পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( می توا) সৰ্ব্বত্র সমানভাবে তার অধিষ্ঠান । সজন পালন লয় নিত্য কার্য র্তার । শিব নাম তার তিনি মঙ্গল নিদান ॥ দেখা দেন নানারূপে কিন্তু নিরাকার ॥ এইমাত্র দিলেন তাহার পরিচয় । ভক্ত হেতু বিপ্রমূৰ্ত্তি করি পরিগ্রহ । পাত্র হস্তে মধ্য মাঠে হলেন উদয় ॥ করিলেন তার সঙ্গে আনন্দ কলহ ॥ অদ্য হতে কৃতার্থ হইল গোপ-নারী । মুকুন্দের মত পাবে অতুল সম্পদ । জীয়ন্তে সন্তানে লয়ে হবে রাজ্যেশ্বরী ॥ মরণে কৈলাস বাস তুচ্ছ ব্ৰহ্মপদ ॥ কথা শুনে অঙ্গ জ্বলে, ধুর্ত মনে মনে বলে, কড়াকড়ি হলোনা উপায় । মিছে বকে এলো মেলো, অর্থ নাই কথা গুলো, পুরস্কার ফাকি দিতে চায় । স্বত্ব রজ তম গুণ, কিবা বলে পুনঃ পুন:, আগুণ লাগুক সে কথায় । লাভালাভ যাতে নাই, পড়ুক তাহাতে ছাই, কেন সঙ্গে আসিয়াছি হায় ।