পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- জলের উপর চাপ দিলে, তাই তরল পদার্থের নিয়মাচবষ্টিতায় চতুৰ্দ্দিকে সমানভাবে প্রসারিত হয়। এ সম্বন্ধে পূৰ্ব্বে বলা হইয়াছে। পিপায় জল ভরিয়া তাহার উপর একটি নল লাগাইয়। তাছাতে জল ভরিয়া দিলে, কিরূপে পিপার ভিতপের

  1. Lg14 tytos

মলের চাপ বড়িয়া উঠে, છૂટાછુત્રશ્નન હtશ1૭ લાખક श्छेभ्रांt४ । f* *६८क আরও একটি দৃষ্টান্ত বর্ণিত হবে । ইহা চাপ দিবার কল। এই কলটি জ:লর চাপে চালান হয়। ছবিতে দেখিতে পাঠবে, এই বিরা কলটি, মূলে পরম্পর সংলগ্ন দুইটি পিচকারীর মত। তবে একটি, অন্তটি হইতে একশত বা দুইশত গুণ প্রস্থে আদি ক । এই পিচকারী দুইটির মুখ নীচের দিকে ও পরস্পর যুক্ত পাকে ইছাদের feতর এমনভাবে জল রাপা হয় যে, সরু পিচকারীর ডাটিটি ভিতরদিকে প্রবিষ্ট করাষ্টয়া দিলে, উৎপন্ন চাপের গুণে অন্যটির ডাটি ঠেলিয়া বাহির হইয় পড়ে। ব্রামার চাপযন্ত্র or Հ یک گیجگان TSIo '^| "V" o - o o o を? | ॐfश् *(द्र ४ চওড়। পিচকারীর ডাটিটির উপর একটি পাটাতন যুক্ত থাকে। খড়, লোম বা তুলার *ाँठेछे প্রভৃতি যে সব আলগা বস্তু কষিয়া ছোট করা প্রয়োজন হয়, তাত এই যন্ত্রে পাটাতনের উপর, সন্ত্রের ছাদ পর্য্যন্ত ৩রিয়া দেওয়া ছোট পিচকারীর ডাটিটি ভিতরে প্রবিষ্ট করা হলে, বড় পিচকারীর পাটাতন, তাহার উপর রক্ষিত তুলার বোঝাটাকে ছাদের নীচে ক্ৰমান্বয়ে কধিয়া ধরিতে থাকিবে । পিচকারীর ডাটিগুলির আপেক্ষিক প্রস্থের উপর এই চাপের পরিমাণ নির্ভর করে। এইরূপে, পাট, তুলা, কাগজ প্রভৃতির বৃহৎ বৃহৎ বোঝা এই জলযন্ত্রে ক্ষুদ্র আকারে রিণত করা হয়। ছবিতে প্রদশিত জলযন্ত্রটিকে ব্রামার চাপষঙ্গ (Brahina’s press) *.* জলে চাপ প্রয়োগে আজ ক{ল নানাবিধ স্ত্ৰ চালিত হয়। বন্দরে বোঝা নামাইবার কপিকল, কারখানার অতিকায় হাতুড়ি, আকাশচুম্বা সৌধের বিভিন্ন তলায়