পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i S TBuT T Tu BYJBBS “দেখ, আমি স্বপ্নে দেখিলাম যে, হঠাৎ একট। বালির পিস্টক আসিয়া সেনাপতির শিবিরে পড়িল । আমনি শিলির ভাঙ্গিয়া পড়িল ।” তখন তৃ ষ্টীয় ব্যক্তি ললিল, “উঠ। আর fকছুই নহে, গিদিয়নের তরপারি। ভগবান মিদিয়দিগকে গিদিয়নের প্রস্তে সমর্পণ করিয়াছেন।" ঈগ শুনিয়া গিদিয়নের খুব স্ফৰ্ত্তি হইল । সে ভগবানকে ধগবাদ দি৬ে দিতে নি.েঞ্জর শিfবরে ফিরিয়া গালিয়াই সৈন্যদের জাগাইয়। পলিল, “ওx, তৈরী হ ও । আঞ্জ ষ্ট আমাদেব মুক্তির দিন ।" এই বলিয়৷ সে তাহার ৩০০ সহচরকে তিন ভাগে বিভক্ত কfরয় শত্র-সৈন্সের feন দিকে অ + স্থান করিতে আদেশ দিল । “দেখ, আমার শুঙ্গ বনি শুনিতে পাইলে ও আমার হস্তস্থিত মশাল দেখিতে পা হলে তোমৰ ৭ল লোগে শুঙ্গ ধ্বনি করিবে এবং মশাল আন্দোলিত করিপে ; আর সঙ্গে সঙ্গে চাংকার করিয়া বলিলে, জয় ভগবানের জয় । জয় গিদিয়নের জয় ।” এইবার তাহারা ঘুমন্ত শত্র-শিবিরের তিন দিকে চলিয়া গেল। গিদিয়নের সঙ্কেত শুনিলে একসঙ্গে তাহাৰা শুঙ্গ নিনাদ করিল ও মশাল নাড়িতে নাডিতে “ভগবানের জয় ! গিদিয়নের জয় !” ললিয়া চীৎকার করিতে লাগিল । অতর্কিতে এই ভাবে চীৎকার শুনিয়া শ এ-সৈন্যেরা জাগিয়া উঠিয়া সন্ত্রস্তভালে এদিকে সেদিকে ছুটাছুটি করিতে লাগিল । তারপর আরস্ত হইল এক বীভৎস ল্যাপার । অন্ধকাৰে শক্ৰ-মিত্র চিনিতে ন পারিয়া পরস্পর পরস্পরকে আক্রমণ করিতে লাগিল। হিব্ৰু-সৈন্যেরা কিন্তু দাড়াইয়। খালি চীৎকার করিতে লাগিল ও মশাল যুৱাইতে লাগিল । অবশেষে শত্ৰু-সৈম্বোরা প্রাণভয়ে জৰ্দ্দন নদীর গিদিয়নও তাহার ৩• • অনুচর লইয়। জদন নদী পার হইয়া মিদিয়রাজ জেল। (Zebah) s eloqātā (Zahmunna) સfતન অনুসরণ পথে সে সকতের (Succoth) afnof eta a 4 ste zieta পেস্যদের জন্য আtsার প্রার্থনা ক14ল । তাহার। কিন্তু stহার প্রতি বিদ্রুপ করিতে লাগলেন। হঠাতে সে কুপ ই ইয়. বলল, “ সাচ্ছ, ফিরিয়া আসিয়া sোমাদিগকে +শ।ঘাতে জঞ্জার • করিব।” পশুয়েলের নে তারা ও গাই1র দিতে অস্বীকার করিল। তাহাদিগকে সে বলিল মে, 19াদের ৪ বিশেষ শিক্ষা দিবে। তারপর রাত্রিকালে সে কর্ণরে রাক্তাদের আক্রমণ করিল। তাতাদের সঙ্গে লোক ছিল । কাজেক্ট, তাহারা নিশ্চি স্ত ছিলেন । গিদিয়ন তাতাদের সৈন্যদের ছত্রভঙ্গ করিয়া তাহাদিগকে লন্দী করিল। পথে সাক্কতের ও পেকুয়েলের নেতাদের বিশেষ শিক্ষা দিল । তারপর সে জেল ও জালমুন্নাকে নিহত করিল। হিব্রুরা এইবার গিদিয়নকে রাজা করিতে চাfeল । সে কিল্প অস্বীকু ত হইয়া বলিল, “ ভগলানই তোমাদের রাজা ।” যতদিন গিদিয়ন বাচিয়াছিল দেশে শাস্তি ও শৃঙ্খলা বজায় ছিল। তাহার পর টোলা তেইশ বিচারকের কাজ করিয়াছিলেন । পর বিচারক হইয়াছিলেন কেয়ার । আবার ভগলান টশ্ৰেল সন্তানদের ব্যবহারে বিশেষ ক্রুদ্ধ হইলেন । কারণ, তাহার ইতিমধে। তাঙ্গার পূজা পরিভাগ করিয়া নানা দেবদেবীর পূজা করিতে আরম্ভ করিয়াছিল । ফলে, ফিলিষ্টিয়ের (Philistines) ও আম্মোনের। তাহাদিগকে У Ф. * • * বৎসর টোলার দিকে উদ্ধশ্বাসে পলায়ন করিল। এইবার উৎপীড়ন করিতে আরম্ভ করিল। এই অন্যাস্ক ছিক্রর পশ্চাদ্ধাৰন করিল। বিপদে গিলিয়াদের (Gilead) রাজার। X ՋԵ Գ --