পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[Dl–o– - --- লিভিংষ্টোনের কাগজপত্র, ডায়েরি ইত্যাদি লষ্টয়া দেশে ফিলিয়া গেলেন। ষ্ট্যানলি-লিখিত ডাঃ লিভিংস্টোনের সংবাদ ‘হেরান্ডের মারফতে সমুদয় সভা-জগতে প্রচারিত হইল। যে পাঞ্জ না তিনি ইংল্যাণ্ডে পৌছিলেন, সে পর্যান্ত অনেকেই ঠাখার পেরিত সংবাদের সত্যতা সঙ্গন্ধে সন্দেছ করিয়াছিলেন। ইংল্যাণ্ডেপোছিয়া তিনি ডা: লিভিংস্টোনের নিকট হইতে যে সমৃদর কাগজপর পাতপাছিলেন তাহা গগন সকলের কাছে উপস্থিত, করিলেন, তপন কেছ আর একটি কপাও বণিলেন না, পরং প্লাম্লিকে খুব সমদরের সহিত অভ্যর্থনা কপিলেন। এই শাখায় দেশে পিরিবার পর হইতে ষ্ট্যানলির মনে কেবল আফ্রিকার কথাই জাগিতেছিল। ইংল্যাণ্ড আর ঠাচার ভাল লাগিল না। আফ্রিকাল ভীষণ পনজঙ্গল, জলাভূমি,দেব-স্বাল—সব কথা স্মরণ করিয়াও তিনি বিচলিত হক্টলেন না। আফ্রিকা এক অদ্ভুত নতন জগৎ—সেদেশের কোথায় কি আছে, তাঙ্গ দেখিবর জঙ্গ ষ্টাঙ্গর মন উৎসুক হইয়া উঠিল –কিছুতেই তাঙ্গকে দেশে থাকিতে দিল না। সময়ে ডাঃ লিভিংস্টেনের মৃত্যু ২ষ্টয়াছিল। লিভিং tষ্টানের মৃত্যুতে তিনি নৰোৎসাহ উৎসাষ্ঠিত হইয়। উঠলেন। ষ্টাঙ্গৰ সঙ্কল্প হইল, ভিক্টোরিয়া এবং টাঙ্গানিক হ্রদেশ চাপিদিকের অজানা দেশ সম্বন্ধে অনুসন্ধান করিবেন এবং নীল নদের উৎস-স্থান আবিষ্কার করিবেন। তখন নীল নদের উৎস-স্থান সম্বন্ধে নানারূপ আন্দোলন ও আলোচনা চলিতেছিল। দ্বিতীয় বলি আফ্রিকা অভিযানে যাইবার পূৰ্ব্বে তাহাকে কিছু দিনের জন্য আবার বুদ্ধের সংবাদদাতার কাজ কপিতে হইয়াছিল। ষ্টানলির দ্বিতীয় বার অভিযানে আমেরিকার “নিউ ইয়ক হারল্ড" এবং লণ্ডনের “ডেইলি টেলিগ্রাফ” (Daily Telegraph) *ata to সম্পাদকদ্বয় তাহাকে মিলিতভাবে অর্থ সাচাঘা করিয়াছিলেন। ষ্টানলির একবার পূর্বের অভিজ্ঞতা ছিল । কাজেই, জাঞ্জিবারে (Zanzibar) আসিয়া অভ্যন্ত সতর্কতার সহিত নানারূপ পরীক্ষা করিয়! লোক সংগ্ৰহ করিলেন। এইবার দলে প্রায় চারিশত লোক ছিল। এইবার অনেক বাধাবিঘ্ন ঘটলেও ষ্ট্যানলি নিরাপদে ভিক্টোরিয়া নিয়ানজাতে পৌছিতে পারিয়াছিলেন। এযাত্রায় ষ্টানলি ‘লেডি এলাইস णिञ्जs छान्छाप्छौँ। > 8-8 - M-------- (Lady Alice) নামে একখানি ছোট নৌকা সঙ্গে করিয়া আসিয়াছিলেন। এই নৌকায় করিয়া তিনি ইদের চারিদিক পর্যাবেক্ষণ করিতেন। এ সময়ে তাহাকে বহুবার দেশীয় অসভ্য জাতিদের হাতে পড়িতে হইয়াছিল। তাহারা নানাভাবে তাঙ্গকে বিপৰ্য্যস্ত করিয়া তুলিয়াছিল। প্রত্যেকবারই তিনি কৌশল করিয়া বিপদের স্থাত ইষ্টতে উদ্ধার পাইয়াছেন । এসব বিষয়ে অনেক গল্প আছে । একবার একদল রণমুখে অসভ্য অধিবাসী বল্লম হাতে করিয়/আসিয়া জলে নামিয়া তাঙ্গর নৌকা আক্রমণ করিয়াছিল। ষ্টানলি পিস্তল ছড়িয়া আত্মরক্ষা করিয়াছিলেন। দুই একজন গুলি খাইয়া মরিয়া খাওয়ায় অসভোরা প্রাণভয়ে পলাষ্টয়া যায়। ভিক্টোরিয়া নিয়ানজা পৰ্যবেক্ষণ করিপার পর ষ্ট্যানলি ইউগাণ্ডা (Uganda) প্রদেশে গমন করেন । এ রাজ্যের লোকসংখ্যা প্রায় ২,০ • •,• • • কুড়ি লক্ষ । এদেশের সন্দার মিতেস (Mitosa) তাহাকে অনেক সাeায্য করেন। ষ্টানলি বপন মিস্তেসার দেশে আসেন, তখন তাহার সঙ্গে আর একজন সদরের যুদ্ধ চলিতেছিল। ছামলির সাহায্যে মিতেস তাহার শক্ৰকে পরাজিত করিতে পারায় সে ষ্ট্যানলির একাত্ত অনুগত হইয়া পড়ে। আবিষ্কারের পথে অগ্রসর হইতে হইতে ষ্টানলির সহিত র্তাহার পূৰ্ব্ব শক মিরাঙ্গোরদেখা হয়। ষ্ট্যানলি ভাবিয়াছিলেন, ন জানি মিরাম্বো কি বিপদ ঘটায় ; এজন্য তিনি উপযুক্ত ভাবে প্রস্তুত ও ছিলেন, কিন্তু কার্যত: তাহা হইল না—মিরাঙ্গো তাহাকে বন্ধুভাবে গ্রহণ করিল এবং তাছাকে সাহায্য করিতেও সে কৃপণত করে নাই। নানারূপ বিপদের মধ্য দিয়া যাইতে যাইতে অবশেষে তিনি নীল নদের প্রধান উৎস আবিষ্কার করিতে সমর্থ হইয়াছিলেন। ভিক্টোরিয়া নিয়ান্‌জা হ্রদের চারিদিকের ভূভাগ হইতেও তিনি অনেক কিছু নুতন তথা আবিষ্কার করেন। এ সময়ে তাহার প্রিয় সঙ্গী বুলডগ’ ‘বুলের' (Bull) মৃত্যু হওয়ায় তাহার প্রাণে অত্যস্ত কষ্ট হইয়াছিল। এই কুকুরটি তাহার সঙ্গে প্রায় ১,৫• • মাইল পথ অতিক্রম করিয়াছিল। ষ্ট্যানলি এইবার পণ করিলেন, লুয়াবাগT/nabala) নদীর আশে পাশের দেশের কোথায় কি আছে, তাহার অনুসন্ধান করিবেন। ডাঃ লিভিংষ্টোন এই নদীটি আবিষ্কার করিয়াছিলেন। নদীটিকে উত্তরবাহিনী -هم- ماسه-----------------