পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- ডেভিড, eিশeি e.び* to তিনি শীঘ্রই রোগের হাত হইতে মুক্ত হইয়াছিলেন। এখানে কয়েক মাস থাকিয়া ২০শে সেপ্টেম্বরলিভিংষ্টোন লিনিয়ানতিতে ফিরিয়া আসেন। লোয়াণ্ডার চারিদিকের ভূ-ভাগ বেশ উৰ্ব্বর। লিভিং ষ্টোন এখানে আট ফিট উচু তামাকের গাছ দেপিয়া বিস্মিত হইয়াছিলেন । তামাকের পাতাগুলি লঙ্গায় প্রায় এক হাত ছিল । এখানে নানা জাতীপ পার্থী দেখা যাইত। লিভিংষ্টোন পাখী শিকার করিয়া থাষ্ঠের সংস্থান করিতেন। এখানকার এক কাষ্টীয় পার্থীকে তাহীদের দীর্ঘ ও স্বগী চঞ্চর আঘাতে বড় বড় সাপ মারিয়া ফেলিতে দেখিয়াছেন । নানা সুন্দর সুন্দর ফুল গাছে ও সবুজ সুন্দর তরুলতায় এ দেশের নদীর তীর বিচিত্র শোভাসম্পন্ন ছিল। এদিকের গ্রামগুলি দাস-ব্যাবসায়ীদের অত্যাচাবে একেবারে জনশূন্ত হইয়া পরিয়াছিল। এই ভাবে তিনি লিবা,া.ocha)নদীর তীরে আসিলেন। এখানে এদেশীয় লোকদের নিকট হইতে পাতল চামড়ার তৈয়ারী কয়েক খানি ছোট ছোট নৌকা সংগ্ৰহ করিয়া নদী উত্তীর্ণ ইষ্টলেন । এই সব নোকায় - কfরয়া দেশায় লোকে বা জলজ স্থদের শিকার করিয়া থাকে । এই সব নদীতে জর হস্তীর সংখ্যা খুবই বেশি। তাছাদের আক্রমণ হইতে পক্ষা পাইবার জন্যই এদেশীয় লোকেরা এইরূপ চালক এবং দতগামী শোক প্রস্থত করিয়া থাকে । ১৮৫৫ খৃষ্টাব্দের ১১ই সেপ্টেম্বল লিভিংস্টোন লিনিয়ানতিতে পৌছেন। এ সময় পর্যান্ত তাহাকে সাতাইশ বার জলে আক্রান্ত হইতে ঠইয়াছিল। এখানে অল্প কয়েকদিন বিশ্রাম করিয়া অণ বার যাত্র স্বর করিলেন । সেকেলে তু (sekeleu) ও তাহার অহচরেরা তাহার সঙ্গী হইল। তিনি জ্যাম্বেলি (Zambesi)নদীর উপরদিয়া আসিতে আসিতে প্রায় পাঁচ ছয় মাইল দূর হইতে ভীষণ শব্দ শুনিতে পাইলেন এবং দেখিতে পাইলেন, রাশি রাশি ধুম নিরস্তর উদ্ধে উঠিতেছে। শুষ্ক তৃণারত ভূ-খণ্ডে আগুন লাগাইলে যেমন ধোয় ওঠে, ইহাও তদ্রুপ । ডাক্তার দেখিলেন, পাচভাগে বিভক্ত হইয়। স্তস্তাকারে ধূমরাজি উচ্চ আকাশে উঠিয়া মেঘের সহিত মিলিয়া যাইতেছে। ক্রমশ: তাহারা একটি বৃহদাকার জলপ্রপাতের নিকট যাইয়া পৌছিলেন—ইহাই --- - - "ভিক্টোরিয়া জলপ্রপাত” নামে বওঁমার লমরে পরিচিত হইয়। আগিতেছে। লিভিংষ্টোনের পূৰ্ব্বে কোন ইউরোপীয় এই প্রতাপ দেখেন নাই। তিনি মহারাণী ভিক্টোরিয়ার নামে ইহার নামকরণ করেন। দক্ষিণ আফিকার অধিবাসীরা প্রপাত দর্শন সম্বন্ধে র্তাহাকে একটি কৌতুকজনক প্রশ্ন জিজ্ঞাসা করিত— “আপনার দেশে কি এমন ধোয়া আছে--যাহা এরূপ শব্দ করিতে পারে ?” তাছাদের ভাসায় প্রপাতের নাম--"মসি-ওয়া-তুম্বা"(Mosi-on-tunya) অর্থাৎ ধুম এখানে শব্দ করিতেছে। প্রপাতের গভীর গর্জন এবং ধূমবং উৎক্ষিপ্ত ফেনরাজি হইতেই এই নাম হইয়াছে। প্রপাত সম্বন্ধে বিবিধ তথা সংগ্রহের নিমিত্ত ডাক্তার লিভিংষ্টোন অত্যন্ত কৌতুহলী হইয়াছিলেন। তাহার সঙ্গের লোকদিগকে অনেক বলিয়া কহিয়া তিনি প্রপাতের অতি নিকটে যাইয়া পৌছিলেন। নদীর মধ্যভাগে অবস্থিত এক দ্বীপের উপর দাড়াইয়া লিভিংষ্টোন প্রপাতের শোভা দেখিয়াছিলেন। ঐ জ্যাম্বেসি নদী দ্বীপের একটি বৃক্ষে তিনি স্বীয় নাম অঙ্কিত করেন। র্তাহার নিজের হাতের পোদিত সেই নাম এখনও সেখানে সেই গাছে দেখিতে পাওয়া যায় । ভিক্টোরিয়া প্রপাতের বিস্তৃতি এক মাইল । চরিশত ফিট উচ্চ স্থান হইতে প্রপাতের জলরাশি ভীষণ শব্দে পতিত হইতেছে। নায়েগ্রা প্রপাত অপেক্ষণ ভিক্টোরিয়া প্রপাত চারিগুণ বেগশালী। দ্বীপে দাড়াইয়া প্রপাত্ত দেখিতে দেখিতে লিভিংtষ্টানের মনে একটা প্রশ্নের 1م------------------------------------

48؟-امام۔ مم- - مجمج۔ ممممم مم مم مم۔ جses