পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর একটা কথা তোমরা আমাদিগকে প্রশ্ন করিতে পাব । তোমরা জিজ্ঞাসা করিতে পাব টাকার এই যন্ধে টাকাব উপরেব ও নীচেল দিক্ হৈলা ছয় Heads and Tails অর্থাৎ টাকার রাজার বা রাণীর মুখওয়ালা দিকটা এবং অপর দিকটা কি করিয়া তৈয়ারী হয় ? এ-প্রশ্ন তোমরা করিতে পার। কেন-না একসঙ্গেই ত উপরের ভাগ ও নীচের ভাগটা কলে তৈয়ারী হওয়া সম্ভবপর নয়, তাছা ঠিক। ইe1র ব্যবস্থা ও রহিয়াছে। যেমন একদিকের কাজ হইয়া গেল তখন সেই মুদ্রাগুলি ওজন করা হয়, যদি দেখা যায় যে কোন ও মুদ্র নির্দিষ্ট ওজনের অতিরিক্ত হইয়াছে তাছা হইলে বুঝিতে হুইবে যে গলাইবার সময়ে কিংবা পরিমাপের সময়ে কোনরূপ ভুল বা ইংরেজীতে যাহাকে বলে Over weight blanks wifts stift swo চাকতি। তখন সে গুলিকে আবার গলাইয়া যথাযথ ওজনের মত করিয়া লইয়া শেষের দিকটা ছাটিয়া ঠিক করিয়া লওয়া হয় এবং তখনই Tails এর দিকটা আবার তদনুরূপ ছাচে ফেলিয়া তৈয়ারী করিয়া ফেলে। এইভাবে যখন টাকা ইত্যাদি তৈয়ারী হইল তখন সে গুলিকে খানিক সময় ছড়াইয়া রাখা হয, অর্থাৎ উষ্ণতা হ্রাস পাইলে সে-সমযে একজন বিশেষজ্ঞ আসিয়া সেই তৈয়ারী টাকাগুলি পরীক্ষা করেন। এই পরীক্ষা যিনি করেন তাছার অনেক কিছু দেখিতে হয়। প্রথমত: তিনি ওজন কবিঘা দেখেন, ওজন ঠিক আছে কি না। তারপর দেখেন মুদা তৈয়ারী কবিবার জন্য যে বিভিন্ন ধাতুর খাদ দেওয়া হয় তাছাও ঠিক আছে কি না। যদি সেইরূপ কোনও গোলযোগ থাকে তাছ চইলে তিনি সেই সকল কটি-বিচ্যতি সংশোধন করেন। তোমরা বোধ হয় টাকাল চাবিদিকটা বেশ ভাল করিয়া লক্ষা কবিয দেখিয়াছ । যদি লক্ষা কবিয থাক তাহা হইলে দেপিতে পাইলে টাকার চারিদিকের গোল কিনালাটায় কাট দাগ আছে । এই সব দাগ কাটিবারও যক্ষ বহিয়াছে। তাহাব সাহায্যে টাকার গোলাকার দিকগুলির এরূপ কাট কাটা দাগের স্বষ্টি করা হয, সে-সম্বন্ধে অর্থনীতিতে তোমরা জানিতে পারিয়াছ। এই যে টাকা তৈয়ারী হয় তাহার সাচ কিরূপ, তাহা জানিবার -- ... . . . . - - - - টাকার ধাঁচ জন্ত তোমাদের একটা কৌতুহল হওয়া স্বাভাৰিক । এইখানে ছাঁচের ছবি দেওয়া লইল। উহা হইতে - 958Հ - - ---