পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী লোলোমনের ঘুম ভাঙ্গিয়া গেলে তিনি জেরুলালেমে ফিরিয়া আসিয়া যিহোবার আর্কের সম্মুখে যজ্ঞ করিলেন। ইহার পরে গুইজন স্ত্রীলোক আসিয়া তাহার কাছে বিচার প্রার্থনা করিল। একজন বলিল, “মহারাজ, আমি ও এই স্ত্রীলোকটি এক বাড়ীতে বাস করি । প্রথমে আমার একটি পুত্র-সন্তান জন্মিল। তিন দিন পরে উহারও একটি ছেলে হইল । রাত্রিকালে উহার ছেলেটি মারা গেল। কিন্তু আমি ঘুমাইয়। পড়িলে ও আমার ছেলেটিকে লইয়া গেল ও উহার মৃত-সন্তানটি আমার বুকের উপর রাখিয়া গেল। সকালে ঘুম ভাঙ্গিলে দেখি, আমার কাছে মৃত | M o స్ర్బీ o -- ছেলেটি উহাকেই দিন৷” মন্ত স্ত্রীলোকটি বলিল, *'ना मा डेशरक काफ़ेो झडेक।’’ তখন রাজা বলিলেন, যে স্ত্রীলোকটি কাটিতে বারণ করিতেছে উহাকেই ছেলে দেওয়া হউক। সে-ই প্রকৃত জননী। এখন হইতে সোলোমনের ছায়বিচারের খ্যাতি সমগ্র ইশ্রেলে ছড়াইয়া পড়িল। তিনি ইউফ্রেটিস নদী হইতে মিশরের পূৰ্ব্বসীমানা পর্যাস্ত সমগ্র দেশের রাজা ছিলেন। র্তাহার ঐশ্বর্য্যের তুলনা ছিল না। সেকালে তাছার মত জ্ঞানী কেছ ছিল না। তিনি তিন হাজার প্রবাদ-বাকা এবং ১• •৫টি গান রচনা করিয়াছিলেন। নানা স্থান হইতে কত লোক র্তাহার কাছে পরামর্শ লইতে আসিত । ডেভিডের বন্ধু টায়ারের রাজ11হরাম সোলোমনের নিকট দ্রুত পাঠাইলেন। সোলোমনও তাহার নিকট দূত পাঠাইয়া সিডার বৃক্ষ ও স্বত্রধর পাঠাইতে ললিলেন। কারণ তিনি যিছোবার একটি মন্দির নিৰ্ম্মাণ করাষ্টলেন । হিরাম भूनैो झट्टेम्नाइ झेश्। भा%श्-ि লেন । সোলোমন ও তাছাকে গম ও তেল পাঠাইলেন। এইরূপে দুই রাজ বন্ধুত্ব পাশে আবদ্ধ হইলেন। সোলোমনের বিচার সন্তান। ভাল করিয়। পরীক্ষা করিয়া দেখিলাম উহা আমার ছেলে নয় ।” তখন অঙ্ক স্ত্রীলোকটি ৰলিল, “না মহারাজ, আমার সন্তানটিই জীবিত আছে ; ও মিথ্যা কথা বলিতেছে।” কিছুক্ষণ চিন্ত করিয়া পোলোমন বলিলেন, “বেশ, একটি তরবারী লইয়া আইস ” তাছার অনুচর তৱবাদী আনিলে তিনি আদেশ দিলেন, "জীবিত ছেলেটিকে আধাআধি কাটিয়া একখণ্ড ইহাকে, অঙ্গ খও উহাকে দাও।” তখন যে স্ত্রীলোকটি প্রকৃত জননী, সে বলিয়া উঠিল, “প্রভো, উহাকে কাটিবেন না। আমি চাই না। যিহোবার মন্দির নিন্মাণকার্য্যে সোলোমন নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করিলেন । এইজন্য তিনি ইস্ৰেলের। হাজার হাজার লোককে বেগার খাটিতে বাধা করিলেন লেবানন পৰ্ব্বত হইতে প্রচুর সিডার तुक्र स्नाना ठ्हेण। नाना प्लान रुक्ष्प्ड लायौ झाँगै পাথর আসিল। সোনাও প্রচুর পরিমাণে যোগাড় করা হইল। তারপর হিরাম ও সোলোমনের মিস্ত্রীরা একটি সুন্দর মন্দির ও একটি প্রাসাদ নিৰ্ম্মাণ করিল। এইবার সোলোমন ইস্রেলের সমস্ত নেতাদের ও সাধারণ লোকদের সমবেত করিয়া যিহোবার আর্ক আনিয়া মন্দিরে প্রতিষ্ঠিত করিলেন ও ভগবানের উদ্দেহে এক বিরাট যজ্ঞ করিলেন। কত পশু যে হত্য > (t૭૨