পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-------- مگ-- डौजन्माज ” श्राद्र ऊाटक भून वफ नन निcनन । শেন-ই শুধুই ফুলের মধু শ্বেত আর রাজার পাশে *mr* ५rकड । ক্রমে ঘত দিন যেতে লাগ ল, শেন ই তার অদ্ভূত বীরত্ব দেখিয়ে সবাইকে ততই অবাক ক’রে দিতে লাগল। যুদ্ধ ক’রে ঝড়ের দেবতাকে হারিখে দিয়ে সমস্ত চীন দেশকে ঝড়ের হাত থেকে বাচালে। अडूङ श्राकारद्रद्र नग्रहै। *ाथैौ दथन भूथ निरश् আগুনের হলকা বের ক’রে সমস্ত দেশ জানিয়ে দিচ্ছিল, তখন শেন-ই গিয়ে তাদের শাস্তি দিলে । আবার যখন কিছুদিন বাদে কোথা থেকে প্রবল বঙ্গ এসে সমস্ত চীন-দেশ ভাসিয়ে দিয়ে গেল, তখন শেন-ই গিয়ে জলের দেবতাকে যুদ্ধে হারিয়ে দিয়ে তার ছোট বোন হেণ্ড-হোঙ্কে নিয়ে বাড়ী ५त्र- भशनभारव्राप्इ कौन-नञ्च"हे ऊारनद्र विर६ निरग्न দিলেন । আরো যে কত কি পুরস্কার দিলেন তা कि श्राद्र ८णाला बाग्र ? - একদিন দুপুর রাতে ঘুম ভেঙে সম্রাট ইয়াও দেখলেন, হীরের হারের মত ঝলমলে একটি আলোর রেখা যেন পৃথিবীর সর্বাঙ্গ জড়িয়ে এক প্রাপ্ত থেকে এসে দূরে আর এক প্র স্কের পাহাড়ের গায়ে মিশিয়ে গিয়েছে। কি হয়েছে, জানবার জন্ম তখনি রাজা শেন-ইকে পাঠালেন। শেন-ই গিয়ে সেই পাহাড়ের দেবী চীন-মুর প্রাসাদে উপস্থিত। গিয়ে শুনলেন দেবীর মেয়ে লেই আলোর রাস্তা বেয়ে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যা হোক দেবী শেন-ইর পরিচয় শুনে তাকে আদর করে ডেকে বসিয়ে বরেন, তাকে একটি প্রাসাদ তৈরী ক’রে দিতে। চমৎকার একটি প্রাসাদ তৈরী ক’রে দেবীকে খুলী করে দিয়ে ঠার বদলে শেন-ই র্তার কাছ থেকে চেয়ে নিলে অমৃত-ঘা খেলে লোক অমর হয় । কিন্তু দেবী তাকে বলে দিলেন যে, এক বছরের আগে তার দেওয়া এই অমৃত খেলে কোন ফল হবে না। শেন-ই বাড়ী এসে সেটাকে লুকিয়ে রেখে আর একটা দৈত্যের সঙ্গে লড়াই করতে দূর দেশে চলে গেল । দেখতে দেখতে এক বছর কেটে গেল। একদিন শেন-ইর স্ত্রী হেঙ-ছে। দেখতে পেলে যে, ঘরের এক কোণে একটুখানি জায়গা থেকে যেন জ্যোতি ফুটে বেরুচ্ছে, আর সমস্ত বাড়ী যেন ফুলের স্বগন্ধে ছেয়ে গিয়েছে। অবাক হয়ে সেইখানটিতে গিয়ে আঁশকে দুৰ্য্যেন্ম কেশে সে সেই অম্বত দেখতে পেয়ে তাই তুলে নিয়ে भू८५ भूcब किरण । श्रम्नि ॐाब्र . भtन श्'ग ८ष সমস্ত, শরীর যেন দেখতে দেখতে তুলোর মত হাঙ্কা হ’য়ে গেল—যেন ইচ্ছে করলেই সে এক্ষুনি উড়ে যেতে পারে। এমনি সময় শেন-ই বাড়ী ফিরে এল। এসে অম্বত খুজে না পেয়ে হেণ্ডহোকে ডেকে জিজ্ঞাসা করলে, কোথায় তার লুকানো অমৃত-ভাও ? সব শুনে হেণ্ড-হো ভয় পেয়ে তখনি জানালা খুলে উড়ে পালিয়ে গেল। শেন-ই রেগে তীর-ধন্থ নিয়ে তার পিছনে ছুটুল। হেড-হো ভয় পেয়ে জানাল খুলে উড়ে পালিয়ে গেল পুশিমার রাত। ফুটফুটে পরিষ্কার চারিধার ! তারি মাঝে শেন-ই দেখতে পেলে যে হেড-হো চাদের দিকে উড়ে যেতে যেতে ক্রমে ছোট হ’ম্বে হ’য়ে মিলিয়ে যাচ্ছে। ছুটে সে তাকে ধরতে যাবে, এমন সময় কোথা থেকে এক ঝোড়ো হাওয়৷ এসে তাকে, মাটিতে ফেলে দিলে—যেন শুকনে পাতা পৃথিবীর বুকে ঝরে পড়ল। এদিকে হেণ্ড-হো তো উড়তে উড়তে চাদে এসে উপস্থিত-প্রক্ষাগু দেশ-চারধারে জমাই (two