পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪৫ খ্ৰীষ্টাব্দের যুদ্ধ ঘোষণা Es t ৪র্থ সর্ত। প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় নিয়মের অন্তভূক্ত বাণিজ্য-পোত সমূহে পরিচয়ামরূপ চিহ্ন লিখিত থাকিবে ; এবং প্রত্যেক বাণিজ্য-পোত রেজেক্টরি করা হইবে। ৫ম সর্ত । শতদ্রু এবং সিন্ধুনদের উপর দিয়া বাণিজ্যপোত গমনাগমন সম্বন্ধে যে প্রণালীতে বাণিজ্য-শুদ্ধ ধার্য হইল, অন্যান্য নদী সম্পর্কে, অথবা খালসা রাজ্যের স্থলপথের কোন বাণিজ্য-শুদ্ধ গ্রহণ বিষয়ে, ইহার কোনই সংশ্ৰব থাকিবে না। সে সকল যেরূপ নিয়মে চলিতেছে, সেইরূপ নিয়মেই চলিবে । ১৮৯৭ সম্বতের ১৩ই আষাঢ় তারিখে (১৮৪ খ্ৰীষ্টাব্দের ২৩শে জুন ) এই চুক্তিপত্র স্থিরীকৃত হইল। ষোড়শ পরিশিষ্ট। ১৮৪৫ খৃষ্টাব্দের যুদ্ধ ঘোষণা । ভারতের গবর্ণর জেনারেল কর্তৃক ঘোষণা প্রচার । ক্যাম্প, লস্করী খ ক। সরাই, ১৩ই ডিসেম্বর, ১৮৪৫ খ্ৰীষ্টাব্দ । এ পর্যন্ত পঞ্জাব গবর্ণমেন্টের সহিত বৃটিশ গবর্ণমেন্টের মিত্রত ছিল। ১৮০১ খ্ৰীষ্টাৰে স্বৰ্গীয় মহারাজ রণজিৎ সিংহ এবং বৃটিশ গবর্ণমেণ্টের মধ্যে মিত্রতা ও একতাব্যঞ্জক এক সন্ধি স্থাপিত হয়। সেই সন্ধির সর্ত সমূহ বিশ্বস্ততার সহিত বৃটিশ গবর্ণমেণ্ট পালন করিয়া অসিতেছিলেন ; স্বৰ্গীয় মহারাজও সেই সন্ধির সর্তসমূহ বিচক্ষণতার সহিত রক্ষা করিয়াছিলেন । মহারাজ রণজিৎ সিংহের উত্তরাধিকারিগণের সহিতও এ কাল পর্যন্ত বৃটিশ গবর্ণমেণ্ট সমভাবে সেই মিত্রতা সম্বন্ধ রক্ষা করিয়া আসিয়াছেন। ভূতপূর্ব মহরাজ শের সিংহের মৃত্যুর পর, লাহোর-গবর্ণমেণ্টের বিশৃঙ্খলা হেতু, বৃটিশগবর্ণমেণ্টের সীমান্ত প্রদেশ রক্ষার জন্য, সকেন্সিল গবর্ণর জেনারেল আত্মরক্ষণোপযোগী উপায় অবলম্বন করিতে বাধ্য হইতেছেন ; যে সকল কারণে যেরূপ উপায়াবলী অবলম্বিত হইবে, তাহার বিস্তৃত বিবরণ ইতিপূর্বে লাহোর -গবর্ণমেণ্টকে জানান হইয়াছে । বিগত দুই বৎসর হইতে লাহোর গবর্ণমেণ্টের ঘোর বিশৃঙ্খলা সত্বেও, এবং লাহোর দরবারের নানাবিধ অসদ্বব্যহারমূলক কাৰ্য্য-কলাপেও, উভয় পক্ষের হবিধা ও স্বখের প্রতি