পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W সাত হাঙ্গীর ফিট উচ্চ শিখরেও বিচরণ করে । আসাম-মণিপুরে বাঘের উৎপাত পুৰ বেশী। বাঘের চামড়া দেখিতে অতি সুন্দর। বাঘের চামড়ার লোতেও অনেক শিকারী বাঘ শিকার করেন। সার্কাসে বাঘের খেলা তোমরা অনেকেই দেগিয়াছ । বাঘের চর্বি, বাঘের গোফ; বাঘের চোখ ও বাঘের নথ, থাবা প্রভৃতির মধ্যে দৈব শক্তি আছে বলিয়। প্রবাদ আছে। ‘বাপের কামড়ে আঠারো ঘা, একথা অতি লতা। ব্যান্ত্রের দংশন ও আক্রমণ অতি ভয়ঙ্কর ৷ বাঘের নানা জাতিভেদ আছে ; এপানে তাহদেল কথাও বলিলাম । প্ৰমা—উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় অধিক সংখ্যক পুমা দেখিতে পাওয়া যায় । (American lion) | রঙ, রক্তবর্ণ হইয়া থাকে । সেখানে ঠহাঁদের নাম "আমেরিকার সিংহ শাবক কালে পুমার গায়ের পুর্ণবয়স্ক হইলে ইহাদের পুমা গায়ের রঙ হরিণ-শিশুর ন্যায় দেখিতে হয়। ইহাদের গলা দেখিতে শাদা, লেজের রঙ ঈষৎ লাল, মাগের দিকটা কালো হয়। সে সময়ে ইহারা দৈর্ঘ্যে প্রায়ু পাচ ফুট হইয়া থাকে। ইহাদের লেজ প্রায় আড়াই ফুট লম্বা হয় । পুমার রাত্রিকালে শিকারের খোজে বাহির হয় । ইহার শিকারের পূৰ্ব্বে গাছের উপর উঠিয়া বসিয়া থাকে। যখন সেই গাছের তলা দিয়া কোনও জীবজন্তু গমনাগমন করে তখন তাহার ঘাড়ের উপর --- =াঘেৰুর কথা )●v○


লাফাইয়া পড়ে এবং সম্মুখের পা দিয়া তাহার খাড় মোচড়াইয়া মেরুদণ্ড ভাঙ্গিয়া দিয়া ঐ জন্তুর রক্ত পান করে। পুম। অত্যন্ত হিংস্ৰ জন্তু । শ্যাম্প্রerল –পাস্তারও একজাতীয় ব্যাঘ্রবিশেষ। ভারতবর্য, আফ্রিকা, পারত, চীন ও অন্যান্য গ্রীষ্ম প্রধান দেশের নিবিড় জঙ্গলে ইহাদের বাস । ইহারা আকারে সুন্দরবনের বাল হইতে অনেকটা ছোট। কিন্তু ইহারা অত্যন্ত পূর্ব ও সাহসী । প্যান্থার বিড়ালের মত অনায়াসে বুক্ষে আরোহণ করিতে পারে। একজন মানুষ, সিংহ অপেক্ষ" ও ইeাদিগকে পেশী ভয় করে। চিতা লাখের নাম ইছাদের গায়ে BS BSB BB BYJ DDD SBBBS BB GBSBB খাইতে বড় ৬ালবাসে । পাঞ্জার অতান্ত নিড়র স্বভাবের জন্তু। প্রয়োজন ন হইলেও ই তার প্রাণিকতা করিয়া থাকে। কোন ও জন্তু বা জানোয়ার হত্যা করিয়া ইহা বা কোণ ও নির্জন স্থানে রাখিয়া wেয় এবং যে পৰ্মাথ না সমস্ত মাংস খাওয়া হয়, সে পলান্ত পুন:পুন: সেখানে মাসিয়া থাকে । পাস্থার লেজ সঙ্গ দৈর্ঘ্যে প্রায় সাড়ে ছয় ফুট হয় । চিত। বাঘের সহিত ইগল অনেকট সাদৃশ্ব রহিয়াছে। ভারতবর্গের মধ্য প্রদেশের জঙ্গলে পাস্থার খুব বেশী দেখিতে পাওয়া যায়। প্যাম্বারের এমন চতুর যে, ইহুদিগকে সহজে শিকার করিতে পারা যায় না। আমরা একবার চিত্রকূট পাহাড়ের জঙ্গলে, প্যাম্বার শিকার করিতে গিয়াছিলাম। কয়েকজন ঝোপের মধে। একটি ছাগল লাধিস্থ রাগিয়া শিকারের প্রত্যাশায় বলিয়াছিলাম। মুইর মধ্যে কোথা হইতে একটা পাঞ্জাল আসিয়। ছাগলটাকে লইয়। গেলআমাদের হাতের বন্দুক হাতেই রছিয়া গেল –শিকার করা মার হইল না ! জগহ4=aাৰুল-জাগুয়ারের বাসস্থান ও দক্ষিণ আমেরিকা। জাগুয়ার দেখিতে নেকড়ে বাঘের মত। ইহাদের গায়ের রঙ, পীত, গায়ে কাল কাল দাগ ও কাল কাল রেখা আছে ; এজনা ইহাদিগকে দেখিতে অতি সুন্দর দেখায়। বুক ও পেটের রঙ, শাদা । বাথের সহিত ইহাদের আকারের অনেকটা সাদৃহ আছে দেখিয়। ইচ্ছাদিগকে অনেকে 'আমেরিকার বাঘ’ এই নাম দিয়াছেন ৷ জাগুয়ারের মানুষকে বড় একট। আক্রমণ করে না। যদি শিকার না পায়, তাহা হইলে মানুষকে আক্রমণ করে। জাগুয়ার শিকার করিতে যাইয়। অনেক সময় শিকারীদের খুব - -