পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS হিব্রুজাতি ও ওল্ড টেষ্টামেন্ট ইক্রেম পর্পৰ্বতে মিকা (Micah) নামে এক বাক্তি ছিল। তাহার মা একটি রৌপ্য দেবমূৰ্ত্তি ও একটি খোদাই-করা দেবতার রৌপ্য প্রতিমূৰ্ত্তি গড়াইয়াছিলেন । মিকা ঐ মূৰ্ত্তি দুইটি র্তাহার নিজের দেবালয়ে প্রতিষ্ঠিত করিয়া তাঙ্গর একপুত্রকে দেবপূজার জন্য পুরোহিত নিযুক্ত করিয়াছিল। একদিন বেথলেমজুদ হইতে লেভিবংশীয় একজন লোক সেখানে আশ্রয় খুজিতে আসে। মিকা তাহাকে সাদরে নিজ গৃহে আশ্রয় দিয়া তাহাকে দেবপূজার পুরোহিত নিযুক্ত করে ও বৎসরে দশ সেকেল (Shekel) বা রৌপ্য মুদ্র দিতে প্রতিশ্রুত হয়। এই সময়ে ড্যানের বংশধরেরা তাতাদের বাসের জন্য জায়গা খুজিতে ছিল । তাহার। পাচজন গুপ্তচরকে উপযুক্ত দেশের সন্ধান করিতে পাঠাইল । ঘুরিতে ঘুরিতে তাহারা ইফ্রেম পৰ্ব্বতে মিকার বাটতে আসিয়া উপস্থিত হইল। এখানে তাহারা লেভির সস্তানদের কাছে সমুদয় বৃত্তান্ত জানিয়া তাহার আশীৰ্ব্বাদ গ্রহণ করিয়া পুনরায় ملاكگاه کوم ১২৯১ পৃষ্ঠার পর রওনা হইল। এবার তাহার। লায়াসে (Laish) উপস্থিত হইল। এখানকার লোকেরা খুব শান্তিপ্রিয় ও অসতর্ক ছিল । গুপ্তচরের দেশে আসিয়া এই সংবাদ দিলে ৬০০ লোক এই দেশ অধিকার করিতে রওনা হইল। পথে তাহারা ইফ্রেম পৰ্ব্বতে মিকার বাট হইতে মুক্তি দুইটি ও পুরোহিতকে লষ্টয়া ঐ লায়াসের দিকে অগ্রসর হইল । তখন মিকার লোকজন তাহাদের পশ্চাৎ পশ্চাৎ আসিয়া তাহাদিগের নিকট উপস্থিত হইল । তখন ড্যানের সস্তানের মিকাকে বলিল, “যদি প্রাণে বাচিতে চাও, তবে ভালোয় ভালোয় চলিয়া যাও।” মিকা দেখিল যে, তাহারা সংখ্যায় অনেক বেশী ; কাজেই বিনা বাক্যব্যয়ে সে গুহে প্রত্যাবৰ্ত্তন করিল। এদিকে ড্যানের সস্তানের লায়াসে উপস্থিত হইয়া সেখানকার লোকদের হত্য করিয়া সহরটিকে পোড়াইয়া ফেলিল । এইখানে তাহার একটি নূতন সহরের পত্তন করিল। ইহার নাম রাখা হইল ভ্যান ।