পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+------ - দুৰ্গম, বিপদসঙ্কুল দেশে নিতান্ত একাকী থাকিতে থাকিতে মাঝে মাঝে লিভিংষ্টোনের মন বাড়ীর জন্ত ব্যাকুল হইয়া উঠিত। একবার তিনি তাই আত্মীয়স্বজনদের অলিবার জন্ত নিজের সামান্ত আয় হইতে অর্থসঞ্চয় করিয়া দেশে পাঠাইয়া দেন কিন্তু তাহার পরিবারের কেহই আফিকায় আসিতে চাছিলেন না। ভৌগোলিক হিসাবে বিখ্যাত প্রথম অভিযানের কিছু পুৰ্ব্বে লিভিংষ্টোন সকলকে আশ্চৰ্গা করিয়া (কারণ সলাহ ভাবিয়ছিল তিনি চিরকুমার থাকিবেন) ডা: মফাটের কন্যাকে বিবাহ করেন। লিভিংষ্টোনপত্নী তাছার যথার্থ সঙ্গিনী ছিলেন এবং দশবং সরকাল বুদ্ধ বয়সে ডা: লিভিংষ্ট্রোণ ক্রমান্বয়ে একসঙ্গে ছিলেন। লিভিংষ্টোন নিজেই পরে স্ত্রীকে চারিটি শিশু সস্তানসহ দেশে পাঠাইয়৷ দেন। পাঠাইয়া ভালই করিয়াছিলেন। কারণ পরবর্তী বিপদসঙ্কুল যাত্রাপথে তাছার সঙ্গে থাকিলে তাহাঁদেরও বিপদের আশঙ্কা ছিল । প্রথম অভিযানে লিভিংষ্টোনের উদ্দেশু ছিল স্থানে স্থানে দেশীয় প্রচারকদের প্রতিষ্ঠিত করা। এসময় তিনি এত ভাগ্য বিপৰ্য্যয়ে পড়েন যে, বলিবার নয় । বাতজর হইয়া তিনি একবার প্রায় বধির হুইয়া যান । ঔষধের বাক্সটি এই সময় আবার চুরি হইয়া যায়। র্যাড়ের পৃষ্ঠে চাপিয়া এক স্থান হইতে ডেভিড লিভিং ক্টোল অন্য স্থানে যাইবার সময় পড়িয়া গিয়া দারুণ আঘাত পান ও গাছের ডাল লাগিয়া একটি চোখ অন্ধ হইবার উপক্রম হয়। কিন্তু এত বিপদে, এত বাধা-বিয়ের মধ্যেও তিনি মনের ধৈর্য হারাপ নাই। তাছার মানসিক দৃঢ়তা ও ধৈয্য যে কি অসাধারণ ছিল, তাই ইহাতেই বোঝা যায় । যে উদ্দেণ্ডে অর্থাৎ দেশীয়দের মধ্যে খৃষ্টধৰ্ম্ম প্রচার করিবার জশু তিনি যাত্রা করিয়াছিলেন, তাছা কতকাংশে সফল হইলেও তাছায় এই অভিযান ভৌগোলিক হিসাবেই বিখ্যাত। ১৮৫৬ খৃষ্টাব্দে যখন তিনি ইংল্যাণ্ডে ফিরিয়া আসেন, তখন বিখাত আবিষ্কৰ্ত্ত হিসাবে তাহাকে পরম সমাদরে অভিনন্দিত করা হয়। এবার তিনি অনায়াসেই ইংল্যাণ্ডে একটি মোটা লিsিংষ্টোনের স্ত্রী মাহিনীর চাকুরী জোগাড় করিয়া স্বীপুত্র লইয়। শাস্তি মুখে বাস করিতে পারিতেন, কিন্তু এই পৃথিবীতে একদল লোক জন্মায়-যাহারা নিশ্চিন্তু আরামে কিছুতেই বেশীদিন থাকিতে পারেন না ; বিপদে ঝাপ দিতেই তাছাদের যত আগ্রং ও যত আকাঙ্কা। যত বড় বড় আবিষ্কার, অভিযানের মূলে রহিয়াছে, ইহাদেব অসীম আগ্রহ-অনায়াস প্রাণদান। তাই ১৮৫৮ খৃ: ইংল্যাও হইতে বিদায় লইয়া লিভিংষ্টোন আবার সেই মুদুর আফ্রিকায় রওয়ান হইলেন। তৃতীয় বারের এই যাত্রাই তাছার শেষ যাত্রা। এইবার লিভিংষ্টোনের প্রধান প্রচেষ্টা হইল-দাস 》○○〉