পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: - - এক সময়ে গ্রেটfরটেনের বন-জঙ্গলে অনেক বনবিড়াল দেখা যাহত ; এখন ক্রমশ: তাহীদের সংখ্যা হ্রাস পাইয়া আসিয়াড়ে দ, জীষ্মেণ, সুইটজাললাও, পোলাও, হাঙ্গারি, দক্ষিণ রাশিয়া, স্পেন, ডালমোসিয়া, গ্ৰাস, তুরস্কের কতকাংশে ৪ বনবিড়াল দেখা যাঠত । ইটালি, নরওয়ে, সুইডেন এবং উত্তর রাশিয়াতে কোনদিনই বনবিড়াল দেখা যায় নাই । -- - - - ----- مسیرهای


- - *

.# * আঙ্গোর বিড়াল ইংলণ্ডে বনবিড়ালের বাগ ছিল, সে অতি গfতাকাল ইহতে । এখন ও হার। ইংলণ্ডের বন-জঙ্গল এবং পাহাড়ে বাস করে এবং খরগোস ও ক্ষুদ ক্ষুদ্র পক্ষী প্রভৃতি জন্তু ভক্ষণ করিম জীবন ধারণ করে । এশিয়ার বিড়ালদের মপো আঙ্গোর বা পারষ্ঠদেশীয় বিড়াল দেখতে অতি সুন্দর। এশিয়। মাইনরের আগে }র। সইরের নাম হইতে খাদের নাম ইষ্টয়াছে আঙ্গোরা বিড়াল । ৭ই বিড়াল আকারে বেশ বড় হয়, গায়ের লোম ও খুব লম্ব হয়, গলার দিকটা এবং শরীরের নীচের অংশটা বেশ পুষ্ট হয়। লাজটা খুব মোট ও লোমযুক্ত হইয়া থাকে। গায়ের রঙ শিশু-ভান্ধতী খামদেশের বিড়ালের কপালে চাক চাকা দাগ থাকে। মালয়দেশের বিড়ালের লেজ আকারে ছোট হয়, ঐ দেশের কোন কোন জাতীয় বিড়ালের লেজ একেবারে গুটানো থাকে। চীনদেশে ; বিড়াল বা মঙ্গোলিয়ার বিড়াল এবং তিপতীয় বিড়ালের আকার অনেকটা একপ্রকারের। দক্ষিণ আক্রিকার মাংসাণী f- छr८न्त ( Serval cat ) আকারে বেশ বড় হয় । এই বিড়ণের প। লম্ব, লেজ ছোট, গাম্বে কালো কালে গোল গে'ল দাগ*হারা খুব শিকারী হইয়া থাকে। মিশল্প দেশেল বিড়াল-মিশরদেশে বিড়ালের বড় সন্মান । প্রাচীন মিশরে বিড়াল দেবতার স্থান অধিকার করিয়াছিল। সেখানে বিড়ালের সমিপর্যান্ত প্রস্তুত ইষ্টত। তিন হাজার বৎসর পুৰ্ব্বের বিড়ালের মমিও মিশরদেশে পাওয়া গিয়াছে। মিশরবাসীদের দেবী পাষ্টাররের প্রতিমূৰ্ত্তিতে দেখিতে পাওয়া যায় তাহার মাথা ও মুগ বিড়ালের মত। এপার কিন্তু মিশরীয়দের দক্ষিণ আফিকার বিড়াল →→→→劉 সাধারণত: ইচ রকমের হয়, একে বারে শাদ। নতুবা পীত বা ধূসর রঙের নীল রঙের হয়। খাম, ব্রহ্ম, মালয় প্রভৃতি দেশের বিড়ালের আকারের মপো নানারূপ বৈচিত্ৰ দেখিতে পাওয়া যায়। ৰিড্‌ালের প্রতি সন্মান দেখাই ৰার ফলে অত্যস্ত বিপদে পড়িতে হইয়াছিল। সেকালে এশিয়া মহাদেশ হইতে । মিশরে প্রবেশ করিবার পথ পেলিউসিয়াম্ নামে একটি নগর ছিল। এইনগরে উহাদের একটি স্বধৃঢ় দুর্গ ছিল।

t >8

Loት कुश्र*ि --- --- - ---