পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १४ ) রক্ত বমি না দেখিয়া ভাবিয়া আকুল । বুঝিল ভোলার আজি হইয়াছে ভুল ॥ লাগায়েছে মিথ্যা কথা বুঝি মন্দলোকে । না হলে উঠিতে রক্ত ঝলকে ঝলকে ॥ ঘন ঘন করাঘাত করে শিরে বক্ষে । সহিতে না পারে কষ্ট ধুঙা দেখে চক্ষে । অসাড় হইয়া মাগী লুটীয় ভূতলে । দ্বিজ ভাবে এভাবে কেমনে যাই ফেলে । ধরি তারে তুলে আনিলেন রক্ষ মূলে । মরি কি হাতের গুন, কষ্ট গেল ভুলে ৷ নিকটে বসিয়া তারে করেন সাম্ভন । আনন্দে বিভোর মাগী ঘুচিল যাতন ॥ এদিকে বাপার পুরে পূজক আকুল । রূপার গেলাস নাই মহা হুলস্কুল ৷ ধুমধাম মহাতম্বি চোর অস্বেষণ । সন্দেহে পড়িয়া বাধা গেল একজন ? সেই চোর বলিয়া সবাই দিল সায় । দুম দাম্ কিল ঘুষ দেদার লাগায় ॥ কেহ বলে শীঘ্ৰ বল্ গেলাস কোথায় । *জানিনা” বলিলে আরো দুন মার খায় ॥ বিপাকে ঠেকিয়া দোষ করিল স্বীকার । বলে, বাবা ক্ষমা কর মারিওন। অার }