পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--------- এই ঘুণীগুলিকে স্থির বলিয়া মনে করিও না । ইহারা স্থির নহে। ঘুর্ণগুলি একই বেগে তাঙ্ক ধারালো অংশের দিকে অগ্রসর হইতেছে। ‘ফু’এর চাপ বাড়াইলে ঘূণীর অগ্রগামী বেগ বাড়ে এবং 'ফু'য়ের চাপ কমাইয়া দিলে তাহীদের বেগ হ্রাস পায় । চিত্রে লক্ষ্য করিলেই দেখিতে পাইবে ধে, প্রত্যেক সারির দুইটি ঘূণীর মধ্যেকার বাবধান এক । এই ব্যবধান আবার ছিদ্র হইতে তীক্ষণার থণ্ডের দূরত্বের হিসাবে বাড়ে ও কমে । ঐ দেখ, কেমন এক সারিতেই বায়ুকণাগুলি একদিকে ঘুরিতেছে এবং অপর সারিতে উন্ট। দিকে ঘুরিতেছে। নীচেকার সারির একটি ঘূণী তীক্ষধার খণ্ডের নিকট পৌছিলে বাশীর অবয়বের ভিতর বায়ু টানিয়া লইয়া চাপ বৃদ্ধির স্বষ্টি করে এবং অল্পক্ষণ পরে , , সেকেণ্ডে উন্ট লুণী সেই স্থানে পৌঁছিয়া চাপের ক্ষতির স্বষ্টি করে। এইরূপ ফুদিতে পাকিলে বাশীর মধ্যে চাপের ক্ষতি-বুদ্ধির স্বষ্টি করিয়া স্বরের শহর বিস্তুত হয়। ফুয়ের চাপ কমাইয়ু বা বাড়াইয়। ঘূণীর অগ্রগামী বেগ নিয়মিত করিয়া বাশীর দৈর্ঘ্যের } সহিত সামঞ্জস্ব রাখিলে তবে প্রচুর f * . পরিমাণে স্বরের উৎপত্তি হয় । তোমরা বলিতে পার, যে ঘূণীর-কথা বলা হইল, তাহা কি কেহ দেখিয়াছ ? না দেখিলেও বৈজ্ঞানিকের ক্ররূপ ঘূণীর আকার সম্বন্ধে যেরূপ কিরূপে ঘুণীর কৃষ্টি হয় একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হইয়াছেন এবং উহার আকার সম্বন্ধে যেরূপ ধারণা করিয়াছেন তাহ উপরের চিত্র হইতে বুঝিতে পারিখে। গির্জম্বারে যে অর্গান বাজান হয় তাহার নলের (Pipe) অাকার বড় এবং এক একটি স্বরের জন্য এক একটি পাইপ থাকে। অর্গানও ঐরূপ কৌশলেই বাজে। ক্লারিওনেট বাণীর অধিকাংশ অবস্তুবই গোল নলের মত। উহা আবলুস কাঠে তৈয়ারী হয়। ক্লারিওনেটে অনেকগুলি ছিদ্র থাকে। ঐ সকল ছিদ্র হইতে সকল মাত্রার স্বর বাহির করা যায় । কিন্তু সানাইতে মাত্র - - লাঙ্ক অগলিত লাপ্য=াক্স XՀՀԳ


ছয়টি ছিদ্র থাকে। মুখভাগের গঠন উভয় বঁাশীর বিভিন্নরূপ। ক্লারিওনেট বাশীর মুখে পাতলা রিডং (পদা) আছে। সেটিতে ফু দিলে কম্পিত হইয়া বাণীর মধ্যস্থিত বায়ুতে স্বরের স্বষ্টি করিয়া থাকে। পর্দাটি যখন কঁাপিতে থাকে, সেই সময় তাহার মধ্যস্থ বায়, পথ কখনও বন্ধ হইয় যায় এবং কখনও খুলিয়া যায়। হাম্মোনিয়মের পর্দার কার্যাকলাপও ঐ একই প্রকারের। এইরূপে বায়ু প্রবিষ্ট হইয়া চাপের বুদ্ধি ও হ্রাস অনুযায়ী শব্দ তরঙ্গ বিস্তুত হয় । সানাইয়েরও পর্দা আছে। উহ। শুধু মুখের আগায় 醬。 .যুণীর ফটো চিত্র লাগান সামান্ত একটু উলু খড় মাত্র। ইহা ক্লারিওনেটের পদার মতন প্রত্যেকটি বায়ুপথ রুদ্ধ করিয়া এবং 隊 খুলিয়া নলের মধ্যে শব্দের কষ্টি করে । স্বরের মাত্রা চড়া ও মোটা করিবার নিয়ম ঐ ফ্রট বাণীর মতনই । কোন কোন বাদ্যযন্ত্রের বিশেষ কোন ‘মুখ’ থাকে না । সেখানে ফু দিবার স্থানে কোন কোনটিতে একটি ধারালো অংশ থাকে। কোনটিতে বা ওষ্ঠই কম্পিত হইয়া স্বরের স্মৃষ্টি করে শঙ্খ বা শাখের মুখ ধারালে অংশের কাজ করে এবং ভেরী বাঙ্গাইতে ওষ্ঠই তাহার মুখের কাজ করে। এক পয়সা দামে যে সব থেলার বঁাশী কিনিতে পাওয়া যায়, তাছার শব্দোৎপাদনকারী মুখ হইতেছে দ্বিতীয় ছিদ্রটি। ইহা তীক্ষধার মুখের মত কাৰ্য্য করিয়া শব্দের স্থষ্টি করিয়া থাকে। আচাৰ্য্য লর্ড Hssos (Lord ---