পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a no ". - Հ C o -o-Lo- וח কোহিনুর হীরা কি ? উহা ইংল্যাণ্ডে গেল কেন ? ষ্ঠীর মাণিক বলিতেই তোমলা কোকিনলেব নাম ললিবে। তোমবা পডিমাছ কি না জানি না, অমিলা ছেলেবেলা “পঙ্গপাঠ" প্রথম ভাগ নামে একশানা কপিতাব বইতে প৬িঘাছিলাম– “গোলকও প্রদেশের হীলক আকব ইচ্ছা হলে টাকা দিযে কব তুমি ক্রয!” ইত্যাদি। ভাল বর্ষে গোলকুণ্ডার চারকগনি এক সমযে জগদ্বিখ্যাত ছিল। কোছিনব—সেই গোলকুণ্ডার খনিতেই পাওয়া গিয়াছিল।—আমাদের দেশে ববাবর প্রবাদ চলিযা আসিতেছে যে—এই জগৎপ্রসিদ্ধ কোচিনুর শ্ৰীকৃষ্ণের স্তমস্তক মণি, সে যাহাই লোকে বলুক না কেন । ই হার ইতিহাস এইরূপ —অনেক কাল এই বিখ্যাত ষ্ট্ৰীবকটি মালবদেশের বাজাদেব কাছে ছিল। দিল্লীর বিখ্যাত সুলতান আলাউদ্দীন ১৩-৪ খ্ৰীষ্টাব্দে মালবদেশের কোহিনূর হীরক নৃপতিদিগকে পরাজিত করিযা এই ছীরকটি গ্রচণ করেন। প্রায আড়াইশত বৎসব পবে উছ মোগল সমাট হুমায়ুন বাদশাব হাতে আসে। সম্রাট ঔপঙ্গ জীবেল বাজত্বকাল পর্যাপ্ত ইছা ছিল মোগলদেব অধিকারে। বিখ্যাত তখং-তাউস বা মারা রুতি-আসনেব, ময়ূরেব একটি চোখেব গাযে এই 지 f f: ছিল।—তার পর দিল্লীর বাদশাহ ম হ থ দ শার, বাজত্বকালে নাদিব শী যপন দিল্লী আক্রমণ করেন, তখন তিনি দিল্লী অধিকাব করিয়া দিল্লীর ধনভাণ্ডার তন্ন তন্ন করিযা খুজিয়াও কোহিনূব মণি পাইলেন না—কেন পাইলেন না জান ?—মহম্মদ শা উহা পাগডিতে লুকাইয়া পলায়ন করিয়াছিলেন। নাদিরশা অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন, তিনি মহম্মদশার সহিত সন্ধি স্থাপনের ইচ্ছা প্রকাশ করিষা তাহাকে দিল্লীতে ফিরিয়া আসিবার জন্ত অনুরোধ করিলেন। কুলীনাম হীরক 3. -