পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

feeевчвtчнче) ভাবে গড়িয়া উঠিয়াছে। এখানে থষ্টানের তীর্থযাত্র করিতে আসেন। এখানে খষ্টের সমাধি-মন্দির দেখিতে নানাদেশের খৃষ্টানেরা আসিয়া থাকেন। আশ্চর্যোর বিষয় এই যে, এই সমাধি-মন্দিরের রক্ষণাবেক্ষণের ভার একজন মুসলমানের হাতে। সকালবেল সমাধি-ভবনের দ্বার খুলিয়া দেওয়া এবং সন্ধার সময় দ্বার বন্ধ করিয়া দেওয়া হইতেছে এই রক্ষকের কাজ। এখানে তিনটি বড় বড় ঘণ্টা আছে। ঘণ্টা তিনটি বেশ পুরানো। এই মন্দির হইতে জেরুজেলেমের বিখ্যাত দ্রষ্টব্য স্থান, খলিফা ওমরের নিৰ্ম্মিত মসজিদ ও অলিভ *strio (Mount of Olives) Cool of (otsol (Mount Moriah) পাহাড়ের গায়ে খলিফা ওমরের নিৰ্ম্মিত মসজিদটি অবস্থিত। প্রায় চৌদশত বৎসর পুরে, খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে এই মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল। কেই ঙ্গের জেলেম ওমবের মসজিদ মরুসাগরের তীরের মঠ কেহ বলেন যে, ইহা সপ্তম শতাব্দীতে তৈয়ারী হইয়াছিল। কারুকার্য্যখচিত মৰ্ম্মর প্রস্তরনিৰ্ম্মিত এই মসজিদটি জেরুজেলেমের একটি দ্রষ্টব্য স্থান। জেকজেলেমে ইহুদী, খৃষ্টান, মুসলমান—এই তিন ধম্মাবলম্বী ব্যক্তিদেরই নানারূপ কীৰ্ত্তি ও তীর্থস্থান আছে । > Rや8 প্যালেষ্টাইনের অধিবাসীরা যুগে যুগে নানা রাজার শাসনকালে নানারূপ অত্যাচার ও নিৰ্যাতন সহিয়৷ আসিয়াছে। ইংরাজ-শাসনে আসিয়া নানাদিক্ দিয়াই প্যালেষ্টাইনের উন্নতি হইতেছে। মরুভূমির বুকে শ্ৰীশালী নগর নিৰ্ম্মিত হইতেছে-ফুলে ফলে-ভরা - - - 1 - - - -- -- - - - - - * - - - - - - - - - - -- - - - --- - ----- -- - - - - - - রামলের প্রাচীন স্তম্ভ তরুশ্রেণী শোভা পাইতেছে । জৰ্দ্দন নদীর জলস্রোতের দ্বারা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হইতেছে। মরুসাগরের জলের খনিজ দ্রব্যে দেশ সম্পদশালী হইয়াছে। শিক্ষা ও সভ্যতার সঙ্গে সঙ্গে একতা বৃদ্ধি পাইয়া এদেশ দিন দিন উন্নত হইতেছে। -