পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- করে দিব ।” পরদিন সকালে এলি সামুয়েলের নিকট রাত্রির ঘটনা জানিতে আসিলে সে আদ্যোপান্ত সদ সদ বলিল। তাহ শুনিয়া বৃদ্ধ বলিলেন, “ভগবানের ইচ্ছা পূর্ণ হউক । এখন থেকে সবাই জানিল যে, স্যামুয়েল একজন ভবিষৎ-বক্তা (Prophet)।” কিছুদিন পরে ফিলিষ্টিয়দের সঙ্গে যুদ্ধে ইস্রেল সস্তানের পরাজিত হইলে নেতার ঠিক করিলেন যে, যুদ্ধক্ষেত্রে ভগবানের আর্ক আনিয়া যুদ্ধ করবে। কাজেই শিলো হইতে আর্ক আনা হইল । সঙ্গে হাসিল এলির পুত্রদ্বয়—হফ,নি ও ফিনিয়াস। এবার eিব্ৰদের স্মৃত্তি দেখে কে ? আর্ক অ্যাসয়াছে এবং তাগাদের জয় নিশ্চিত । সোরেকে যুদ্ধ হইল। কিন্তু এবারও হিব্ররী ভয়ানক ভাবে পরাজিত হইল। যুদ্ধক্ষেত্রে ত্রিশ সহস্র হিব্ৰবীর প্রাণ হারাইল। এলির পুত্রেরাও হত হইল। ফিলি&িয়রা তাহদের সঙ্গে ভগবানের আর্ক লইয়া গেল। শিলোতে এই খবর যখন পেীiছল, তখন বুদ্ধ এলি আর সত্য করিতে পারিলেন না। তৎক্ষণাৎ তঁাচার মৃত্যু হইল। চল্লিশ বৎসর কাল তিনি ইম্রেলের বিচারক ছিলেন। এদিকে ফিলিপ্পিয়র। ত আর্ককে অ্যাসডড (Ashdod) শহরে লইয়া গেল এবং ড্যাগনদেবের মন্দিরে প্রতিষ্ঠিত করিল। পরদিন সকালে তাহার দেখে যে, ড্যাগনদেবের মুক্তি আর্কের সম্মুখে পড়িয়া আছে। ন। আমি তাহাদিগকে শাস্তি তাহাকে আবার সোজা করিয়া বসান হইল। কিন্তু পরদিন একি ব্যাপার ! ড্যাগনের হাত ও মাথা কাটা । তাহ দের অনেকে হঠাৎ অসুখ হইয়া মারা যাইতে আরস্ত করিল। তখন আর্ককে স্থানান্তরিত করা হইবে, ঠিক হইল। কিন্তু যেখানে পাঠান -যায়, সেখানেই তলুগুল > こやど ● - ব্যাপার ঘটে । অবশেষে ঠিক হইল যে, ইহা হিব্রুদের কাছে ফেরত পাঠান হইবে। তখন একটি নুতন গরুর গাড়ীতে অনেক ধনরতু সঙ্গে করিয়া আর্ককে ইত্ৰেলের দিকে পাঠান হইল। পাচজন ফিলিষ্টিয় সর্দার গাড়ীর সঙ্গে সঙ্গে বেথ সেমেসের žizn (Beth-Shemsh) ostjos cole | এই সময়ে বেথ সেমেসের লোকেরা মাঠে শস্য কাটিতেছিল। দূর হইতে আর্ককে আসিতে দেখিয় তাহারা আনন্দধ্বনি করিতে করিতে সেই দিকে দৌড়াইয়া গেল । লেভির সন্তানেরা আর্ককে তুলিয়া লইল এবং গরুর গাড়ীর গরু দুইটিকে মারিয়া ভগবানের কাছে উৎসর্গ করিল। কিন্তু তাতাদের অনাচারের জন্য ভগবান অনেক লোকের প্রাণনাশ করিলেন। তখন ভয় পাইয়া হিত্রীরা অার্ককে জঙ্গলে পাঠাইয়া দিল । আর্কটি বিশ বৎসর কাল সেই খানেই রহিল এদিকে যিহোব। তাহাদের পরিত্যাগ করাতে ইস্রেল সস্তানদের মনে বিশেয দুঃখ হইল। তখন স্যামুয়েল বলিলেন, ‘সত্যু সত্যই যদি তোমরা মিহোবাকে চাও, তলে অন্য দেবদেবার মূৰ্ত্তি ভাঙ্গিয় ফেল—শুধু তাঙ্গারই শরণাপন্ন হও ।” তারপর মিজ পেতে (Mizpeh) স্যামুয়েল হিব্রুদের সবাইকে আসিতে বলিলেন । সেখানে সবাই উপবাস ল রিয়া তাহদের অপরাধ স্বীকার করিল। এদিকে ফিলিপ্পিয়রা মিজ পেতে চিক্রদের আক্রমণ করিল। কিন্তু স্যামুয়েল যিহোবার আরাধনা করিলে ভগবান বজ্র ধ্বনি করিয়া উত্তর দিলেন । ইহা শুনিয়া ফিলিপ্পিয়রী রণে ভঙ্গ দিল ; আর হিব্রুযোদ্ধারা পশ্চাদ্ধাবন করিয়া তাহাদিগকে বধ করিল। এই ভাবে ইস্ৰেলের পরিত্রাণ হয়। যত দিন স্যামুয়েল র্বাচিয়া ছিলেন, ফিলিপ্পিয়র বড় সুবিধা করিতে পারে নাই । -