পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------- চি ক্রে*িছন্ন-তালি = গ তারানাথ বুদ্ধদেবের মৃত্যু সময় হইতে অপরূপ আদর্শ ভারতের নানা গিরিমন্দিরের সপ্তদশ শতাব্দী পর্য্যন্ত ভারতীয় চিত্রাবলির ইতিহাস লিখিয়াছেন। সেকালের প্রাচীর-চিত্রকে তারানাথ দেবতাদেব কাজ বলিয়া উল্লেখ করিয়াছেন। এই ভালে দেখিতে পাওয়া যায়, ভারতবর্ষের - আদি-মানলের চিত্ৰকলা, যত। পাহাড়ের গায়ে পোদিত লিপি - আজিও অপুলল সৌন্দর্যাগৌরবে লাচিয়া আছে । অজন্তা গুহার চিত্রকলার অপরূপ সৃষ্টি, পৃথিবীর সর্বপত্র ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠত্ব প্রচার করিতেছে। সে সব কথা তোমরা ই হার পরে জানিতে পরিবে—বৌদ্ধযুগের চিত্রকলার ইতিহাসে । বৌদ্ধযুগের সেই চিত্রকলার আদর্শ ভারতের লাহিরে চীন,জাপান,তিববত প্রভৃতি বনের মধ্যে, পাহাড়ের গু51গাত্রে ও পাহাড়ের গায়ে অঙ্কিত ও খোদিত হইয়াছিল, তাহার বয়স নেহাৎ কম নয় । তাহার পরে ধীরে ধীরে শিক্ষা ও সভ্যতার অালো যেমন বিস্তার লাভ করিতে থাকিল, চিত্রবিদ্যার অাদর এবং প্রচারও তেমনি ভারতবর্ষের নানাস্থানে প্রসিদ্ধি লাভ করিতে লাগিল । বৌদ্ধযুগ ভারতের শিল্পসম্পদের শ্রেষ্ঠ যুগ। বৌদ্ধযুগে চিত্রকলা বিশেষভাবে উন্নতি হোসেঙ্গাবাদের গুছার গায়ে মাক। ছবি লাভ করিয়াছিল। সে যুগের চিত্রের নানা এশিয়ার নানা দেশে বিস্তার লাভ করিয়াছিল SAASAASAASAASAAAS > (tog --- - - → [D]