পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a) ----- - র্তাহার সাক্ষাৎ হইয়াছিল। এই আরব সর্দার র্তাহার অনেক সাহায্য ও উপকার করিয়াছিলেন। কাজেশ্বি (Kazembe) নামক স্থানের রাজা ও রাণী লিভিংষ্টোনকে অত্যন্ত সমাদরের সহিত গ্রহণ করিয়াছিলেন। বঙ্গওয়েগো হ্রদ উত্তীর্ণ হইয়া লিভিং ষ্টেীন ১৮৬৯ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে ইউজিঞ্জি (Ujiji) নামক স্থানে আসিলেন। ইউজিজি সংরটি হ্রদের পূর্ব তীরে অবস্থিত। লিভিংষ্টোন এই সুন্দর স্থানে তাছার প্রধান কৰ্ম্মক্ষেত্র (headquarters স্থাপনে ইচ্ছক হইয়াছিলেন। এখানে কিছুদিন থাকিয়া এবং সম্পূর্ণভাবে রোগমুক্ত হইয়া বাম্বেরি (Bambarre) নামক স্থানে আসিলেন। এই পথের সৌন্দৰ্য্য তাছাকে মুগ্ধ করিয়াছিল। চারিদিকে সুন্দর স্বন্দর পাহাড়। পাহাড়ের গায়ে সবুজ স্বন্দর তরুশ্রেণী,ফুলের বিচিত্র শোভা উ1২াকে বিমুগ্ধ,বিস্মিত ও আনন্দিত কারস্থাছিল। বামবেরিতে তিনি অনেক দিন লোকজন ও রসদের জন্ত অপেক্ষা করিয়াছিলেন। অনেক দিন পরে লোকজন আসিয়া পৌছিলে লিভিংষ্টোন আবার উত্তর দিকে ধাইতে যাইতে লুয়ালাবা (I.unlala)নদীর উৎস আবিষ্কার করেন। এখানে পাহাড়ে গায়ে গায়ে যে সব ছোট গ্রাম অবস্থিত, সেগুলি তাহার খুবই ভাল লাগিয়াছিল। গ্রামের পথগুলি পুৰ্ব্ব ও পশ্চিমদিকে বিস্তৃত বলিয়া বুষ্টির পর সহজেই রোদ্রে , শুকাইয়া যাইত—কাদ। ছইত না। প্রত্যেক ঘরের সম্মুথে পারান্দা, বারানায় দিনরাত আগুন জলিত । রাগ্লিবেলা যখন শীত পড়িত তখন পরিবারের সকলে এক সঙ্গে আগুনের পাশে বসিয়া গল্প-গুজব করিত। গৃহপালিত পশু-পক্ষীগুলি পথে-ঘাটে ছুটাছুটি করিত স্ত্রীলোকের গ্রাতে ও সন্ধ্যায় গল্প-গুজব করিয়া সময় কাটাইত। প্রবাসী লিভিংস্ট্রোনের কাছে আফ্রিকার এই মধ্যপ্রদেশের পল্লীগুলি ইংল্যাণ্ডের পল্লী-দূতের কথা স্মরণ করাইয়া দিত। বামবেরি হইতে তিনি নিয়ানগোতে আসিলেন। ডেভিড লিভিং ষ্টোল ১৩৩৭ নিয়ানগো এ অঞ্চলের বড় সংর । এখানকার হাট খুব বড় । চারিদিক হইতে গ্রামের লোকেরা এখানে আলিয়। বেচাকেনা করিত। দু:খের বিষয়,লিভিংষ্টোন নদী পার হুইবার জন্ম নৌকা (Canoe) সংগ্ৰহ করিতে না পারায় বাৰা হইয়। পায় চারি মাসকাল এখানে আটক পড়িয়াছিলেন। এখানে দুগুৰি (Duguinbe) নামে তাহার একজন প্রাচীন আরব দেশীয় বণিক্‌ বন্ধুর সহিত সাক্ষাৎ হইয়াছিল। তিনিও চেষ্টা করিয়া নৌকা সংগ্ৰছ করিতে পারিলেন না। কাজেই, লিভিংষ্টোন বাধ্য হইয়। আবার ইউজিজিতে ফিরিয়া আসিলেন। ইউজিজি যাইতে র্তাহাকে বিশেষ ক্লেশ পাইতে হইয়াছিল। পথঘাট কাদায় ভরা— কোথাও কোথাও এক ঠাটু পর্য্যস্ত কাদা ভাঙ্গিয়া র্তাংকে পথ চলিতে হইয়াছিল। অবশেষে অতি কঙ্গে তিনি ইউজিজিতে পোছিয়াছিলেন । এইখানেই ষ্ঠানলীর সঞ্চিত ঠাখার সাক্ষাৎ হঠয়াছিল-সে-কথা পূৰ্ব্বে বলা হইয়াছে। ষ্ট্য।ণী চলিয়া গেলেন; লিভিংষ্টোন আবার একাকী হইলেন। বর্ষাকালে তিনি জরে ও রক্তামাশয় রোগে ভূগিলেন। এ সময়ে তাহার প্রিয় ভূতা সুশি ও তাহার অনুচরেরা তাহাকে বহন করিয়া লইয়া যাইত। স্বশি সময় সময় নেীক না পাইলে লিভিংষ্টোনকে পিঠে করিয়া নদী পার হইত। ১৮৭৩ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে খাদ্যের অভাব হইল। নানা ক্লেশ ও যন্ত্রণা সহ করিতে করিতে লিভিংস্টোন ১৯শে এপ্রিল তারিখে BBBBS SLLLLLLLLS SBBB BBSBB BBBBS পৌছিলেন। চিতাম্বো হললা প্রদেশের একটি গ্রাম। এই গ্রামের সর্দার লিভিংস্টোনের বিশেষ বন্ধু ছিলেন। চিতাম্বো গ্রামেই লিভিংষ্টোনের মৃত্যু হইল। ৩০শে এপ্রিল রাত্রিকালে মৃতপ্রায় লিভিংস্ট্রোন সুশি ও তাহার অস্কান্ত ভূতাদের সস্থিত অনেক গল্প-গুজব করিয়াছিলেন। ১লা মে প্রত্যুষে ভূত্যেরা লিভিংষ্টোনের তাবুতে যাইয়া দেখিল, লিভিংষ্টোন শয্যা-পাশে হাটু গাড়িয়া বসিয়া আছেন,–কিন্তু দেহে প্রাণ নাই।


IS\

IE27 - همهها به هم-به-هم-هم-.