পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিব্রুজ্ঞাভি ও ওল্ড ক্তেষ্টামে-ক্ত --- হুইবে । জার জেজ বেলকে নগরের বাহিরে কুকুরের চিড়িয়া খাইবে।” ইহা শুনিয়া আচাবের খুব ভয় ছষ্টল। সে আছার নিদ্রা ত্যাগ করিল। ইহার কিছু দিন পরে জুদারাজ জোছোলাফাটের সঙ্গে যোগ দিয়া আহাৰ সিরিয়া রাজের ছাত হইতে রামোথ উদ্ধার করিবার জন্ত যুদ্ধে গেলেন। কিন্তু যুদ্ধে আহাবের মৃত্যু হইল। তাহার মৃতদেহ রপে করিয়া সামারিয়ায় আনা হইল। যখন রথ হইতে রক্ত পরিস্কার করা হইতেছিল তখন কুকুরেরা সেই রক্ত চাটিয়া থাইল । আহাবের মৃত্যুর পর তাঙ্গর পুত্র আহাজিয়া ইস্ৰেলের রাজা হইলেন। কিন্তু দুই বৎসর ধাইতে ন। যাইতে অপঘাতে তাছার মৃত্যু হয়। তখন তাহার ভ্রাতা জেহোরাম রাজা হন । এদিকে এলিজার মহাপ্রস্থানের সময় উপস্থিত হইল । তিনি এলিসাকে সঙ্গে লইয়। বেথেলে গেলেন । সেখানকার ভবিষ্যদ্বক্তাদের শিষ্যর। এলিসাকে বলিল, “জানেন, এলিজাকে আঞ্জ ভগবান তাহার ক্রোড়ে আশ্রয় দিবেন।” এলিসা উত্তর করিলেন, "চুপ! আমি সব জানি।” তারপর তাহারা জেরিকোতে গেলেন। সেখানকার শিষ্যরাও এলিসাকে ঐ রূপ বলিল। এইবার তাহারা জদন নদ অভিমুখে রওয়ান হইলেন । পঞ্চাশ জন শিষ্য জেরিকোর নিকটস্থ পাহাড়ের শিখর দেশ হইতে তাহাদের দেখিতে লাগিলেন। এলিজা ও এলিসা জদনের তীরের নিকট আসিলে এলিজা তাহার উত্তরীয় দ্বারা জলস্রোতকে আঘাত করিলেন। তৎক্ষণাৎ জল সরিয়া গিয়া শুষ্ক রাস্ত বাহির হইল। তখন তাহালা ঐ পথে নদী পার হইলেন । অন্য পারে উপস্থিত হইয়া এলিজ এলিসাকে বলিলেন, “ষৎস, আমার যাইবার সময় হইয়াছে । কোন বর প্রার্থনা কর।” এলিস ৰলিলেন, "এই বর দিন যে, আপনার আত্মা যেন আমাকে প্রভাবান্বিত করে।” )Q&" তাহার। কথা বলিতে বলিতে চলিতে লাগিলেন । হঠাৎ একটা আগুনের রথ আসিয়া তাহাদিগকে পৃথক্ করিয়া দিল এবং ঘুর্ণবাত্যা জাগিয়া এলিজাকে স্বর্গে তুলিয়া লইল । তখন এলিসা আৰ্ত্তনাদ করিয়া উঠিলেন এবং এলিজার উত্তরীয় তুলিয়া লইয়। জদন অভিমুখে প্রত্যাবর্তন করিলেন। দূর হইতে এই দৃপ্ত দেখিতে পাইয়া ভবিষ্যদ্বক্তাদের শিষ্যগণ র্তাহার কাছে উপস্থিত হইয়া প্ৰণিপাত कग्निब ।। স্বনেমে (Shunem) একজন ধনবতী মছিল বাস করিত। এলিসা যখন এখান দিয়া যাতায়াত করিতেন তখন এই মহিলাব আগ্রহে তিনি তাহার অতিথি হহঁতেন । সে র্তাহার জন্য একটি কুটার নিৰ্ম্মাণ করিল এবং তাহাতে প্রয়োজনীয় আসবাব পত্র দিয়া সাজাইল । একদিন এলিসা এই নি:সস্তান মহিলাকে বর দিলেন যে, এক বৎসর পরে তাঙ্কণর একটি পুত্র সস্তান জন্মিবে। তাহার কথামত ছেলে হইল এবং দিন দিন ছেলেটি বড় হইতে লাগিল । একদিন হঠাৎ ছেলেটির মৃত্যু হইল। পুত্রের মৃতদেহ এলিসার কুটীরে রাখিয়া পুত্রছার মা মহাপুরুষের খোজে কামেল অভিমূখে রওনা হইল । সেখানে এলিস। তাহাকে বিশেষ লমাদরে অভ্যর্থনা করিলেন এবং তাছার আগমনের কারণ জিজ্ঞস। করিলেন । সব কথা শুনিয়। তিনি তাহার সঙ্গে স্বলেমের দিকে রওয়ানা হইলেন । মহিলার বাড়ী পৌঁছিয়া তিনি মৃতদেহ যে ঘরে ছিল, সেই ঘরে প্রবেশ করিয়া দ্বার বন্ধ করিলেন । তারপর যিহোবার আরাধনা করিয়া মৃতদেহটি আলিঙ্গন করিলেন। আস্তে আস্তে মত ছেলেটির হিমশীতল cwझ डेक्ष* झझेण । श्रावांत কিছুক্ষণ পরে সে হাচিল এবং চক্ষু মেলিয়া চাছিল । তখন এলিসা তাছার জননীকে ডাকিয়া পুনৰ্জ্জীবিত পুত্রকে দিলেন। রমণী ভক্তিনম্নচিত্তে আনন্দে বিভোর হইয়া তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল ।