পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- مـمـة عتfكام . মাঝখানে রাখিয়৷ তুমি উহার চারিদিকে অনবরত ঘুরিতে থাক, আল সেই ना* ७क ि‘दन' नक्लिड वैथिग्न। ८डाभाद्र চারিধারে ঘুরাইতে থাক। প্রদীপটি হইল মূৰ্য্য, তুমি পুথিবী সাজিয়াছ এবং ‘বলট। মনে কর তোমার উপগ্রহ চাদ । এখানে ‘লল’টার গতি অনেকটা সত্যকার চাদের গতির মত। পুথিবীর চারিধারে একবার ঘুরিতে চাদের প্রায় সাতাশ দিন আট ঘণ্টা সময় লাগে-যদি আমরা ধরিয়া লই যে, পৃথিবী স্থির। কিন্তু বস্তুত: পুথিবী স্থির নয়, উহা সূর্য্যেব চারিদিকে ক্রমাগত ছুটিতেছে। পৃথিবী যদি স্থির থাকিত এবং আজ এখন যদি চাদ, সূৰ্য্য ও পৃথিবীর মধ্যস্থলে থাকে, তাত৷ হইলে প্রায় সাতাশ দিন আট ঘণ্টা পরে চাদ আবার ঠিক সেই মধাস্থলে ফিরিয়া আসিবে। কিন্তু পুথিবী স্থির না থাকায়; এই সময়ের ব্যবধান একটু বাড়িয়া যায় ; পুনরায় মধ্যস্থলে किद्रिशा আসিতে চাদের প্রায় উনত্রিশ দিন তের ঘণ্টা সময় লাগে। আকাশে যত সব গ্রহনক্ষত্র অাছে, তাহাদের সকলের চেয়ে চাদ আমাদের কাছে। জ্যোতিৰ্ব্বিদেরা গণনা করিয়৷ দেখিয়াছেন যে, মোটামুটি হিসাবে চাদ পৃথিৰী হইতে প্রায় জুই লক্ষ, উনত্রিশ হাজার 来→· ------------- মাইল দূরে অবস্থিত। পৃথিবীকে বেষ্টন করিয়া চাদ যে কক্ষের (orbit) উপব ঘুরিতেছে, তাহ ঠিক গোলাকার নহে, বরঞ্চ একটু ডিম্বকার (elliptic)। সেইজগুষ্ট উপরে চাদের দূরত্বের যে মাপ দেওয়া হইয়াছে, তাহা হইতে চাদ কখনও কখনও ষোল হাজার মাইল আরও কাছে আসিয়া পড়ে, আর কখনও বা আরও তের হাজার মাইল দূরে সরিয়া যায়। তোমরা অনেকে বে"ধ হয় রেলের "পাঞ্জাব মেল" কিম্ব।

  • नाप्नt.*ब वtजौ

! “তুফান মেলে" চড়িয়াছ। “পঞ্জাব মেল” ঘণ্টায় ৪৫ মাইল চলে । পুথিবী হইতে চাদ পৰ্য্যস্ত যদি রেল-লাইন তৈয়ার করিতে •ाब्रा याग्न, उाइ। इ३८ण अनयग्नङ क्लनिम्नL পাঞ্জাব মেলের মত দ্রুতগামী রেলগাড়ীর চ’দে পৌছিতে অস্তুত: সাতমাস দশ দিন witfotr I agttntcza (aeroplane) czy M------- ---

    • م -