পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - -------------------------ه-ه- 1 হইতেই আচাৰ্য্য পদ্মসম্ভব তিববতে গমন করিয়া বৌদ্ধধৰ্ম্মের পুরোহিতের পদে নিযুক্ত হইয়াছিলেন। এজন্য ঐতিহাসিকেরা ষ্ঠাহাকে বৌদ্ধ পুরোহিত বা লামাধন্মের প্ৰবৰ্ত্তক বলেন । নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্রেরা সহজে প্রবেশাধিকার লাভ করিত না । সেখানে প্রবেশ করিতে হক্টলে প্রথমেই ছাত্রদের দ্বাবপালের নিকট পরীক্ষা দিতে হইত। সে পৰীক্ষায় কুতকার্স হইতে না পাবিলে, নালন্দাল পাপশ করিতে পারিত ত্ৰৈলোক বিজয় ব্রোঞ্জ ধাতুনিৰ্ম্মিত ] না। এখানে শতকরা কুড়িজনের বেশী ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিত না । নালন্দার শিক্ষার অনেক বিশেষত্ব ছিল । এখানে ছাত্রদের নৈতিক এবং শারীরিক উন্নতির জন্য বিশেষ মনোযোগ দেওয়া হইত। কেমন করিয়া পুথিশালা রক্ষা করিতে হয়, কেমন করিয়া পুথির যত্ন -


• ७टोष्ोञ्प छान्झटप्डsन्द्व ८=बोकविश्वछिप्न Tाङनन्झ

কfরতে হয়, ছাত্রেরা এখানে সে শিপা ও লাভ করিত। প্রতিদিম প্রত্যুষে ঘণ্টাধ্বনি হইত। ঘণ্টাধ্বনি হইবা মাত্র ভিক্ষু ও ছাত্রেরা স্নান করিতে যাইত। প্রত্যেকটি দলে একশত জন করিয়া ছাত্র থাকিত। মানের পর অধ্যাপনা-গৃহে যাইয়া ছাত্র ও অধ্যাপক মিলিত হইয়া অধ্যয়ন এ অধ্যাপনা করিতেন । সারাদিন অধ্যয়ন ও অধ্যাপনায় অতিবাহিত হইত। নালন্দায় ছাত্রদের নিকট তত তে কোন ও রূপ "দক্ষিণা লইবার রীতি ছিল না। রাজার। নানা ভাবে অর্থ সাহায্য করিয়। এগান ব 1র সকল ব্যয় নির্বাহ বোধিসত্ত্ব মঞ্জী রোল্প পাতুনিৰ্ম্মিত ] করিতেন। প্রতি ছাত্রের জন্য ছাত্রাবাসের এক একখানা ঘর নিদিষ্ট থাকিও ; সেখানে তাঙ্গার বাস করিত ও পড়াশুনা করিত। আহারের জন্য তাহারা সুগন্ধযুক্ত মগধের তণ্ডুল, জম্বীর ফল, সুপারি-কপূর এই সব পাইত । ইউ-য়ান-চাঙ লিখিয়াছেন যে, তিনি প্রতিদিন ২২৭টি জম্বীর, ২০টি জামফল, ২০টি খেজুর, 85%ג !