পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f-ഋംഘtുീ--- এখানে খুব চলে এবং ইহুদীরা মদ তৈয়ারী করিবার ব্যবসায় একেবারে একচেটিয়া করিয়া রাখিয়াছে। প্যালেষ্টাইন চাইতে তেল, সাবান, মটর, তরমুজ, মদ এবং কমলা নানা দেশে প্রচুর পরিমানে রপ্তানী ইষ্টয়া থাকে । এখানকার কমলার *মিধানী ও বাণীখোসা মোটা হওয়ার দরুণ সহজে নষ্ট হয় না। এজন্য বিদেশে রপ্তানীর পক্ষে এখানকার কমলা খুব ভাল। উৎকঃ কমলা প্রচুর পরিমাণে লিবারপুল নগরে রপ্তানী হয় । এক হিসাবে এখানকার কমলার ; অংশত ছংলাণ্ডে রপ্তানী হয় । অবশিষ্ট যাহা পাকে তাই মিশর ও তুর্কীদেশে যায় । খলিসা ওমরের মসজিদের দুগু 213, বৎসর ৮ শয় ه , ه ۶۰ , ۰ن • টাকার {*.*.* •,• * * পাউণ্ড। কমলা পালেষ্টাইন হতে রপ্তানী হয় । বিদেশ ইষ্টতে এখানে আমদানী হয় চাউল, চিনি, পেট্রোলিয়ম এবং তৃণ । পালেষ্টাইনের দিন দিন যেমন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য প্রভৃতির উন্নতি হইতেছে, তেমনি এদেশের সংর গুলিও সমৃদ্ধশালী হইvা উঠিতেছে। এই সমুদয় সহরের সহিত রেলপথের যোগ হওয়ায় লোক চলাচলের ৪ ব্যবসা বাণিজ্যের দিক দিয়াও দিন দিন উন্নতি হইতেছে। জুডিয়ার উচ্চতম প্রদেশে অবস্থিত RIH" (Nablus), cortston Jerusalem), 64(«El লহৰ -o-o-o-o (Bethel) aos cē3R (Hebron) *** প্রসিদ্ধ। জেরুজেলেম সৰ্ব্বপ্রসিদ্ধ নগর। অতীত ও বর্তমানের নানা কীৰ্ত্তিযুক্ত জের জেলেম—খষ্টানদের কাছে একটি প্রসিদ্ধ তীর্থস্থানরূপেও পরিচিত । প্যালেষ্টাইনের অধিবাসীদের প্রধান হইতেছে --মুসলমান, ইহুদী ও খৃষ্টান । এই তিন ধৰ্ম্মাবলম্বী ব্যক্তিদেরই এই দেশের উপর জন্মগত ****" Tঅধিকার আছে। থষ্টানদের কাছে প্যালেষ্টাইন পবিত্র ভূমি বলিয়। বিবেচিত হইয়া থাকে। কেনন। এই দেশেই মহাপুরুষ যীশুখ.ষ্ট জন্মগ্রহণ করিয়াছি ে ন, এই দেশেই ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন এবং এই পূণ্য ভূমিতেই শত-বেদন ও নিৰ্য্যাতনের ভিতর দিয়া তিনি মহাপ্রয়াণ করিয়াছিলেন । এই জন্তই থষ্টানরা তাহা দের ধৰ্ম্মগুরুর জন্মভূমি এই দেশকে অতি পবিত্র পলিমু মনে করিয়া আসিতেছেন । ইহুদীরা মনে করেন, এই দেশের উপর তাইদের দাবীটা ইতিহাসেব দিক দিয়া সকলের চেয়ে বেশী । তাহারা মনে করেন, আব্রাeাম, সাক, ফুেকৰ এদেশেই জন্মিয়াfЕсля как асис": মাটিতেই মিশিয়া গিয়াছেন । হিবনের মসজিদের নীচে তাছাদের সমাধি আছে । আজকালকার অনেক ঐতিহাসিকের মতে ইহুদীদের এ কথা সত্য নহে - তাহদের আদি জন্মভূমি মেসোপটমিয়া বা মিশরে ছিল বলিয়াই মনে করেন—প্যালেষ্টাইনে নহে । আরবেরা এবং ইহুদীরা বিশ্বাস করেন যে, তাহারা উভয়েই বাবা "sıf3teftw* (Abralıanı) ংশধর । ওমরের মসজিদ নামে যে মসজিদটি অবস্থিত আছে, সেটি মুসলমান, খৃষ্টান ও ইহুদী তিন জাতির কাছেই পবিত্র বলিয়া বিবেচিত হইয়া থাকে । প্যালেষ্টাইনে অনেক কিছু দেখিবার আহে। মহাত্ম যীশুখ ষ্টের জন্মস্থান-বেথলহেম নগরী > > と ● o