পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBB BTJBDD BBBSSSSLLLLSK SSAASAAAS শিলার জন্ম । পুষ্টির গেলার মত এ খেলাও আছর* প্রকৃতিতে চলছে। মনে আছে ত, একদিন পুথিবী ছিল গনগনে গরম বাম্পের গোলা। ধীরে ধীরে জুড়িয়ে এখনকার অবস্থা হয়েছে। কিন্তু এখনও জুড়ান শেষ হয় নাই । তোমাদিগকে বুঝিয়ে দিয়েছি যে, ভেতরট। এখনও কাচা, আর ঠিক মধ্যখানট। তরল, হয় ত এখনও পাম্প । ভেতরে কত ডিগ্ৰী তাপ ত৷ বললেও তোমৰা ধারণ করতে পাপবে না। মোটামুটি মনে রাথ যে, সে তাপ অতি ভীসণ । আমাদের ক্ষিতিমণ্ডল চল্লিশ মাইল গ চাব, মনে আছে - ? এখন এই চল্লিশ মাইলের ভেতর-পাহির ত জুড়িয়ে ঠিক এক রকম কুঁচকে যাচ্ছে না। পাচিপের কুঞ্চন পেশী, ভেতরের কম । এই তফাতের দরুন পৃপিলীপ শোপটি মাঝে মাঝে গা ভাঙ্গছে । যখন গ। ভাঙ্গে, তখন কোন জায়গায় ঠেলে উঠে পড়ে, কোন জায়গায় লা নেমে যায়। আবার কিছু দিনের মতন শান্ত হয়। আমাদের সে কালের লোক লগত যে, বাসুকি ফণ। নাড়ে বলে পুথিবী কাপে । গ্রীকর ললত যে, Atlas (এটলাস) কঁtধ বদলাস বলে পুথিপী কাপে । এ সব গল্প কথা । কিন্তু পুথিবীতে ছোট ছোট কম্প কত যে গুচ্ছে তার গুণতি নেই। তবে, না কেপেশে পাকতে পাবে না, এটা ঠিক । বড় বড় কম্পগুলোব একটা বড় কারণ আছে সেট। তোমরা শিপে রােখ। এই যে সেদিন বেহারে প্রণয় কাগু হয়ে গেল, এর কি কালণ, তোমরা জান ? Atlas দেল কাঁধ বদলান داسط8 دجه هماهنامه- حم-- নেই বটে কিন্তু গিরিরাজ পাশ মোড়া দিয়েছিলেন । পণ্ডিতেরা বলেন যে এক শো বছরে একবার হিমালয় এই রকম পাশ মোড়া দেন। ঝড়-বৃষ্টিতে হিমালয়ের দেহটা ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে, তা তোমরা বুঝেছ ত । গঙ্গা, যমুনা, ব্ৰহ্মপুএ, সিন্ধু ক্রমাগত হিমালয়ের অঙ্গের পাপপ মুড়ি সমুদ্রে বয়ে নিয়ে যাচ্ছে এর দরুন পাeাড়ের ওজনের অনেক কম বেশী হচ্ছে । নগণ এই রকমে ওজনটার বেশী ফাৎ হয়, তখন হিমালয় একবার ভাল করে পাশ মোড়া দিয়ে ও নট। ঠিক করে নেয় । হিমালয় কিছু পৃথিবীতে চিরদিন ছিল না । নল যুগেৰ প্ৰথমে আলপস এওঁী:জল অনেক পরে অল্প কতকগুলো পৰ্ব্বতশ্রেণীর সঙ্গে সঙ্গে হিমালয় ভুগভের আগুনের ঠেলায় উঠে পড়েছিল । পললতকে তামরা আচলষ্ট বল, বা যাক বল, এরা ভাসছে ভূগভের পাকের উপর। পাশ মোড়া দেওয়া এদের পক্ষে খুব সহজ । একটা উদাহরণ দিয়ে তোমাদিগকে বুঝিয়ে দিতে পারি, পৰ্ব্বত কি রকম করে গা ভঙ্গে । চৌবাচ্চার জলে একটা , বরফের বড় চাঙ্গড়। ভাসিয়ে দিসে নজর করতে পাক । গাণিক্ষণ সে বেশ সোজা ভেসে ভেসে বেড়ালে । তার পর লাহিরটা গরম হাওয়া লেগে যত গলবে, তত তার নানা ভাগের ওজন কমবেশী হবে । তখন দেখলে যে, সে মাঝে মাঝে পাশ মোড়া দিয়ে ওজনের (balance) ঠিক করে নেবে। আমাদের হিমালয় পৰ্ব্বতও এই রকম করছে। - {IDu-مصحم محمحمم