পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- অভিধি গু করিল। এদিকে সলের সেনাপতি আপনার তাহার পুত্র সপোসেথকে (Ishbosheth) wzitzaBtn (Mahanaim) লইয়া গিয়া ষ্ট। স্ৰলের রাজা করিল। তার পর অনেকদিন জুদা ইস্ৰেলেব মধে। যুদ্ধ চলিল। দিন দিন ডেভিডের শক্তি বাড়িতে লাগিল আর ইসলেসেথের শক্তি কমিতে লাগিল । শেষে একদিন হসবে।সেথের সঙ্গে র্তাহার সেনাপতি আবনারের বচস হইল । ফলে, অাবনার তা হার পক্ষ ত্যাগ করিয়া ডেভিডের পক্ষে যোগদান করিতে হিব্রনে আসিল । ডেeিড, অবশ্য তাতার সঙ্গে খুবই ভাল ব্যবহার করিল। কিন্তু জোয়াল নামে এক ব্যক্তি তাহাকে বিশ্বাসঘাতকতা করিয়া হ'ষ্টা করিল। ডেভিড, ই হাতে খুবই অসন্তুষ্ট হইলেন এবং আবনাবের মৃত্যুতে প্র কাখে শোক প্রকাশ করিল। অবিনারের মৃত্যু সংবাদে সবোসেথ একেবারে ভাঙ্গিয়া পড়িলেন । এক দিন তিনি যখন বিশ্রাম করিতেছিলেন, বানা (Baanah) e f***s* (Reashab) zitza ভাঙ্গার দুইজন সৈন্যাধক্ষ তাহাকে হত্য। করিল । তারপর পুরস্কারের আশায় ঠাতাব ছিন্ন মস্তক লইয়া হিব্রনে ডেভিডকে উপহার দিল। এই বিশ্বাসঘাতক তায় ডেভিড, যারপরনাই ক্রুদ্ধ হইল এবং তা দিগকে বধ করিঙে আদেশ দিল । এই ঘটনার পর ইশ্ৰেল সদারের চিত্রন উপস্থিত হইয়। ডেভিডকে ইম্রেলের রাজা বলিয়া স্বীকার করেন । এই লীর ডেভিড, ঠিক কfরল যে, জায়ন (Zion) পললতের উপর জেরুসালেমে তাহার রাজধানী স্থাপন করিবে । এই সময়ে জের সালেমে জেবুসীয় (Jebusites) নামে এক জাতি বাস করিত । তাহারা তাঙ্গাদের দুগ ডেভিডকে বিনাযুদ্ধে ছাড়িয়া দিতে অস্বীকার করিল। কাজেই ডেভিড সসৈন্তে উহ। እ¢ፃ8 করিল এবং অল্প আয়াসেই অধিকার করিল। এখন হইতেই জেরুসালেমই তাহার রাজধানী হইল। টায়ারের রাজা হিরাম তাঙ্গার শৌর্যবীর্ষোর খ্যাতি শুনিয়া তাহার নিকট দূত পাঠাইল এবং বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সিডার বৃক্ষ ও সূত্রধর প্রেরণ করিল। তাঙ্গারা ভাঙ্গার জন্য স্বন্দর একটি প্রাসাদ নিৰ্ম্মাণ করিল। এই সময়ে ফিলিষ্টিয়েরা বারবার তাহার রাজ্য আক্রমণ করে। ডেভিড প্রতিবারই তাহাদের পরাস্ত করিয়া তাড়াইয়া দিতে থাকেন। ইহার পর ডেভিড গিবিয়া হইতে যিহোবার মার্ক আনিয়াজেরুসালেমে প্রতিষ্ঠা করিতে মনস্ট করে। ইশ্ৰেলের নেতাদের এই জম্বা সে সমবেত করিল। তারপর মহাসমারোrহ গিলিয়া হইতে আর্কটি অণনা হইল । ডেভিড, স্বয়ং আর্কপাহ কদের পুরোভাগে নাচিতে নাচিতে আসিল । অবশেষে ইহা একটি বস্ত্রাবাসে প্রতিষ্ঠিত করা কষ্টল । কিন্তু ডেভিডের মনে একটা খটকা লাগিল । সে নিজে থাকিবে কাঠপ্রাসাদে আর স্বয়ং ভগবান বাস করিপেন বস্ত্রাবাসে ? ইহা হই হেই পারে না। কাজেই, ডেভিড, ঠিক করিল যে, যিকোবার আর্কের জন্য একটি কাষ্ঠ-মন্দির নিৰ্ম্মাণ অবরোধ করিবে। এই কথা ডেভিড ভবিষ্যদুষ্ট। হ্যাথানকে (Nathan) বলিল । স্যাথানও তাত সমর্থন করিলেন । কিন্তু সেইদিন রাত্রেই স্বাথান ভগবানের বাণী শুনিতে পাইলেন—“ডেভিড কে বলিও, আমার জন্ম কাঠের মন্দিৰ তৈয়ারী করিবার প্রয়োজন নাই । আমি ত বরাবরই বস্ত্রাবাসে আছি। সেই জন্য কি আমি কখন অভিযোগ করিয়াfছ ? আমিষ্ট হিব্রুদের রক্ষা করিয়াছি ও এই দেশে অনিয়াছি । ডেভিডকে শু আমিই স মান্য মেষপালক চাইতে রাজা করিয়াছি । তাহার মৃত্যুর -