পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী - প্রাণীদের রক্ত লোহিত বর্ণ এবং শীতল ! গ্রীব —বিটন—মাথা দেহের সঙ্গে সংবদ্ধ। মন্থণ ও এক প্রকার ক্লেদময় পদার্থের দ্বারা আবৃত ৷ ইহাদের প্রায় সকলেই জলে ও স্থলে সমান ভাবে বিচরণ গিরগিটি

  • tz I coe (Frog) fačā (Newt-648 stolà প্রাণী এই সংজ্ঞার অন্তর্গত ।

(৫) মৎস্থত সম্প্রদা= (Fishes) –(ক) রক্ত লোহিত ও শীতল। দেই বৃত্তাকার ও স্বঙ্গাগ্র (Elongated) (গ) মস্তক দেহের সহিত সংবদ্ধ । গ্রীবা নামক অংশ র*িত । (গ) চৰ্ম্ম মন্মণ কিংবা শঙ্কাবৃত । পুচ্ছ সঞ্চালন দ্বারা সন্তরণশীল। (ঘ) এই জাতীয় প্রাণীবা কানসারা বা কান্‌কে (Gill) নামক দেহযন্ত্রের দ্বারা জলের মধ্যেও বায়ু গ্রহণ করে । (ঙ) ডিম্বের সাহায্যে হইরা বংশ বৃদ্ধি করিয়া থাকে । মৎস্যজাতীয় প্রাণীরা শব্দ করিবার ক্ষমতাবিহীন । জলের মধ্য হইতে দ্রব বায়ু গ্রহণ করিবার ক্ষমতাই হইতেছে ইহাদের বিশেষত্ব। এখন তোমরা সহজেই.কোনটি কোন জাতীয় প্রাণী, তাহা বুঝিতে পারিবে। আমরাও একে একে ইছাদের সম্বন্ধেই আলোচনা করিব। তোমরা কন্তু কয়েকটি পাণিসম্বন্ধে বড়ই ভুল করিয়া থাক । [E]م - কুমীর | যেমন পল, চি৪ ড়ি মাছ। ইহার কোনরূপে মৎস্য সম্প্রদায়ের অন্তর্ভূত হইতে পাবে না। নাই । ইহাদের মেরুদও কোথায় ? কাজেই, তোমরা চিংড়িকে চলতি কথায় মাছ বলে বটে, কিন্তু তাহারা আদৌ মাছ নহে। বাছুরের ঝুলে থাকে তেঁতুলের ডালে—একথা হয়ত ‘পদ্মমালায় পড়িয়া থাকিবে । বাদুড় সাধারণতঃ পক্ষী বলিয়া পরিচিত হইলেও ইহারা পক্ষী নহে। পক্ষীজাতীয় প্রাণীদের সহিত ইহাদের কোন সাদৃত নাই। বাছুড়ের না আছে ডানা, না আছে পালক । পক্ষীমাত্রেরই দেহে পালক থাকে। বাছড় ডিম্ব প্রসব করে না—উহারা শাৰক প্রসব করে এবং ইহার বুকের স্তন্য দিয়া সন্তান পরিপোষণ করে অতএব বাদুড়কে আমরা পক্ষীসম্প্রদায়ে না ফেলিয়া তার পর মৎস্ত হইতেছে "মেরুদণ্ডী" প্রাণী,


> *Sb' --

झे