পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- জি পূৰ্ব্ব হইতে পশ্চিমে ১৫•• পনের শত মাইল উত্তর হইতে দক্ষিণে ৫ • • পাচ শত মাইল। প্রায় ষোল হাজার কিছু উচু তিব্বতেব পাৰ্ব্বত্য-প্রদেশ ভারতবর্ষেব উত্তর দিকে অবস্থিত থাকিয় ইহাকে डाद्रङदt१द्र गौभारु প্রদেশ হইতে বিচ্ছিন্ন কবিয়া রাখিয়াছে । তিব্বতের পশ্চিম দিকে সিদ্ধ ও শতদ্রু নদীর অধিত্যক। প্রদেশ ৷ ব্ৰহ্মপুত্র নদী এ প্রদেশেৰ দক্ষিণ-পূৰ্ব্ব निक् श्हे८ऊ छत्र-लाख् করিয়াছে । তিব্বতে ব্ৰহ্মপুল নদীর নাম সাঙ্গ (4; i'Tsang Po) বা পবিত্র নদী। লাঙ্গ পো নদীর শাখা-নদীর তীবে লাস 1.hase ), শিগাংসি(Shigutse) এবং গিয়ানংসি (Gyantse) অবস্থিত । তিব্বতীয়ের সে দেশেব সব বড় নদীকেই সাঙ্গ পো বলে। সিন্ধু, ব্রহ্মপুত্র এবং সিন্ধুনদের বুকে শতদ্রু এই তিনটি নদীই মানসসৰোবৰেৱ কাছাকাছি পাৰ্ব্বত্য-প্রদেশ হইতে উৎপত্তি লাভ করিয়াছে। কৈলাস পৰ্ব্বত শজ্ঞ ও সিন্ধুনদের উৎপত্তি-স্থান । কৰি কালিদাসের মেঘদূত নামৰ ডিব্বতের দক্ষিণ পশ্চিম দিকেৰ দৃপ্ত


*来

কাব্যে এই কৈলাল পৰ্ব্বতের অতি স্বন্দর বর্ণনা আছে । কালিদাস লিখিয়াছেন—আকাশে শত শত উচ্চ চুড়া-শোভিত,কৈলাস পৰ্ব্বত দেখিতে অতি মনোহর । অতি সাদা বরফের গুপে উহার শিখরগুলি ঢাকা । এই পাহাড়ের গা এত স্বচ্ছ যে, দেবতাব মেয়ের দর্পণের বদলে ইহার গাষে মুখ দেখেন—তাহাদের আর দর্পণের প্রয়োজন হয় না।

  • २,• • • शबाब्र फ्हेि डै; *ाशt७ बूद fয়া যে সকল নদী বহিয়া চলিয়াছে, সে সব নদীর জলে নৌকা চলাচল করে । লা (La) नामक ग्राप्झ्द्र काठ निम्न। cनोका का7ारभ। প্রস্বত করিয়া চমরী গরুর চামরা দিয়া ঢকিয়া ইহার নৌকা তৈয়াবী করে । এ দেশেব লোকে বা গাধ, ঘোড়া, গ* (চমরী), ভেড়া ছাগল, কুকুর এ সকল পোশে এবং ইহাদেব সাহায্যে নানারূপ কাজ বরিয়া থাকে।

তিব্বতের সকলেব চেয়ে বড় হ্রদটির নাম (*17*|fr=\s*(Koko Nor) i nề হ্রদটির আয়তন ১,৬৩• বর্গ-মাইল । টেগরি (Tengri) হ্রদের আকার হইবে প্রায় ১,••• ৰঙ্গ মাইল। গাব ছোট ছোট ईन शनिद्र ८कfनम्नि श्रjग्रडनझे • • • दर्गभाश्tणद्र कभ नtश् । भूए* ७हे नद इन७नि আয়তনে আরও অনেক বড় ছিল । এ দেশের বড় বড় হ্রদে অনেক সময় ভয়ানক ঝড फेt* । T ... } 444