পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

騙 枣渔平司T<疗T乙丐丐<T→· ছিলেন। সে সময়ে উত্তর-পশ্চিম সীমান্তে বিদেশীয় শত্রুরা আসিয়া দেশের স্বাধীনতা হরণ করিবার জন্য ভয় দেখাইতেছিল। ভারতের রাজনৈতিক আকাশে তখন বিপদেব কালে মেঘ দেখা দিয়াছিল। এ হেন দুঃসময়ে কোনও দেশভক্ত ভারতসন্তানের পক্ষে কি শুধু নীতির একটা আদর্শ ধরিয়া নিশ্চেষ্ট হইয়া বসিয়া থাকা সম্ভব ? বৃহদ্রথের পক্ষে তাঁহাই সম্ভব ছিল। পুত্বামিত্ৰ জাতিতে ব্রাহ্মণ ছিলেন ও বোৰ হয় মোগ্য রাজাদের রাজপুরোহিত-বংশীয় ছিলেন। রাজপ্রাসাদে বৈদিক ক্রিয়াকলাপ নিশ্চয়ই লোপ পাইয়াছিল । পুরোহিতবংশ নামে মাত্র পূর্বপদে প্রতিষ্ঠিত ছিলেন। পুষ্যমিল রাশা হইয়াও ক্ষত্ৰিয়পৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন। প্রাচীন কালের ইতিহাসে এইরূপ দৃষ্টান্ত বিরল নহে। তোমরা মহাভারতে দ্রোণের কথা শুনিয়াছ। তিনি একজন মস্ত সেদ্ধা ছিলেন ও কুরুক্ষেত্রেব যুদ্ধে কৌরববাহিনীর দ্বিতীয় সেনাপতি হইয়াছিলেন। ব্রাহ্মণের যে কেবল যজ্ঞ ও অধ্যযন লইয়াই ব্যস্ত থাকিতেন, তাহা নহে ; আলশাক হইলে তাহারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য অন্সধারণ করিতেও কুষ্ঠিত হইতেন না, আবাবার্তাহারা অনেকেই অতিশয় রাজনীতিকুশলও ছিলেন। মৌর্য্যরাজাদের রাজত্ব কালে ব্রাহ্মণ্যধৰ্ম্ম ও সভ্যতা অনেকটা নিম্প্রভ হইয়া পড়িয়াছিল। মৌর্মানূপতিরা উদারমতাবলম্বী ছিলেন। তাহারা অন্য কোনও ধৰ্ম্মাবলম্বীদের উপর অত্যাচার করেন নাই, তথাপি সে সময়ে রাজধৰ্ম্ম বৌদ্ধ বা জৈন হওয়াতে রাক্ষণা-প্রাধান্য খৰ্ব্ব হইতে আরম্ভ হইয়াছিল। পুস্তমিত্র সিংহাসন গ্রহণ করিলে পর ব্রাহ্মণের তাহদের লুপ্ত গৌরব ফিরিয়া পাইলেন। পু্যমিত্রের রাজত্বকালে অনেক ঘটনা ঘটিয়াছিল। প্রথমেই আক্রমণের কথা বলিতে হয়। বঙ্গলীক প্রদেশের গ্রীক্দিগেৰ আক্রমণের কথা পূৰ্ব্বেই বলিয়াছি। এ বিষয়ে আরও একটু বিশদ ভাবে বলা প্রয়োজন। তোমরা কি পতঞ্জলিব নাম শুনিয়াছ ? ইনি একজন বিখ্যাত বৈয়াকরণ ছিলেন। অর্থাৎ পতঞ্জলি খুব ভাল ব্যাকৰণ জানিতেন ও মহর্ষি পাণিনির ব্যাকরণ সংক্রান্ত অনেক জটিল বিষয়েব আলোচনা করিয়া একখানি অসামান্য গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন। ঐ গ্রন্থখানির নাম মহাভাষা। পতঞ্জলি পু্যমিত্রের সমসাময়িক ছিলেন, একপা মহাভাষ্য হইতেই জানা যায়। এই মহাভাৰ্য্যকার পতঞ্জলিই আবার বিদেশী আক্রমণের বিষয় উল্লেখ করিয়াছেন। তিনি ব্যাকরণের একটি নিয়ম বুঝাইবার জন্য যে উদাহৰণ দিয়াছেন, তাহা হইতে স্পষ্টই বুঝা যায় যে, তাহার সময় কোনও এক গ্রীক রাজা সাকেত অথবা অযোধ্যা ও মাধ্যমিক নামক চিতোরের নিকটবর্তী একটি নগর (আধুনিক নাগর) অবরোধ করিয়াছিলেন। তাছা হইলে তোমরা দেখিতে পাইতেছ যে, সেকালে গ্রীকের মধ্যদেশ পৰ্য্যন্ত অগ্রসর হইয়া আসিয়াছিলেন। কবি কালিদাসের মালবিকাগ্নিমিত্র নামক নাটক হইতেও জানা যায় যে, পুষ্যমিত্রের পৌত্র বহুমিত্রের সহিত বুন্দেলখণ্ডের নিকটবর্তী সিন্ধু নদীর তীরে গ্রীকদের সংঘৰ্ষ হইয়াছিল। বোধ হয় পাটলিপুত্র পৰ্য্যন্তও তাহারা অভিযান করিয়াছিল। তাহাদের আক্রমণ কালে ঘোর রাষ্ট্রবিপ্লব উপস্থিত হইয়াছিল। একখানি প্রাচীন এম্পে তাহাদিগকে 'দুষ্টবিক্রান্ত’ বলা হইয়ছে, অর্থাৎ তাহারা বীর যোদ্ধা হইয়াও ভূরাচার ও দুষ্কৰ্ম্মরত ছিল। কিছু গ্রীকদের כ\3לל F. ll -蝠