পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-প্যালেষ্টাইল হ্রদের দৈর্ঘ্য হইবে উত্তর-দক্ষিণে ৪৬৷৪৭ মাইল এবং প্রস্থে পুৰ্ব্ব-পশ্চিমে ৯১০ মাইল, এই রূপ। কোথাও কোথাও ৮৫ মাইল মাত্র। জেরুজেলেম হইতে ইহার দূরত্ব ২৫ মাইল মাত্র। জেরিকে (Jericho) হইতে ১০ মাইল, এইরূপ হইবে। ভূমধ্য সাগরের তটরেখা হইতে প্রায় ১৩১২ ফিট নীচে ইহা অবস্থিত। মরুসাগরের তীরে তীরে শিলাকীর্ণ গিরি, করকচ লবনের পাহাড়, বালিয়াড়ি, এই সকল দেখিতে পাওয়া যায়। মরুসাগরের জলের গন্ধ অত্যন্ত বিই, ইহার জলে মানুষ ডোবে না.– ভাসিতে থাকে । তোমাদের মধ্যে সাহারা সাতার জান না— সেখানে আর জলে ডুবিয়া মরিবার ভয় থাকিবে না, মরুসাগরের জলে সাতার দিতেছে অনায়াসেই পাতার দিতে পারিবে । ইহার গভীরতা ১৩০৮ ফিট এইরূপ হইবে। তবে দক্ষিণদিকের গভীরত। একেবারেই কম ; কোথাও ১২ ফিট মাত্র গভীরতা, আবার কিনারার দিকে কোথাও তিন ফিট মাত্র গভীর। জনপ্রবাদ এইরূপ যে, যেখানে এখন মরুলাগর রহিয়াছে, পূৰ্ব্বে সেখানে সোডম্sodom) ও গোমোরা (Gomorrah) নামে দুইটি সমৃদ্ধিশালী জনবহুল নগর ছিল । সেখানে আড়মোর, জেবোয়িম ও জোয়ার নামে তিনটি সহরও ঐরূপভাবে ধ্বংস --- হইয়াছিল । আর সেই সময় এই স্থান ছিল শস্তহামল উৰ্ব্বর দেশ । সে প্রায় ১৫০ • খৃঃ পূৰ্ব্বাব্দের কথা । জৰ্দ্দন নদী তখন এ প্রদেশের চারিদিক বেষ্টন করিয়া প্রবাহিত হইত। এই কিংবদন্তীর মূলে কোন সত্য নাই। মরুসাগর খনিজ দ্রব্যসম্ভারে পরিপূর্ণ। র। সাধুনিক পরীক্ষা স্বার। এই হ্রদের জলে ত্রাইন (18rine) &ntfootn of fog(Sodium Chloride) পোটাসিয়াম c#f#f#g (I'otassium ('hloridc), - wit’ssafoto Catwoo (Magnesium Dromide), পাওয়া গিয়াছে মোটামুটি হিসাব করিয়া দেখা গিয়াছে যে, মরুসাগরের জলে অন্তান্ত খনিজ দ্রব্যের সহিত মিশ্রিত اا ة تا ۰۰۰,۰۰۰,۰۰۰.ه ه به هیچ ۰lfata ، ۹ه ইঙ্গার মধে। ১,৫• •,• • •,• • টন পরিমাণ পোটাসিয়াম ক্লোরাইড, মাছে । খনিজ দ্রব্যের দিক দিয়া, বিশেষ পটাসের পরিমাণ হিসাবে পাৰে ষ্ট হন পুথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষ। পনী । মঞ্চসাগবের জলে লবণের পরিমাণ এত বেশী যে, স্বাভাবিক স্বর্যোর উত্তাপেই ইহাব জল হইতে অতি উংকৃষ্ট দানাদার লবণ প্রস্তুত হইয়া পাকে । ১৭৩৫ খৃষ্টাব্দে কষ্টিগান (costigao) নামে একজন আইরিশ, সাহেব ছোট একখানি ষ্টীমারে করিয়া মরুপাগরেব চারিদিক পৰ্গাবেক্ষণ করিয়াছিলেন । তাঙ্কার আগে অন্ত কেহ এইরূপ চেষ্টা করিয়াছিলেন বলিয়া জানা যায় নাই। মরুসাগরের জলে কোনও প্রাণীর অস্তিত্ব নাই । মর সাগরের তীরে কোণ ও কোথাও গাছপালা একেবারেহ জন্মে না । সেখানে বালির পাহাড় মাথা উচু করিয়া দাড়াইয়া আছে। ঐ বালুকণার মধ্যে পৰ্ব্বতের উপর হইতে দৃষ্টিপাত করিলে মনে হয় যেন মর সাগরের জলরাশির মধ্যে মণি মাণিক্য জলিতেছে। ঐ পাহাড়ের উচ্চতা প্রায় ৪,৪• • ফিট । মরুসাগরের জলে সঞ্চিত লবণের পরিমাণ হইবে প্রায় ৩০,• • •,০০০,০০০ টন । ইহার মধ্যে প্রতি বৎসর জর্দন নদীর স্রোতোধারাই বাহিয়া আনে প্রায় レ々・,・・・ 5-II এখানকার জলে সময় সময় বন্ধ আসে। সেইবস্তার জল তীরের গাছপালায় লাগিলে অল্পসময়ের মধ্যেই গাছপালা সব মরিয়া যায়। ইহার জলে কোন প্রকার জলজন্তু বাস করিতে পারে না । জর্দনের শ্রোতোধারার সঙ্গে সঙ্গে মৎস্ত ইত্যাদি যে সকল জলচর প্রাণী --- 〉ミQ" -