পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাদেবী চলিয়া গেলেন । তারপর অনেক বৎসর কাটিয়া গেল। একদিন রাজা শাস্তমু গঙ্গাতীরে বেড়াইতে বেড়াইতে দেখিলেন, হাটু পরিমাণ জলে একটি পরমসুন্দর বালক হাতে ধনুৰ্ব্বাণ লক্টয়া গঙ্গার পরম সুন্দর বালক জল-প্রবাহ রোপ করিয়া দাড়াহয়া আছে । লালকটিকে দেখিয়াহ শান্তম্বর পুত্রদের কথা মনে জাগিয়া উঠিল । এমন সময়ে গঙ্গাদেবী ঐ পুত্রটিকে সঙ্গে লইয়া শাস্তুহুর সম্মুখে আবির্ভূত হয়। বলিলেন, মহারাজ ! আপনার এক পুত্রকে গ্রহণ করুন। আপনার এই পুত্রের নাম দেবব্রত। মহামতি >○>や জলপ্রবাহ রোধ করিয়া দাড়াইয়া আছে 隧·→→→→→→→→----- f-lുഭrദുശ്ശ51 - বশিষ্ট, বৃহস্পতি,শুক্র ও পরশুরাম ইহার গুরু । বশিষ্ঠের নিকট বেদ এবং বৃহস্পতির ও শুক্রের নিকট সমস্ত শাস্ত্র অধ্যয়ন করিয়াছে। মহামতি পরশুরাম ইহাকে ধমুৰ্ব্বিদ্যা শিক্ষা দিয়াছেন। আপনার পুত্র সমস্ত বিস্কায় পারদর্শী হইয়াছে। এইবলিয়া গঙ্গাদেবী সহসা অন্তষ্ঠিত হইলেন । কিছুদিন পরে মহারাজ শাস্তন্ত্র দাশরাজের কহ । সত্যবতীকে বিবাহ করেন। এই সত্যবতীর গড়ে শাস্তুর দুই পুত্র জন্মওeণ করেন । তাতাদেল নাম চিত্রাঙ্গদ ও বিচিত্ৰবীৰ্গা । অতএব তোমর। মনে করিয়া রাখ, মহারাজ শাস্ত9র তিনপুত্র ছিলেন, - দেববত, চিত্র;ঙ্গদ ও বিচিত্রলীগা । এত দেশ বতের পরে নাম হইয়া ছিল ভীষ্ম । কেন, জান ৮ যখন রাজা শাস্ত্র সন্তাবতীকে বিবাহ করিতে কচ্ছপ হন, তখন দারাঞ্জা, শাশু লুর সহিত তাহার মেয়ের পিল । * দিতে এই লগিয়া অস্বীকা করেন যে, দেবলত স্থান পাঞ্জার পুত্র রহিয়াছেন, গুপন সহাবতীর ছেলের ত আর সিংহাস- পাঠৰে না । ঈঠ শুনিয়া দেবব্রত সত্যবতীর পিতার নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন, "আমি কখনও বিবাহ করিব না’। এইরূপ ভীষণ প্রতিজ্ঞা করায়, তাহার नांभ ३श्ध्नांश्गि, डैौप्र । भशब्राछ *ाख१७ fश् छछ তাছাকে “ইচ্ছামৃত্যু” ৰৱ দিয়াছিলেন। ভীষ্ম নিজে বিবাহ করিলেন না। তিনি র্তাহার ছোট ভাই বিচিত্রবার্যোর বিবাহ দিৰার চেষ্টা করিতেছেন। এমন সময়ে খবর পাইলেন, কাশীরাজের তিন কস্তার