পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Eq. এদিকে কৌশাম্বীর সৈন্তগণ উপযুণকে দেখিতে না পাইয়া অনেক পোঞ্জাগুজি করিল। অবশেষে তাহারা উজ্জয়িনী-রাজ্যের ছলনা বুঝিতে পারিয়া শস্য মনে কোশাঙ্গীতে ফিরিয়া আসিল । কৌশাম্বীতে একটা দুঃখের মেঘ ঘনাইwা আসিল । মন্থিগণ রাজাকে উদ্ধার করিয়া আনিবার জগু উপায় চিস্ত করি৩ে লাগিলেন। কৌশলে উদয়নকে মুক্ত করিয়া আনিবার জখমী দেীগন্ধরায়ণ বসন্তককে সঙ্গে লইয়া উহুময়িনী অভিমুখে উদয়ুন বালবদওীকে সঙ্গীত শিক্ষা দিতে লাগিলেন যাত্রা করিলেন। যাইবার সময় রুক্মবানকে বলিয়৷ গেলেন, গুগ-প্রাকার ভঙ্গ করিবার কোশল, পায়ের বেড়ি খুলিবার মঙ্গ ও কোন স্থানে অপরের অদৃশ্য গুইয়া পাকিবার উপায় আনি জামি । আমি এই সকল বিদ্যার সাহায্যে সম্রাটকে মুক্ত করিয়া আনিব । এই বলিয়া মন্ত্ৰী যৌগন্ধরায়ণ বিন্ধারণে প্রবেশ করিলেন। ঐ বিন্ধারণে সমাটের বন্ধু ভৗলরাজ পুলিন্দক বাস করিত। তিনি পুলিন্দককে বলিলেন, উজ্জয়িনীর রাজা কৌশল করিয়া উদয়নকে ধরিয়া লইয়া গিয়াছেন। আমি তাহাকে উদ্ধার করিবার জন্য - ---- =पtञ्१=वप्नम्जुछ| ՖՓ>ն যাহতেছি। ফিরিবার সময় হয়ত সৈন্ত বলের প্রয়োজন হইতে পারে ; অতএব তুমি এখন হইতে প্রস্বত হইয়া থাকিৰে । ইহার পর তাeারা উভয়ে উল্লয়িনীর মহাকাল শ্মশানে উপস্থিত ইষ্টলেন। সেখানে যোগেশ্বর নামে এক ব্ৰহ্মরাক্ষস থাকিত। ঐ রক্ষসের সঞ্চিত মণী যোগন্ধরায়ণের বন্ধুত্ব হইয়া গেল। বঙ্গ রাক্ষস মোগন্ধরায়ণকে এক মন্ত্ৰ শিখাইয়া দিল। ঐ মঙ্গের প্রভাবে দেীগন্ধরায়ণ আপনাব মুষ্টি বদলাইয়া ফেলিলেন । তিনি বুদ্ধ, পাগল এ কুঞ্জ হইয়া গেলেন । মুখের মধ্যে বড় বড় দী ও গঙ্গা হয়। উঠিল। এই মঞ্জি দেখিলেই সকলে হাসিয়। উঠিত । বসন্তক ইল পেটদোলা, অস্থি-চৰ্ম্মসার এক কি স্থত কিমাকার মৰ্পি । বসন্তক রাজ প্রাসাদের নিকটে চলিয়া গেলেন, আপ যোগন্ধপায়ণ এদিকে ওদিকে নানা প্রকার কৌতুক দেখাইতে লাগিলেন। গোনে সেগণে লোকে তামাসা দেখিবার জঙ্গ জড় ইষ্টতে লাগিণ। রাজপাসাদের সম্মুপে নানা প্রকাশ তাম{সাহঠতে দেখিx রাণীগণ বিশেষ পুসী হইয়া উঠিলেন। রাজকুমারী বাসবদত্ত ন পাগলকে সঙ্গীতশালায় ৬াকিয়া আনিলেন। ছদ্মবেশী মণী যোগন্ধয়ায়ণ রাজা উদয়নের দন্ধনদশা দেখিয়া অতিশয় দু:খিত হইলেন। তাহার চোপ দিয়া জল পড়ি, • লাগিল । মন্ত্রীর পঙ্কেতে উদয়ন সব জানিতে পাবিলেন। যেগন্ধরায়ণ আপনার যোগবল পি স্থার কবিলেন। ছদ্মবেশী মঞ্জী সংসা অদৃগু হইয়া গেলেন । রাজকুমারী ও ঠাইার সখীগণ ঐ পাগলকে দেখিতে না পাই ভাবিতে লাগিলেন, হঠাৎ ঐ পাগল কোথায় চলিয়া গেল। এই সমসে উদয়ন সরস্বর্তী দেবীর পূজার উপযুক্ত জিনিষ পত্র আনিবার জন্ত পালবদন্তু ও তাহার সখীগণকে পাঠাইয়া দিলেন। এখন উদয়নকে একাকী পাইপ্পা মঙ্গা যৌগন্ধরায়ণ রাজাকে বন্ধন কাটিবার মঙ্গ ও বীণা বাজাইয়া রাজকুমারী বাসবদত্তাকে বশীভূত করিবার কৌশল শিগাইয়া দিয়া বলিলেন, শসস্তক ছদ্মবেশে বাহিরে দাড়াহয় আছে, তাহাকে আপনি এগানে ডাকাইয়া আগুন। এই কথা বলিয়া যৌগন্ধরায়ণ সেখান ?ইতে বাহির হইয়া গেলেন। এই সময়ে বাসবদত্ত সরস্ব তীর পৃষ্ঠার উপযোগী জিনিষগুলি লইয়া আসিলেন। রাজা উদখুন সরস্বতী দেবীর পূজা শেষ করিয়া দক্ষিণা দিবার জন্য এক ব্রাহ্মণকে ডাকিয়া আনিতে বলিলেন । বসন্তক বাহিরে দাড়াইয়া ছিলেন। বাসবদত্ত তাহাকে ডাকিয়া আনিলেন। - -


--E3