পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نممممم مم-| যে শৈবাল পড়ে অাছে দেখি, সে এই রকম স্বস্থানচু্যত উদ্ভিদ। কিন্তু এ ছাড এক রকম যথার্থ ভাসমান শৈবাল আছে, এই বার তার কথা বলব । সে শৈবাল মহাসমুদ্রেব সকল প্রদেশে সৰ্ব্ববদ1 ভেসে লেডাচ্ছে । শতপদী সামুদ্রিক কীট তারই উপর নির্ভর করছে বাহিরের গভীর সমুদ্রের প্রাণী সমুহের জীবন। নৌকায় করে সমুদ্র বেড়াতে গিয়ে যদি পাশের দিকে মুখ বাড়িয়ে দেখ ত দেখবে শুধু স্বচ্ছ سهام ممم- مestagest-وعfete مرايا الاكا হরিতাভ জল, জীব জন্তু বড় একটা নজরে পড়বে না। হযত বড় জোর দেখবে এক অtধটা জেলী মাছ জ্বল জ্বল করতে করতে ভেসে চলে যাচ্ছে । কিন্তু যদি নৌকাব পিছনে একখানা মুখখোলা মলমলের থলী খানি কক্ষণ বুলিয়ে বাগ, আর তার পর সেই থলীটা তুলে উলটে এক গোলাস সযুদ্রেব জলে ঝেড়ে ফেল, দেখবে যে সেই জলে হাজার হাজার ধূলিকণা ব ম শুন কি সব ভ1সছে । একট। পুট * (Lens) দিয়ে পরীক্ষা কবলে দেপতে পাবে, রকম রকমের অতি ক্ষুদ্র জীবাণু সমূহ ঐ জলে ভাসছে । ছোট জেলী মাছ, ছোট চিংড়া মাছ, ছোট ছোট গোস ওয়াল জীপ, এই রকম কত কি ! অণুবীক্ষণ দিযে জল পৰীক্ষা কবলে অব এক জিনিস নজরে পড়লে । দেখবে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ উদ্ভিদ কণা ও লাখে লাখ জলে ভেসে বেড়াচ্ছে । এদিকেই বলে ভাসমান সমুদ্র শৈবাল । এখ ছয় শ্রেণী । তার মধ্যে সব চেয়ে প্রধান যে শ্রেণী, তার নাম Diatom। Diatom এর প্রত্যেক কণা এক একটি স্বতন্ত্র জীব-কোষ। ভিতবে উদ্ভিদ কণাশার তাব চাবি দিকে Silica বা বালুক সারের স্বচ্ছ ঢাকন । এই Diatom আদি ভাসমান শৈবাল বাহির সমুদ্রের হেরিং প্রভৃতি অনেক জা তীয় মাছেব নিত্য ভোক্তা। আবার অন্য এমন অনেক মাছও আছে যার প্রধানত: Diatom ভোজী মাছ খেয়ে প্রাণ ধারণ করে । সমুদ্রের উপর সর্বত্র এই সমস্ত নানা প্রকার জীবকণা ভেসে বেড়াচ্ছে । এর -o-o-o-o-o -o-o-o-o-o-o-o-o-o