পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تحمحمهم مساهمهم- مسمـاحمسهH কণাগুলির উপর সমান চাপ লছিয়াছে ও সেহ চাপের পরিমাণ উপরি উক্ত সৰ্ব্বোচ্চ চাপের সমান। পাত্রে ছিদ্র করিয়া দিলে, সেই ছিদ্রটি দিয়া, স্থানীয় চাপে জলকণাগুলি ধারারূপে ত্ববিৎগতি বাহির হইয়া আলে। একটি চৌবাচ্চায় বিভিন্ন উচ্চতায় যদি কতকগুলি নল বসাইয়া, চৌবাচ্চায় জল পূরিয়া নলগুলি খুলিয়া দিলে, দেখিতে পাইতে সৰ্ব্বনিম্ন মুগটি দিয়া সৰ্ব্বোচ্চ, বেগে ও ক্রমউদ্ধে অবস্থিত মূখগুলি দিয়া ক্রমনিম্ন বেগে জল বাহির হইতে থাকিবে। R জলের চাপের আরও একটি পরীক্ষা দেখা হউক। পাতলা কাঠের ছোট একটি পিপায় যদি একটি স্বদীর্ঘ নল চিত্রানুযায়ী খাড়া কংিস দেওয়া হল, এবং পিপাটি ও নলের উপবের মুখ পর্যান্ত জল ভরিয়া দেওয়া হয়, নলটি যথেষ্ট পৰিমাণে দীর্ঘ হইলে ও পিপাটি তেমন স্বgচ ন হইলে, দেখিতে পাইবে, পিপার তলার কাঠটি ফাসিয়া যাইবে । ছোট পিপাটতে কতটুকুই বা জল ছিল ? कां*छि निरुग्रहे कैंगिग्रा यांब्र नाझे । ठां** श्रण --- ==ক্তcলsল শক্তি ও চাপ-- সেই জলের নিজস্ব ওজনে পিপার তলার জলের --- পিপাব তলার কাঠের উপর এত চাপ কোণা হইতে আসিল, বলিতে পাব কি ? ইহা সেই সুদীর্ঘ নলে অবস্থিত জলের গুঞ্চ চাপ। উপরে পণ্ডিয়াছ, যদি পাত্রের গঠনবশতঃ কোনও জল কণার উপর সেই স্তরস্থ অঙ্গাঙ্গ কণাগুলির উপব অবস্থিত জলকণাগুলি কহঁতে বেশীসংখ্যক জলকণা ঋজুভাবে অবস্থিত থাকে, তথাপি, ফলে উপবি উক্ত স্তরের সকল কণাগুলির উপব বহুভার পীড়িত কণাটির চাপ সমানভাবে আসিয়া পড়িতে থাকে। সুদীর্ঘ নলে অবস্থিত জলের গুরু চাপ পিপার তলাব প্রত্যেক জলকণাগুলির উপব প্রযুক্ত থাপাস তলাটি ফাসিয়া যাইতে বাধা হয়। জলের উপরটি অমন মস্বণ ও সমতল হয় কেন ? আমরা যাeাকে ভার বলি, তাহা আর কিছুই নহে, সেই বস্তুটিব উপব পৃথিবীর আকর্ষণ । প্ৰলেপ উশবিভাগ সকল বস্তুই পুথিবীর কেন্দ্রের দিকে সমতল কেন ? অাকৃষ্ট হইতেছে। আকাশে প্রস্তরখণ্ড নিক্ষেপ করিলে পুনরায় তাহ পৃথিবীব দিকে ফিলিয়। আসে। বাধা না পাইলে, প্রত্যেক বস্তুর এতেকে কণা পৃথিবীর কেঙ্গের যত নিকটে আসিতে পারে, আসিবাব চেষ্টা করে। জলেব কণাগুলির ভিতরে আঁট না থাকায, তাহারাও নিজেদের ছাড়াইয়া যতটা পা'র পৃথিবীর কেন্দ্রের নিকট আসিতে চেষ্টা করে, কেহ কাহারও অপেক্ষা অধিক দূরে থাকিতে চাছে না। তবে পাত্রের দেওয়ালে বাধা পাওয়ার দরুণ তাহা সম্ভবপর না হওয়ার, জলকণাগুলি পাত্রের ভিতর পম্পরের উপর থাকিতে বাধা হয়। তথাপি তাহদের গড়াইয় পড়া ও পরম্পরকে ঠেকাইয়া রাখা স্বভাববশতঃ জলের উপরিতলস্থ কণাগুলি পৃথিবীর আকর্ষণের ফলে কে কাহারও অপেক্ষা পৃথিবীকেন্দ্র চটতে দূরে থাকিতে অসম্মত হয়। ফলে, উপপকার স্তরটি সমতল দেখায়। বস্তুতঃ ইহা বুত্তাকার, কারণ বৃত্তাকার না হইলে, কণাগুলিব পৃথিবী কেন্দ্র হইতে দূৰত্ব সমান হয় না। আমরা ছোট পাত্রে বৃত্ত্বের মাত্র অতি সামান্য অংশ দেখি বলিয়া ইহাকে সমতল মনে করি । পৃথিৰৗরও যখন আমরা অতি সামানা অংশ দেখি তখন আমরা সাধারণতঃ তাহাকে সমতল মনে করি। জল যে বৃত্তাকারে নিজেল উপরিভাগকে সজ্জিত করে তাহ, বৃহৎ পাত্রে অবস্থিত স্বন্দর উদাহরণ সমুদ্র দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয। সমুদ্রে জাহাজ দূরে যাইতে থাকিলে প্রথমে