পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBuB BBBS BeeMMAAAS প্রেতের সাহায্য লইয়। সেগুলি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । বৌদ্ধগ্রস্তে আছে যে, অশোক ৮৪,০০০টি স্তৃপ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। অশোকের স্তৃপসংখ্যা যে প্রকৃতপক্ষে কত, তাত। নিশ্চিতরূপে বলা যায় না। তলে মনে হয় যে, উপরের সংখ্যাটি খুল পাড়াইয়া বলা আজকাল মাত্র একটি অশোক হইয়াছে। আজীবক * সন্ন্যাসীদের থাকিবার জন্য কযেকটি ঘর করিয়া দেন । পাহাড় হইতে পাথর কাটিয়া বাউী তৈয়ারী করা সহজ কাজ কিন্তু পাহাড় কাটিয়া পাহাড়ের ভিতর ঘরদোব তৈয়ারী কব ! কত শক্ত ভাবিয়া দেখ । এই সকল ছাড়া শোন। মায যে, অশোক কাশ্মীরের রাজধানী শীনগরের প্রতিষ্ঠা করেন। অশোক স্তম্ভেব চুডাল উপবেল সিংeমষ্টি স্তপেব অস্তিত্ব আছে—মধ্যভারতে সাচী নামক স্থানে। স্থপটি এ তাহাব চাবিপাশেৰ রেলিং দেখিতে অতি চমৎকার। ইহার ছবি তোমরা পুর্ণেলই দেখিয়াছ । গ্যার কাছে বরাবর নামে একটি পাহাড় আছে, সেই পাহাড খুদিয়া অশোক অশোক স্তম্ভেব উপৰিস্থিত প্রস্তবমূৰ্ত্তি অশোক যে কত বড় সম্রাট ছিলেন, এবং তাতার চিন্তা কিরূপে প্রজার মঙ্গলের জন্য নিয়োজিত পাকিত, তাহা তাহার লিপিগুলি পাঠ করিলেই স্পষ্ট বুঝা যায়। এই লিপিগুলি তিনি সংস্কৃতে না লিখিয়া জনসাধারণের ব্যবহারোপযোগী প্রাকৃত ভাষায় আজীবক ধৰ্ম্মেল প্রচারক মস্করী গোপাল বুদ্ধের সময়কার লোক ছিলেন। פסיל