পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিরিজ্ঞা টাকাই পায়। কিন্তু যাহার। এখানকার রেশমী কাপড় নানাদেশে চালান দেয়,তাছাদের হয় প্রচুর অর্থ লাভ। সিরিয়ার রাজধানী দামাস্কাস (Damascus) একটি সমতল উৰ্ব্বর ভূমিতে অবস্থিত। সিরিয়ার মধ্যে এই সহরটি যেমন সৰ্ব্বাপেক্ষা বড়, তেমনি সৰ্ব্বাপেক্ষা প্রাচীন । প্রাচীনকালে দামাস্কাস নগরী প্রসিদ্ধ বাণিজ্য-কেন্দ্র ছিল । অনেকের মতে দামাস্কাস পৃথিবীর সব চেঙ্গ পুরাণো সহর। বাবিলনের চেয়েও দামাস্কাস দামাস্কাল , ------- -- --- ་ ཀྭང་ - - -


দামাস্কাসের বাজার পাচীন। আজ বাবিলনের ধ্বংসাবশেষ মেসোপটমিয়ার মরুভূমির মধ্যে বিলুপ্ত হইয়া আছে, কিন্তু দামাস্কাস এখনও তাছার প্রাচীন গৌরব লইয়। বিদ্যমান। এক সময়ে দামাস্কাস রোমের অধীন ছিল। রোমকদের হাত হইতে ইহা আরবদের হাতে আসে। ১৫১৬ খৃষ্টাব্দে এই প্রাচীন নগরী তুকীদের অধিকারভুক্ত হয়। প্রায় এক শতাব্দীকাল পর্যান্ত দামাস্কাস খলিফদের রাজধানী ছিল । এখানকার আশ্চর্যা ও সুন্দর বাড়ী-ঘর, মসজিদ, মুসলমান-পল্লী, ইহুদী-পল্লী ও পুষ্টান-পল্লীর বাড়ী-পর


ه

বস্তুতঃই অতিশয় মনোহর দামাস্কালে একটি বিশ্ববিদ্যালয় আছে। এখানকার তরোয়াল এবং ধাতব শিল্প প্রসিদ্ধ। এখানকার ঝিনুকের কাজও মুক্তার কাজ অতি সুন্দর। দামাস্কাস হইতে বেরুন্টু ও আলিপোর দূরত্ব ১৮• মাইল । রেলপথ দ্বারা দামাস্কাসের সহিত ইহাদের যোগ রছিয়াছে । আশ্চর্য্যের বিষয় এই যে, ব্রিটিশ দ্বীপপুঞ্চ যখন ঘন জঙ্গলে ঢাকা ছিল, সেখানকার অসভ্য অধিবাসীরা যখন প্রস্তরনিৰ্ম্মিত অস্ত্র-শস্ত্র লইয়া বন্ত পশুদের দ"মাস্কাসের একটি রাজপথ সহিত কলহ করিত, সে সময়ে দামাস্কাস পুথিবীর মধ্যে একটি প্রধান নগরী রূপে পরিচিত ছিল ৷ আশ্চর্য্যের বিষয় এই যে, শত শত বৎসব ইহার বুকের উপর দিয়া চলিয়া গিয়াছে, কিন্তু তবু এখানকার রীতি-নীতি ও আচার অনুষ্ঠানের মধ্যে তেমন কোনও পরিবর্তন ঘটে নাই । দামাস্বাসের বাজারে গেলে এই সত্যটি বিশেষ করিয়া বুঝিতে পারা যায়। আগে সেই সত্যিকার যুগে যেমন করিয়া রেশম তৈয়ারী হইত, এখন এই সভ্যতার বাজারের কথ। )*సిన