পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস و ہ 0ا অবিদিত রহিল না,—পরন্তু ইংরাজদিগের এই উদ্দেশু সকলেই অবগত হইল। যখন ম্যাঙ্গর ব্রডফুট জানন্দপুর মাখোয়ালের ধর্ম-যাজকোপম সোধিগণের কার্যকলাপে বাধা দিতে অগ্রসর হন, তখন তিনি এই মতের বশবর্তী হইয়াই কার্য করিয়াছিলেন। আনন্দপুর মাখোয়াল একটা যোধভূমি ; কয়েক বৎসর পূর্বে ঐ স্থানের দাবী-দাওয়া পরিত্যাগ করাই শ্রেয়স্কর বলিয়া ঘোষিত হইয়াছিল। বিশেষতঃ, রণজিৎ সিংহই যখন বিশেষ-অধিকার-প্রাপ্ত ভূ-স্বামীদিগের সহিত যথোপযুক্ত কার্য নির্বাহ করিতে সক্ষম, তখন সর্বপ্রকার স্বত্ব পরিত্যাগ করাই ইংরাজদিগের পক্ষে শ্রেয় ॥১২ অধিকন্তু লাহোরের অধিকৃত কটফোপুর অভিমুখে গমনের জন্য একদল অশ্বারোহী সৈন্য ফিরোজপুরের নিকট শতদ্রু অতিক্রম করিয়াছিল। তাঁহাদের উদ্দেশু,—সচরাচর তথায় যে সৈন্যদল রক্ষিত হইত, সেই অশ্বারোহী প্রহরী সৈন্তগণকে সাহায্য করা, অথবা তাহদের বল বৃদ্ধি করা । কিন্তু ১৮৯১ খ্ৰীষ্টাব্দের সন্ধির নিয়ম মতে, উভয় গবর্ণমেণ্টের মধ্যে যে বন্দোবস্ত হয়, তদনুসারে ব্রিটিশ এজেণ্টের অনুমতির অপেক্ষ না করিয়াই, সৈন্যদল শতক্ৰ নদী অতিক্রম করিল। কিন্তু এই মুষ্টিমেয় সৈন্য যে উদ্দেশ্যে তথায় গমন করিতেছিল, তদ্বিবেচনায় সেই পরিবর্তিত নিয়ম সৈন্যদলের পক্ষে প্রযুক্ত হইতে পারে না। যাহা হউক, তথাপি ম্যাজর ব্রডফুট সৈন্য-দলকে ফিরিয়া আসিতে অনুমতি করিলেন। কিন্তু আজ্ঞাপালনে ভাহাদিগকে দীর্ঘসূত্রী এবং উদাসীন মনে করিয়া নিজেই প্রহরী সৈন্ত সমভিব্যাহারে তাহাদের পশ্চাদ্ধাবিত হইলেন। যখন তাহার হাটিয়া নদী পার হইতেছিল, তখন তাহারা ধৃত হইল। ইংরাজ পক্ষীয়গণ গুলি বর্ষণ করিতে লাগিল ; কিন্তু শিখ-সেনাপতি তাহাঁদের সহিত কোনরূপ বিবাদ-বিসম্বাদ করিলেন না। এরূপ কোন কার্য দ্বারা পাছে লাহোর গবর্ণমেণ্ট বিপদগ্ৰস্ত হয়, এই ভয়েই তিনি ইংরাজদিগের সহিত যুদ্ধে বিরত রহিলেন। ১৬ অধিকন্তু সেতু-নিৰ্মাণাধ বোম্বাই সহরে যে সমুদায় নৌকা প্রস্তুত হইতেছিল, ১৮৪৫ খ্ৰীষ্টাব্দে শরৎকালে সেই নৌকাগুলি ফিরোজপুরে প্রেরিত হইল। পোতগুলি যাহাতে নির্দিষ্ট স্থানে নিরাপদে আনীত হইতে পারে, ওজন্য ম্যাজর ব্রডফুট একদল সশস্ত্র ও মুসজ্জিত প্রহরী-সৈন্তকে উহা রক্ষার্থ অনুগমন করিতে আদেশ করিলেন ; এবং ফিরোজপুরে পোতগুলি আসিয়া পৌঁছিলে তিনি নাবিকদলকে সেতু নিৰ্মাণাৰ্থ নিযুক্ত করিতে লাগিলেন। তখন এই সমুদায় কার্য ১২। অনঙ্গপুর সম্বন্ধে সপ্তম অধ্যায়ের নোট দ্রষ্টব্য। মূলগ্রন্থে বর্ণিত বিবাদ বিসস্বাদ সম্বন্ধে, ১৮se খ্ৰীষ্টাব্দের ১৩ই সেপ্টেম্বর তারিখের গবর্ণমেন্টের নিকট ম্যাঙ্গর ব্রডফুট লিখিত পত্রের উল্লেখ করা যাইতে পারে ; এই পত্রে ম্যাঙ্গর ব্রডফুট আপনার কার্যপ্রণালীর এবং সামান্ত কারণে সীমা-গ্রহণের নির্দোষিত প্রমাণের জন্ত বিশেষ চেষ্টা করিয়াছেন। sel Compare Major Broadfoot to Government, 27th March 1945. শুনিতে পাওয়া যায়, গবর্ণমেন্ট এই সকল কার্যকলাপ অনুমোদন করেন নাই।