পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రాక్జాకాfళాs ইঞ্চি হুতা এক পাশে ঝুলিয়া থাকে। ঘর তুলিবার ৭নং চিত্র দেখ, তবেই কাজটি খুব সহজে বুঝিতে পারিবে। এখন এই ঘরটির মধ্যে ডান হাতের কাঠি ভরিয়া দাও । ৮নং চিত্র দেখ । এই প্রকার ১•১২টি ঘর তোল । এখন ডান হাতের কাটা বাম হাতে লইয়া পুনরায় ডান হাতে আর একটি কাটা লও। পরে ঐ ডান হাতের কাটার মাথা, বাম হাতের কাটার মাথায় যে ফ*াস বা গিরা আছে তাহার শেষেরটির মধ্য দিয়া. এমনভাবে ঠেলিয়া ভরিয়া দাও, যেন উগ বাম হাতের কাটার নীচু দিয়া যায়, এবং যে ছোট উলের মাথা ঝুলিয়া আছে উহ তোমার বাম হাতের কাটার সঙ্গে চাপিয়া ধর । এখন যে উলের মাথা গোলার সঙ্গে আছে, উহা দেখ ছটি কাটার মধ্যে বুলিয়া রহিয়াছে। অত:পর ক7ট দুটিকে চাপিয়া ধরিয়া, ডান হাতের আঙ্গুলে ঝুমান উলগাছ লইয়। ডান হাতের কাটার মাথার নিম্নদিক দিয়া ঘুরাইয়া লইয়া উপরের দিকে আনিয়া ফুলাহয় দাও ! নম চি এটি দেব ! এখন যে উলগাছ তোমার ডান হাতের কাটার মাথায় জড়ান আছে, তাহাকে আস্তে আস্তে পূৰ্ব্বে কার বাম হাতের f - 8 চিত্র – ১৬ কাটার মাথায় যে গির ব৷ ক্ষ সিটি অাছে, তাছার মধা দিয়া টানিয়া আনিয়া ঐ নুতন ফাসটিকে বাম হাতের কাটার মাথা গলাইয়া ঝুলাইয়া দাও । তবেই দেখিবে, একটি গিরা পড়িয়াছে। এই প্রকার একটির পর একটি ফাল তৈয়ার করিয়া ডান হাতের কাটার ঝুলাইয়া লও। এখন এত কঁাটাটি আবার বাম হাতে লও। পরে এই ফালগুলি আবার অন্ত কাটায় লইৰে । চিত্র দেখ, তবেই বুঝিতে পারিবে । এই হ’ল সঙ্কজ নিটিং বা বুনন । ১০ম চিত্র দেখ। উঠাইয়। লণ্ড । - ब्वकTाब्पपछrc>नन्ज्ञ जै>*>{ब्त उ=वज>न् তাঙ্কৱ—যখন কার্পেট অথবা ক্যানভাসের উপর নাম কিংবা অন্ত কোন কিছু লিখিতে হয়, তখন ঐ সকল শব্দ ক্রস ষ্টিচ, দ্বারা সম্পাদন করিতে হয় । আজকাল অনেক ঘরের মেয়েরাই সুন্দর সুন্দর ইংরাজী ও বাংলা কবিতা কাপেটের উপর উল স্থতা দ্বারা লিখিয়া থাকেন। এই লেখা কি প্রকারে শেষ করিতে হয় তাহাই এই স্থানে বলিব । যদি কাপেট কিংবা ক্যানভাসের উপর অক্ষর লিখিতে হয় তখন হুচে উল পরাইয়া, উলের লম্ব। মাথায় একটি শক্ত গির দিবে। এখন যে স্থান হইতে লেখা আরম্ভ হইবে, স্বচকে কাপেট বা ক্যানভাসের ঠিক সেই স্থানে নীচের দিক হইতে ফোড় তোল । ১ নং চিত্র দেখ । পরে তোমার স্থত। যে ঘর হঠতে বাহির হইয়। আসিয়াছে সেই ঘরের কোণকোণি ভাবে একঘর ফেলিয়। পরের ঘবে স্বচকে নীচে বসাইয়া দিয়া ফোড়ের ঘরের পরে, ষ্টিচ অক্ষর নীচে এক ঘর ছাড়িমা, পরের ঘরে তোমার স্বচ চিত্র—১১ ৷ এখন আবার তোমার স্থচ .য ঘর হইতে উপরে উঠিয়াছে, কোণাকে।ণি ভাবে একঘর ছাড়িয়া পরের ঘরে ফোড় তোল । এখন আবার কোণ ভাবে এক ঘর ছাড়িয়া পরের ঘরে আবার ফোড় তুলিয়া দেখ সকল সেলাইগুলি একটি ইংরাজী ক্রস, x চিহ্নের স্থায় হইয়াছে। চিত্রটি দেখ - তোমার বইতে যে অক্ষরের নমুনা দেওয়া আছে, তাহার প্রতি তাকাইলেই এই সেলাই অারও সহজে ধরিতে পরিবে । ইংরাজী কি বাংল। ১৷ ২ অক্ষরগুলিও এই নিয়মে লেখা যাইতে পারে। এই হইল কাজ। যদি অক্ষর একটু মোট করিতে হয় তবে ডবল ফোড় দিয়া কাজ করিখে অথবা একটু মোটা স্থতায় কাজ আরম্ভ করিবে ।