পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ex}- -----------------------. श्eि*-निक्षत्रब्रप्टौ ,,.*جمہ • - *-* ". - ... -- . - - -".” می ...” -- -.

    • { {. {

“তুই কেন এখানে মাসিয়াছিস ; ভেড়াগুলি কোথায়, কি করে এলি ! আমি বেশ জানি তোর অহঙ্কার ও দুষ্ট,মি। তুই কি যুদ্ধ দেখিতে আসিয়াছিস নাকি ?” এদিকে ডেভিডের কপা সলের কাণে গেলে তিনি তাহাকে ডাকিয়া পাঠাইলেন । সে আসিয়া বলিল, “এই অসভ্য ফিলিষ্টিয়টাকে ভয় করার কারণ নাই। আমি তাতার সহিত যুদ্ধ করিব।” রাজা বলিলেন, “না হে যুবক, তুমি ইহার সঙ্গে পরিবে না। তুমি ত ছেলে মানুষ, আর লোকটা পাকা যোদ্ধা ।” ডেভিড বলিল, “মহারাজ, আপনার এই দীন ভূ তা তাহার পিতার মেঘদল চরাষ্টয় থাকে। একদিন একটা সিংহ ও একটা ভ3,ক আসিয়া একটা ছানকে লষ্টয়া যায় । আমি পশ্চাদ্ধাবন করিয়া খালি গতে সিংহ ও ভাঃ কটাকে বধ করিয়া মেষশালকটিকে উদ্ধার করি । আমি নিশ্চয়ই ফিলিস্ট্রিয়টাকে বধ করিতে পারিব। ভগবান আমার সহায় হইবেন ।” অগতা সল বলিলেন “বেশ, যুদ্ধে যাও।” তিনি তাতাকে নিজের অস্ত্রশস্ত্রে সজ্জিত করিতে চাহিলেন, কিন্তু ডেভিড রাজী হইল না। সে একটা লাঠি হাতে করিয়া অগ্রসর হইল । নদী পার হইবার সময় পাচটি মন্ত্রণ প্রস্তরখণ্ড সে তুলিয়া লইল । ওদিকে গলিয়াথও তাতর দিকে আগাইয়। আসিল । তাহাকে ভাল করিয়া দেখিয়া ঘৃণাভরে সে বলিল, “কি হে, কি মনে করিয়াছ ? আমি কি কুকুর যে, আমার প্রতি ঢ়িল ছুড়িতে চাও ? বেশ আইস । তোমাকে বধ করিয়া শুগাল, কুকুর ও চিল-শকুনকে খাইতে দেই ।” ডেভিড উত্তর করিল, “তুমি ত নান অস্ত্রশস্ত্র লষ্টয়া আসিয়াছ । আমি কিন্তু ভগবানের উপর নির্ভর করিয়া আসিয়াছি । хоя с


আজ তোমাকে হত্যা করিয়া মহিমা প্রচার করিব।” গলিয়াথ যখন অগ্রসর হইতে আরস্তু করিল ডেভিড দৌড়াইয়া গিয়া তাহার মস্তক লক্ষ্য করিয়া একটা পাথর ছুড়িল । পাথরটা তাহার কপালে বসিয়া যাওয়াতে সে মাটিতে পড়িয়া গেল। তখন ডেভিড তাহার উপর উঠিয়া তাহার তরবার লইয়। 5 تخت مهیم . قالی، نیز ভগবামের তাছার তরবারী লইয়। তাছার শিরচ্ছেদ করিল ইহা দেখিয়া অন্যান্য ফিলিষ্টিয় সৈন্যর ছত্রভঙ্গ হইয়া তাহার শিরশ্চেদ করিল। পলাইয় গেল। হিব্রুসৈঙ্গের পশ্চাদ্ধাবন করিয়া তাহাদিগকে সংহার করিতে লাগিল । যুদ্ধ হইতে প্রত্যাবৰ্ত্তন করিলে সেনাপতি আবনার (Abner) ডেভিডকে সলের নিকট লইয়া আসিল । সল তাতাকে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, “কে তুমি ? তোমার পরিচয় কি ?" সে বলিল, “আমি বেথলেহেম সঙ্গরের জেসের পুত্র।” সেই দিন হইতে সল ডেভিডকে কাছে কাছে রাখিতেন। তাহাকে তিনি সৈন্তাধ্যক্ষ নিযুক্ত করিলেন। জোনাথানেরও ডেভিডকে খুব ভাল লাগিল। তাহার। পরস্পর বন্ধু ছাপাশে আবদ্ধ হইল। 齿→→→→ --م۔ جتسم۔م۔ مممم-- مج۔ 一母