পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিব্রুজাভি ও ওল্ড ক্টেষ্টামে-ক্ত করিৰে ।” জেরোবোয়:ম শ্ৰেণীর উপর হস্ত উত্তোলন করিয়া বলিয়া উঠিলেন, “উহাকে বন্দী কর।” আশ্চর্যোর বিষয়, তৎক্ষণাৎ তাহার হাত একেবারে শুকাইয়া গেল ; তিনি তাহ। আর নড়াইতে পারিলেন না। বেদীটিও মাঝামাঝি ফাটিয়া গেল। জেরোবোয়াম অনেক কাকুতি মিনতি করিলে মহাপুরুষ ভগবানের নিকট তাহার হইয়া ক্ষমা প্রাগন করিলেন। তখন রাজার হাত আবার পুৰ্ব্বের ন্তায় *হল । এদিকে জুদাতেও রেহোবোয়াম যিছোবার উপাসনা পরিত্যাগ করিয়ঃ নানা দেবদেবীর পূজা করিতে আরম্ভ করেন । তাছাদের জন্য নানা স্থানে মন্দির প্রতিষ্ঠিত হয় । এই সব মন্দিরে তাহাদের মুপ্তি স্থাপনা করা হইল। ইহাতে ভগবানের মনে ক্রোধের সঞ্চার ইমু কাজে হ, মিশরের রাজা শিশা জেরুসালেম আক্রমণ করিয়া লিখোবার মন্দির ও রাজার প্রাসাদ লুণ্ঠন করিয়া দেশে প্রত্যাগমন করেন।* JBJJJBSESK SC BBBB KSKD EEBg S SJSDSS মৃত্যুর পর তাহার পুত্র আৰিজমি (Aloijan) প্লাজ। হন । মেটে ১ বৎসর রাজত্ব করিবার পর তিনি মৃত্যুমুখে পতিত হন । তাহার পুত্ৰ (Asa) পোত্তলিকতা পরিত্যাগ কবিয়া পুনরায় যিহোবার শরণাপন্ন হন । তাহার ৪১ বৎসর রাজত্বের পর *f*14 *G. c5:*InfĦ5 ( Jehosha plıat ) সিংহাসনে আরোহণ করেন । এদিকে হ:সল জেরোৰোঙ্কাম ২২ বৎসর রাজস্থ করেন। তাংরি মুতু্যুর পর তাছার পুত্র নাদার রাজা হন । কিন্তু এক বৎসর রাজত্বের পরে তাছার সেনাপতি বাশা (Haasla) তাইকে হত্যা করির রাজা হন । বাশার সঙ্গে ইস্কেলরাজ আশার যুদ্ধ হয় । অাশা সিরিয়ারাজ ৰেনহাদাদকে অনেক উপঢৌকন প্রেরণ করিয়া তাহার সাহায্য প্রার্থনা করেন । রেনহাদদ ইশ্ৰেল আক্রমণ করিলে বাশা জুদ পরিত্যাগ করিয়া আসিতে বাধ্য হন । বাশার পর তাছার পুত্র এল রাজা হন । কি স্থা অল্পদিন পরে তাহার সেনাপতি জিম্রি (Zinuri) তাহাকে হত্যা করিয়৷ সিংহাসন অধিকার করেণ ।

  • এই সময় ইহতে হিত্রীদের ইতিহাসের অনেক ৰটনা মিশর, আসিরিয়া ও ব্যাবিলনের ইতিহাসে
  • |७प्र1गtइं८५ ।।

- কিন্তু মাত্র দিন কয়েক রাজত্বের পর প্রজারা বিদ্রোহ্ন করে । প্রাসাদে অগ্নিসংযোগ করিয়া জিঘরি আত্মহত্যা করে । তথন কলেললন্তানেরা তাহাঁদের নেতা ওমরিকে (Onuri, রাজা করে। ওমূরি সামারিয়া (Samaria) নগর স্থাপন করেন । ওমরির মৃত্যু হইলে তাহার পুত্ৰ আহাৰ (Allal) রাজা হন । এই সমস্ত খারাপ রাজাদের মধ্যে মাঙ্গবের মত পাপী আর কেই ছিল না। তিনি সিদনরাজ King of the Zidouians) এথবালের (স্টথোবাল) কন্যা ডেজ বেলকে বিবাহ করেন ও বালের পূজা আরম্ভ করেন । সামারিয়ায় বালের একটি মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেখানে বালের প্রতিমূৰ্ত্তি স্থাপন করা হয়। একদিন আহাবের নিকট এলিজ (Elijah নামে একজন ভবিষ্যদ্বক্ত। আসিয়া বfগলেন “যিহোবা যেমন সত্য, আমার এই ভবিষ্যদ্বাণীও সেইরূপ সত্য হুইবে— আমার আদেশ ব্যতীত তিন বৎসর ইশ্রেলে মোটেই বৃষ্টি হুইবে না—এমন কি, এক ফোট শিশির পর্য্যস্ত পড়িবে না ।" এই বলিয়া তিনি পগাইয়া গেলেন। তখন সত্য সতাই তাহার কথা ফলিল। অাeাব কত জায়গায় তাহাকে খুজিলেন কিন্তু কোথাও তাহার সন্ধান মিলিল না। তিন বৎসর পরে একদিন আহাবের চত্য ওলেদিয়ার সঙ্গে তাহার দেখা হইল। এলিজার নির্দেশ মত সে রাজাকে খবর দিল। রাজা তাহার নিকট আসিলে তিনি বলিলেন “হস্ৰেলের প্রজাদের কামেল পাহাড়ে সমবেত কর। এাল ও অাষ্টাটের পরোহিতদেরও আনিতে ভুলিও না।" সবাই তাছার কথামত কামেলে আসিলে তিনি তাহাদিগকে বলিলেন, “আর কতকাল তোমরা দুই নৌকায় প। দিবে ? যদি যিহোবাই ঈশ্বর হন, তবোর্তাহার শরণাপন্ন হও । আর বাল যদি ভগৰান হইয়া থাকেন, ৩ধে তাহার আরাধন কর ।” তারপর বাগের পুবে হিতদের সম্বোধন করিয়া বলিলেন “আইল, তোমরা একটি বৃক্ষ তোমাদের দেবতার নিকট উৎসর্গ কর— আমি একটি ধিছোবার নিকট উৎসর্গ করি। দেখা যাউক কাছার ভগবান সত্য।” তপন বালের পুরোহিতেরা তাছাদের বলি গ্রহণ করিবার জন্য তাহাকে ডাকিতে লাগিল। তাহাতে বিফল হয় তাহার। তাহার করুণা উদ্রেক করিবার জন্য অস্ত্রের আঘাতে নিজেদের শরীর ইহঁতে রক্তপাত করিতে লাগিল। কিন্তু কোন ফলই হইল না, এলিজ। সন্ধ্যার সময় বলি উৎসর্গ করিয়া যিহোবাকে ডাকিলে >Q と Q حمام