পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোপিসত্ত্ব একবার ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। তাহার সে জন্মে তিনটি কস্ক। বেশীদিন পত্নী কন্যাদের লইয়া সংসার-সুখ ভোগ করিতে পান জন্মে। নাই, যৌবনেই তাহার श्रृङ्का श्इण । भूड्रात्र 'त्र তিনি সোণার ছাস ইইয়া জন্মিলেন, কিন্তু পূৰ্ব্ব জন্মের কণা তাঙ্কার মনে রহিয়। গেল। তখন তিনি হিমালয় প্রদেশের হ্রদ হইতে সমতলে গ্রামে আসিয়া পত্নী ও কস্তাদের সন্ধান করিতে লাগিলেন। उाश८मग्न स्रष्ट उ"शत्र भन रज्जई कक्षल श्हेग्री से*िण । সন্ধান করিয়া দেখিলেন, তাহার একটি কুটীরে বাল করিতেছে এবং পরের গৃহে দাসীবৃত্ত করিয়া অতিকষ্ট্রে সংসার চালাইতেছে। তাহাদের দুর্দশ দেখিয়া বোধিসত্ত্বের হৃদয় বিগলিত হইল। তিনি ভাবিলেন, তাহার দেহে ত সোণার জাতক কথা ব্রাহ্মণী ..পালকগুলো উপড়াইয়া লইল পালক অনেক, মাসে মাসে এক একটি করিয়া পালক লইলে বিশেষ সুবিধা হইতেছে না। ইনিই বা কত দিলে ইহাদের দুঃখ ঘূচিতে পারে। এই সংকল্প করিয়া বোধিসত্ত্ব তাহাদের ঘরের চালের উপর বসিলেন এবং মানুষেরকণ্ঠে পত্নীকে আহবান করিয়া বলিলেন, “ভদ্রে, পূৰ্ব্ব জন্মে আমি মোমার স্বামী ছিলাম । তোমাদের তুর্দশ দেখে আমার মনে বড় কষ্ট হচ্ছে—আমি একটি ক'রে । সোনার পালক দিয়ে যাব, তাই বিক্রি ক’রে তোমরা সুখে স্বচ্ছন্দে থাক - কন্যাদের একে একে বিয়ে দাও।” এই বলিয়া তিনি আট দশ ভরি ওজনের পালক দিয়া চলিয়া গেলেন। এইরূপ মাসে মাসে তিনি আসিতেন আর পালক निग्रा यांइंtटन । cभtग्रब्र डीशग्नि श्रृंitग्न शङ বুলাইত, তাহাতে তিনি স্বথ বোধ করিতেন । ব্রাহ্মণী একদিন ঠিক 'কহিল, এভাৰে একটি একটি করিয়া পালক -

i -o, |