বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• =िथ्e-ड्यछान्द्राप्डो -- !R + : জাগিয়া উঠে তাহাদিগকে কি কেহ নিরস্ত করিতে পারে ?

  • R* aft” fosso (Indian SurveyDepartment) *fton &fonsoo (Captain Ifarman ) মনে ব্রহ্মপুত্র নদের উৎস-সন্ধানের ইচ্ছা হইল। তিনি দাঞ্জিলিং আসিলেন। সেখানে craft (Neem Singh) afta grs: গিকিমিকে কি ভাবে সেক্সটান্ট যন্ত্র (Sextant ) এবং দিগ্‌দৰ্শন যন্ত্র (Compars ) ব্যবহার করিতে হয়, সে শিক্ষা দিলেন। কি ভাবে মানচিত্র দেখিতে হয়, মানচিত্ৰ তৈয়ারি করিতে হয় পৰ্ব্বতের উচ্চতার পরিমাণ করিতে হয় এ সব বিষয়ে কাপ্তেন হারম্যান, নেমসিংকে শিক্ষা দিলেন। নেমসিংঘের পূৰ্ব্বে তিনি কিযাপসিং নামক একজনকেও এ বিষয়ে উদ্যোগ করিয়াছিলেন। কিন্তু একা একজনের পক্ষে ত জরিপের কাজ করা চলে না, দু'জন না হইলে চলাফেরার স্ববিধা হয় না, কাজও দ্রুত অগ্রসর হয় না। সে সময়ে দাজিলিং বাজারে কিনথাপ, ( Kinthup ) :At(i **RR দজী ছিল । সে এই আহসন্ধান কাধ্যে নেমলিংয়ের সঙ্গী হইবার इंक्र! প্রকাশ করিল। সিকিমি কিনাপ লোকটা বেটে পাটো রকমের ছিল, চোখ দুটি ছিল বেশ তীক্ষ, কপালট। বেশ চওড়া আর তাহার মাথায় ছিল একরাশ চুল। তাহাকে দেখিলে মনে হইত যে ই, এ কাজের মাচুষ, একে কোন কাজের ভার দিলে সে কাজের জন্য আর ভাবিতে হইবে না— আর এযেন Explorer বা অজানার সন্ধানী श्रेंग्राहे अनििश्चाtझ्।

১৮৭৮ সালের একদিন সকালবেলা নেমলিং ও কিন্‌থাপ-অজানা পাৰ্ব্বত্যপথে সাংপো নদীর উৎস সন্ধানে যাত্রা করিল। তাহারা দারুণ শীতের মধ্যে পাৰ্ব্বত্যপ্রদেশের প্রায় ১২,• • ফিট উচ্চ পথ ধরিয়া স্থাম্পে নদীর গতি পথ ধরিয়া ج مم-iٹا ক্রমশঃই অগ্রসর হইতে লাগিল। তাহাদের হাতে ছিল জপমালা। পা বাড়াইবার সঙ্গে সঙ্গেই তাহারা জপের গুটিতে হাত দিত। এক কথায় জপের মালা গণিতে গণিতে তাহারা পথ চলিতেছিল। त्राभltनद्र 4हे फूहेखन श्रडियांनकांग्रैौ "t१ १८५ জরিপ করিতে করিতে অবশেষে গয়লা (Gayala) নামক একটি স্থানে আসিয়া পৌছিল। এই জায়গাটি ছিল ঘন বনে ঢাকা। এই অধিত্যকার আশে পাশে তুষারাবৃত উচ্চ পৰ্ব্বতশ্রেণী মাথা তুলিয়া দাড়াইয়া আছে। এইখান হইতে স্বাম্পো নদীর סויסזה כר של গতি উত্তর দিকে প্রবাহিত হয় । কিন্‌থাপগুহার ভিতরে কাঠখও রাখিয় দিতেছে জানুয়ারী মাসে নেমসিংও কিন্যাপ গয়লা হইতে দাৰ্জিলিং ফিরিয়া আপিল । তাহারা মাসিয়া বলিল,—স্থাম্পোনদী আসামের প্রাস্তভাগ হইতে লম্বা দক্ষিণাভিমুখী হইয়া ভারতবর্ষে আসিয়া পড়িয়াছে। সেকালের জরিপ বিভাগের কৰ্ত্তারা এবং বৈজ্ঞানিকেরা তাহাদের কথায় বিশ্বাস করিলেন না । তোমাদের কাছে পূৰ্ব্বেই বলিয়াছি যে কিন্‌ধাপের শিরায় শিরায় প্রবাহিত ছিল দুৰ্জয়কে জয় করিবার মত উষ্ণ রক্তধারা । কোন বিপদেই তাহার মন ভাঙ্গিয়া পড়িত না । মৃত্যু-ভয় তাহার ছিল না, অস্কানাকে জয় করিবার দুর্জয় শক্তি তাহাকে

  • ふbrbr