের জাতি এবং বংশ, জাঠদিগের উপনিবেশ স্থাপন এবং মুসলমান ধর্মের প্রতিষ্ঠা, তিব্বত দেশীয় তাতার জাতি ; প্রাচীন ছুদূর জাতি ; গিলগিটের তুর্কমান জাতি, কাশ্মীরিগণ,—তাহাদের প্রতিবেশী, —‘কুক্কা’, ‘বাম্বা’ ও ‘গুজার প্রভৃতি জাতি ; গুকার ও জাঙ্কু জাতিদ্বয় ; ইউসফজায়ী, আফ্রিদি প্রভৃতি জাতি ; ভুজিরি এবং অন্যান্য আফগান জাতি ; মধ্য-সিন্ধু, দেশীয় বেলুচি, জাঠ এবং রায়েন প্রভৃতি ; মধ্য দেশীয় জুন, ভুটি এবং কাথি জাতি ; নিম্ন কাশ্মীরের পার্বত্য দেশীয় ‘চিব’ ও ‘বাহো জাতি, দক্ষিণ দেশীয় জোহায়া এবং পুঙ্গা জাতি ; হিমালয়ের অধিবাসীগণ ও কানেটগণ হিমালয়ের কোলি জাতি, মধ্য সমতল ভূমির জাঠ জাতি—গুজার, রাজপুত ও ডোগ্রা প্রভৃতি অন্যান্য জাতির সহিত তাহাদের সংমিশ্রণ, কয়েকটি প্রধান জাতির আপেক্ষিক অনুপাত, জনপদ সমুহের ক্ষত্রিয় ও উরোরা জাতি, আশ্রয়হীন চাঙ্গারগণ, শিখ রাজ্যে প্রবর্তিত বিবিধ ধর্মমত, লুদাকের লামা প্রবর্তিত ধর্মাবলম্বী বৌদ্ধগণ ; বালটির সিয়া মতাবলম্বী মুসলমান সম্প্রদায় । কাশ্মীর পেশোয়ার ও মূলতানের স্বন্নি শ্রেণীর মুসলমান সম্প্রদায়, ব্রাহ্মণ ধর্মাবলম্বী পার্বত্য জাতি সমূহ, মধ্য প্রদেশের মুসলমান ও ব্রাহ্মণ্য ধর্ম বিমিশ্রিত শিখ জাতি, মুসলমান জনপদের হিন্দুব্যবসায়িগণ ; ভাতিন্দার চতুর্দিকবর্তী গ্রাম্য অধিবাসীদিগের মধ্যে অবিমিশ্র শিখ জাতি ; পতিত ও সমাজ বহির্ভূত বিবিধ