পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-به-به-مه ১৫৫২ খৃষ্টাব্দে লণ্ডন সহরে এডমণ্ড, স্পেন্সারের জন্ম হয় । তাহার পিতা ছিলেন গরীব, কিন্তু কোন একজন সদাশয় ব্যক্তির সাহায্য লাভ করিয়া, এডমগু, কেন্থিজ বিশ্ববিদ্যালয়ে পড়িতে যান। গরীরের ছেলে ছিলেন বলিয়া কেম্বিজে তাতাকে এডমণ্ড স্পেন্সার চীন কাজ করিতে শুইত । তিনি কেন্থি জ ছাড়িয়া ইংল্যাণ্ডের উত্তর অনেক তার পর ভাগে কোথাও চলিয়া যান। খুব সম্ভব, সেখানে কোনও ধনী পরিবারের গৃহ শিক্ষক নিযুক্ত হইয়াছিলেন। এ সময়ে রোজালিগু (Rosalind) নামে একটি সুন্দরী মেয়েকে ভালবাসেন। রোজালিগু তাতার প্রতিভার পরিচয় পাইয়াছিলেন, কিন্তু বিবাহ করিতে অস্বীকার করেন। তাহা হইলেও তিনি স্পেন্সারকে কবিতা লিখিবার জন্য খুব উৎসাহ দিতে থাকেন। এ স্ময়ে র্তাহার বয়স ছিল মাত্র পচিশ বৎসর। ইহার পর বহু বৎসর তিনি বিবাহ করেন নাই । ইe =রাজী সাহিত্যেক্স ক্রমবিকাশ স্পেন্সারের বয়স যখন বিয়াল্লিশ বৎসর, সে সময়ে তিনি এলিজাবেথ (Elizabeth) নামে একটি আয়ল্যাণ্ড দেশের মেযেকে fã*t* *taa qa* “Epithalmion” নামে একটি কবিতা রচনা করেন। লিবাহের বিষয় লইয়া পৃথিবীর নানা ভাষায় যে সকল সেক্সপীয়র • কবিতা লিগিত হইয়াছে, তাহার মধ্যে এই কবিতাটিও অত্বাৎকৃষ্ট কবিতাগুলির সঙ্গে তুলনীয় হইতে পারে। স্পেন্সার লণ্ডনে ফিরিয়া আসিলে তাহার f৬নি সহিত সার ফিলিপ সিডনি (Sir Philip Sidney) flat gotočiz oito (Walter Raleigh)র সাক্ষাৎ হয়। তখন সিডনির বীরত্ব-কাহিনী ও র্যালের দুঃসাহসিকতা তাহার প্রাণে নবীন প্রেরণা জাগাইয়। দিয়াছিল। এই দুইজন প্রভাবশালী ব্যক্তির *rett* fefa Fairie Queen f*tf**■]ছিলেন । এই কাব্যখানিই তাতার সর্বশ্রেষ্ঠ রচনা । ১৫৭৯ খৃষ্টাব্দে স্পেন্সার Shepherd's እ¢ • ©