পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[.L o i GTSAASAASAASAASAAAS of Lirio wort বিজ্ঞানের প্রধানতম আবিষ্কার এক স্থান হইতে অন্য স্থানে গাইতে আলোকেরও সময়ের প্রয়োজন হয় জগতের যা-কিছু আমাদের উপলব্ধির মধ্যে আসে, তাদের সকলকে আমরা তিনটি প্রধান শ্রেণীতে বিভাগ করিয়৷ থাকি। প্রথমটিতে সকল প্রকার বস্থ ব। দ্রবাজাতীয় (Material জিনিসকে ফেলা হয়। মাটি গাছ, জল, বাতাস, লোহা, তাম, কয়ল হীরা ইত্যাদি সব কিছুই এর মধ্যে পড়ে। দ্বিতীয়টি হইল, বিদ্যুৎজাতীয় জিনিষ। আকাশের 1ৰচুং, তোমার বাড়ীর তামার তারের মধ্যকার বিছাৎ, এমন কি, গোছা, নিকেল, আলুমিনিয়াম ইত্যাদির চুম্বক পয্যন্ত এই শ্রেণীর অন্তর্গত। অবশেষে তৃতীয় শ্রেণী—জগতের যতকিছু আলো, তাদের সবই এই শ্রেণীর অন্তভূত করা হয়। জড়জগৎ এই তিনটি স্তরে বিভক্ত হইয়া আমাদের কাছে প্রতিভাসিত হয়। এই বিভাগের প্রথম দুষ্টটির বিষয়ে একটা কথা বোধ হয় আদিম অবস্থা হইতেই মানুষের জানা ছিল। একখণ্ড পাথর কোনও একটা জন্তুকে চুড়িয়া মারিতে হইলে অন্ধ বৰ্ব্বর যুগের মানুষও নিশ্চয় জানিত যে, পাথরটা চুড়িয়া দিবার পর জন্তুর শরীরে গিয়া লাগিতে হইলে কিছু সময়ের প্রয়োজন হয় । সে জানিত, তাহার তীর ধনুক হইতে বাহির হইয়া শিকারের গায়ে গিয়া বিদ্ধ হইতে কিছু সময় লইয়া থাকে। তাই সেই আদিম অবস্থা হইতেই আমরা শিথিয় আসিয়াছি যে, জড় বস্তু মাত্র স্তান হই৩ে স্থানান্তরে যাইতে কিছু সময় লহরা থাকে । জড় বস্তুর গতি যতই ক্ষিপ্ৰ হউক না কেন, তাকার বেগ ধতু ইহঁতে নিক্ষিপ্ত শরের মত, বন্দুকের গুলির মত, উস্কার মত বা ইহাদেব চেয়েও অধিক হউক না কেন, তবুও এক স্থান হইতে অন্যত্র যাইতে ইহলে তাহার সময় লাগিলেই লাগিবে। জড় বস্তুর বেলায় ধtহা দেখিতে পাওয়া যায়, বিছাতের বেলাতেও তাছাই ঘটে। ঘন কালে মেঘেব মধ্যে বিছাৎ খেলিয়া যাইতে কখনও দেপিয়াছ কি ? স্পষ্ট দেখিবে, মেঘের উপর বিদুৎতের রেখা এক স্থান হইতে অন্ত স্থানে চলিয়া যাইতেছে এবং এই চলিয়া লাইতে তাহারও সময় লাগিতেছে । তোমরা তর্ক করিয়া বলিতে পার যে, ঘরের বিজলীবাতির সুইচ টিপিয়া দিতেই ঘরে আলো জলিয় উঠে, এবং এই দুই এর মধ্যে কোন সময়ের বাবধান আছে বলিয়া ত মনে হয় না । মোহার কারণ, বিদ্যুতের গতি অসাধারণ ক্ষিপ্ৰ এজন্ত সামান্য ব্যবধান চলিয়া যাইতে তাছার যতটুকু সময় লাগে, তাই আমরা সাধারণত: ধরিতে পারি না। এই বাবধান বাড়াইয়া দাও, স্পষ্ট বুঝিতে পারিবে যে, সুইচ টিপিবার পর আলো জলিতে সামান্য একটু সময় লাগিতেছে। জড়বস্তু ও বিদ্যুৎ তাছার চলিবার ক্ষেত্রে সময়ের অধীন। তাই বৈজ্ঞানিকেরা বলিয়।


T.

交ー Soo-oo: