পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

回 .tassenعه-مهمf مصممم. যায় না । গাছিবার যন্ত্রের কথা ত পুৰ্ব্বেই ললিয়াছি । কীট-পতঙ্গের শুনিৰার যন্ত্র বা শব্দ করিৰার যন্ত্র একেবারে অন্ত প্রকারের। শুনিবার যন্ত্র বা কান তাহাদের নাই বলিলেই হয়। আমাদের যেমন কানের ভিতর ঝিল্লীর পর্দা আছে এবং শব্দ-তরঙ্গ উহাতে আঘাত করিলে শুনিতে পাই, সেইরূপ তোমরা হয় ত অনেকেই গঙ্গা ফড়িং দেখিয়াছ। এ ফড়িংয়ের পাথায় করাতের মত দাত আছে এবং অন্ত পাখায় ‘আলি’র মতন একটি উচ্চ অংশ আছে। এই ‘আলি’র স্তায় স্থানটি অন্ত পাখার দাতের উপর ঘষিলে শব্দ হয়। ঝি ৰি পোকাও এই প্রকারেই শব্দ করে । তাহাদের পাখায়ও দাত 可忆硕1 পতঙ্গ তাহার অন্ত সঙ্গীকে ডাকিতেছে কোনও যন্ত্র তাছাদের নাই এবং কতকগুলি পতঙ্গ এমন আছে যাহারা মোটেই শুনিতে পায় না, যেমন প্রজাপতি । পর পৃষ্ঠার চিত্রে দেখ, টিনের হর্ণদ্বারা শব্দ করা হইতেছে কিন্তু প্রজাপতির তাহাতে ক্ৰক্ষেপ নাই । পতঙ্গেরা দেখিতে পায় এবং ছুইলে বুঝিতে পারে । খাদ্যদ্রব্যও চাখিয়া বাছাই করিতে পারে এবং অতি স্বগন্ধপে গন্ধের বিশ্লেষণ করিতে পারে। কিন্তু গান করিবার ক্ষমত। কীট-পতঙ্গের নাই। তবে নিজের সঙ্গীকে ডাকিৰার জন্ত বিশেষ বিশেষ শব্দ করিতে পারে। কিন্তু ঐ শব্দ গলা হইতে বাছির হয় না। -- ----- ՖՀ Ծ* পতঙ্গ মাথা ঠুকিয়া অন্ত সঙ্গীকে ডাকিতেছে আর এক প্রকার পতঙ্গ দেখিতে পাওয়া যায়যাহারা নিজের শরীরের উপর পা দিয়া ঘষিয়া শব্দ করে। শরীরের উপর একটি বক্র দাতাল ‘আলি' আছে এবং তাহার লম্বা পায়েও সেইরূপ দাত আছে। ঐ দুইটি ঘষিয়া ইহারা কট কটু কটাকট, এইরূপ তীব্র ও কর্কশ শব্দ বাছির করে। অষ্ট্রেলিয়া প্রদেশে এক প্রকার উড়ো পতঙ্গ পাওয়া যায়—ইহাদের নাম সিকান্ডা (cicada)। ইহাদের শরীরের মধ্যে একটি কম্পনকারী ঝিল্লী আছে এবং ইহার একধারে একটি পেশীর সহিত সংযুক্ত থাকে। সেই পেশীটি কম্পিত করিলে অতি উচ্চ --