পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e२ ) অল্প দিলে থাকে ক্ষোভ, পায় যদি বেশী লোভ, যত্ন চেষ্টা করে প্রাণপনে ॥ কিন্তু বৃথা টানাটানি, গুণাগুণ সব জানি, এরি হাতে মৃত্যু হয় তার । ডাক্তণর ছিল না ভাল, তাতেই বিপদ হলো, তিন দিনে ঘটিল বিকার ॥ দিলাম আগামী পূজা, • রাশি রাশি সিদ্ধি গাজা, মানিলাম সোণ দশ ভরি । ফল তো ফলিল সেই, উলটিয়া লাভ এই, মোহান্তের বাক্যে জ্বলে মারি । ভক্তি ভাবে সকাতরে, কাদি নাই পায়ে পোরে, তাই অামি হারাইনু স্বামী । ইতর লোকের মত, হবে। যদি পদানত, পূজা তবে কি জন্য আগামী ? “কৰ্ত্তার বড়ই আশ, সত্বরে কৈলাস বাস; জীবনে ছিল না সাধ তার ।" সত্য বটে মিথ্যা নয়, কিন্তু তবে কই হয়, বাপার উচিত সুবিচার ॥ টাকা দেন নাই তিনি, স্ত্রী-ধনে দিলাম কিনি, দুধ কলা বড় বড় ওলা । তবু তার বাঞ্ছা পূর্ণ, আমার কপাল চুর্ণ, আমরি কি দয়াময় ভোলা ?