পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- এদিকে ফিলিষ্টিয়দিগের পরাজয়ের পর ইস্ৰেলের বিভিন্ন সহর হইতে পুরস্ত্রীর। সঙ্গীত ও নৃত্য করিতে করিতে সলকে অভিনন্দন করিতে আসিল । তাতাদের গানের এক চরণ ছিল—“সল যুদ্ধে বধ করিয়াছিলেন হাজার হাজার যোদ্ধা, ডেভিড করিয়াছেন লক্ষ লক্ষ।” ইহা শুনিয়া সলের সীতিশয় ক্রোধ হইল। "ই হারা ডেভিড কে আম অপেক্ষা অনেক বড় বীর বলিতেছে । ই হার পর সে ত আমার রাজা কড়িয়া লইবে।” এখন হইতে সল তাহাকে চিংসা করিতে আরম্ভ করিলেন । পরদিন সলের উপর আবার তুষ্টাত্মা ভর করিল। ডেভিড তাঙ্গার বীণা বাজাইতে আরম্ভ করিল । রাজার হাতে ছিল একটা বশী। তিনি দুই দুই বাব ডেভিডের দিকে উত। ছুড়িয়া মরিলেন । সে আবশ্ব ক্ষিপ্ৰপদে দুইবারই আত্মরক্ষা করিল। ইহার পর হইতে সল তাহাকে করিবার সুযোগ খুজিতে লাগিলেন । একদিন সল ডেভিড কে বলিলেন, “দেখ, আমার কন্যার সঙ্গে তোমাব বিবাহ দিব বলিয়া ঠিক করিয়াছি।” ডেভিড পলিল “আমি দীন-দরিদ্র, অামার কি যোগ্যতা আছে যে, রাজ-জামাতা ই ইব ?” রাজা বলি লেন, “কোন ভয় নাই। আমি কোন পণ চাই না। শুধু একশত ফিলিষ্টিয়ের গায়ের চামড়া পাইলেই আমি খুসী হইব ।” তাহার উদ্দেশ্য ছিল ইহাদের সঙ্গে যুদ্ধ করিতে গিয়া ডেভিডের মৃত্যু হইবে । ডেভিড অবশ্য রাজার আজ্ঞা পালন করিল। সল তখন তাহার হস্তে কম্বা সমপণ করিলেন কিন্তু তাহার উপর তাহার বিদ্বেষ বাড়িয়াই চলিল । তিনি পুত্র জোনাথান ও অন্যান্য অমুচর হত্যা দের ডেভিড কে হত্যা করিতে আদেশ দিলেন। জোনাথান ডেভিডের জীবন >ዓ©> ---------------------------هl <= ఆలేక డాrడా-తె -- রক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করিল, কিন্তু কোন ফল হইল না। তখন সে ডেভিড কে সাবধান করিয়া দিল । সে পলাচয় বেড়াইতে লাগিল । রাজা তাতাকে ইত্য। করিবার ক্রস্ত বার বার চেষ্টা করিতে লাগিলেন কি স্ব কুতকার্য্য হইলেন না। ইহার পর একদিন ডেভিড ও জোনাথান পরস্পর আলিঙ্গন করিয়া বিদায় লইল । ডেভিড, দক্ষিণ দিকে পলাইয়া গেল । এখন হইতে ডেভিড স্থান হষ্টতে স্থানান্তরে পলাইয়া বেড়াইতে লাগিল । এই সময়ে ফিলিষ্টিয়েরা কিলার লোকদের আক্রমণ করিয়া তাহদের শস্য লুঠপাট করিতে লাগিল। এই খবর শুনিয়া ডেভিড, তাহার লোক জন লইয়া তাতাদের বিরূদ্ধে যুদ্ধ করিতে গেল। ফিলিষ্টিয়ের তাহার সহিত তাটিয়া উঠিতে পারিল না। সে তাঙ্গাদিগকে বধ করিয়া তাহাদের ছাগল ভেড়া লইয়া আসিল । সলের কাণে এই সংবাদ পৌছিলে তিনি তাহার সৈন্য সমস্ত লইয়া কিল৷ অবৰোধ করিতে আসিবেন বলিয়া ঠিক করিলেন । এদিকে ডেভিড, তাহা কানিতে পারিয়া সেখান হ হ তে পলায়ন করিয়া জিফের অরণসস্কুল প্রদেশে আশ্রয় লইল । ফিলি&িয়দের সঙ্গে যুদ্ধ শেষ করিয়া সল ডেভিডের খোজে এগ,গিদিতে আসিলেন । একদিন তিনি একটি গুগর ভিতর ঘুমাইয়। পড়িলেন । ডেভিড় ও তাহার লোকজন নিকটেই ছিল। তাহারা বলিল, “এই সুযোগ, এইবার সলকে বন্দী করিয়া তাহার প্রতি যাঙ্গ খুন্সী করিতে পারেন।” ডেভিড, আস্তে আস্তে সেই গুহায় ঢুকিয়া সলের পোষাকের প্রান্তভাগ কাটিয়া ফেলিলেন । তারপর কিন্তু তাহার অনুশোচনা হইল । সে তাহার অনুচরদের বলিল, "কাজটা ভয়ানক অস্কায় হইয়াছে। একে প্রভু,