পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۔مج۔ --سمجمجہ* শিশু-ভগৱতী শয্যায় শাযিত । সংবাদ পাইবামাত্র হর্ষ রাজধানীতে ফিরিয়া আসিলেন। রাজবৈদ্যদের সমবেত চেষ্টাকে বিফল করিয়া ও প্রজাবৰ্গকে শোক-সাগরে ভাগাইয়া প্রভাকৰ দেহত্যাগ করিলেন। মৃত্যুর সময় হর্ষ পিতার শখ্যাল পাশ্বে উপস্থিত থাকিয়া তাহাব অস্তিম কথাগুলি শ্রবণ কলিয়াছিলেন। মুমৰুর শেষ কথা গুলি হইতে মনে হয যে হয়ত বা তিনি হর্ষকেই রাজ্যভার অপশ কবিতে চাছিযাছিলেন। অবশ্য হর্ষ সিংহাসন পাইবার আশাকে স্বপ্নেও মনে স্থান দেন নাই । তিনি অগ্রজকে যাবপল নাই শ্রদ্ধা ও ভক্তি করিতেন। হতিমধ্যে রাজ্যবৰ্দ্ধন কুনদিগকে জয কবিগ ব{জধানীতে ফিবিযা আসিলেন । তিনি শোকে এতই আত্মচাব হইযাছিলেন যে স্বীম অঙ্গজেব উপর বাজ্য ভাল অপণ কলিমা সন্ন্যাস লইযা বনে যাইতে মনঃস্থ কপিলেন । এই কথা শুনিয়া হয পডই ব্যাকুল ইষ্টলেন। যদি এই সময লাজোর উপর ভীষণ বিপত্তি না অtসিযা পণ্ডিত তবে তাঙ্কার সংঙ্কল্প টলিত না । গৌড়রাজ শশাঙ্ক তোমাদিগকে পূৰ্ব্বেই মৌখবি নামক বাজবংশের কথা বলিঘাছি। যদিও প্রপমে মৌখরি বাজগণ মগধে রাজ্যশাসন করিতেন কিন্তু পবে ইহারা কান্তকুঞ্জে রাজস্থাপন কলিযাছিলেন। মৌখরি বাজ৷ গ্রহবৰ্ম্ম স্থানেশ্বরের রাজকুমারী সমাট ছক্টেল ভগ্নী রাজ্য শ্রীর পাণি-গ্ৰহণ কবিযাছিলেন। বাজাশীল স্কায বিদুষী নালী সে সময়ে ভাবতে বড বেশী ছিল না। র্তাহার স্বাস শাস্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য অনেক পুরুষেবও ছিল ন। অপাল ললিতকলায তিনি ছিলেন অদ্বিতীয়া । তিনি হিন্দুনালীর আদর্শস্থানীয়া ছিলেন। রাজ্যশ্রীর পতি গ্ৰছকৰ্ম্ম প্রভাকরের মৃত্যুব দিবসেই দুষ্ট মালবলাজ দেশগুপ্তেল দ্বাবা অকস্মাং আক্রাস্ত হইযা প্রাণ হাবাইয়াছিলেন। দেবগুপ্ত গ্রহবৰ্ম্মার প্ৰাণ লইয়াই ক্ষান্ত হয় নাই। সে লাজ্যত্রীকে ૨ગ S 8 “চোরাঙ্গনা”র দ্যায় লৌহ-নিগড়ে আবদ্ধ করিয়া কারাগারে নিক্ষেপ করিয়াছিল। এই সংবাদ পাইবামাত্র রাজ্যবৰ্দ্ধনের ক্ৰোধবহ্নি প্ৰজলিত হইয়া উঠিল। তিনি আপাতত: সন্ন্যাস গ্রহণ করিবার সংকল্প পবিত্যাগ করিয়া বণসজ্জায় মনোনিবেশ করিলেন এবং দেবগুপ্তকে অনায়াসে ংগ্রামে পরাজিত করিলেন। এ দিকে কিন্তু আর এক ভীষণ বিপদ উপস্থিত হইল। দেবগুপ্তের সহিত গৌড়-রাজ শশাঙ্কেব মিত্রতা ছিল। এই শশাঙ্গেল আল এক নাম ছিল নরেন্দ্র গুপ্ত এবং ইনি

          • śg

বাজা হর্ষবৰ্দ্ধন ও তাহার স্বহস্তলিখিত হস্তাক্ষর যে গুপ্তবংশীয় ছিলেন সে বিষয় কোনও সন্দেহ নাই। ইহার রাজধানী ছিল কর্ণসুবর্ণ নামক স্থানে। কর্ণসুবর্ণ আধুনিক মুর্শিদাবাদ জেলাব রাঙ্গামাট নামক স্থানের নিকট অবস্থিত ছিল। অতএব শশাঙ্ক ছিলেন বাঙ্গালাদেশের রাজা এবং সেই হেতু স্বভাবতঃই তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেন। শশাঙ্ক গুপ্তবংশের লুপ্ত গৌরবকে পুন: প্রতিষ্ঠিত করিতে চাহিয়াছিলেন । , এই জন্তই ---