পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈজ্ঞানিকের বলেন, ছয় মাইল উচ্চ পৰ্য্যন্ত বাতাসের উত্তাপ ক্রমশঃই কমিতে কমিতে বরফের বহু ডিগ্রি নিম্নে চলিয়া যায়। পরে আরও পনের মাইলে নাকি

  • || -

নল দিয়া নীচের তলা হইতে উপরে গরম বাতাস চালাইয়া বাড়ী গরম করা হইতেছে কিছু পরিবর্তন পাওয়া যায় না। পরে উত্তাপের - ক্রমশঃই পুস্কি হইতে থাকে। ছয় মাইল উপরে মেঘ পাওয়৷ যায় না। অতি উচ্চে অবস্থিত উত্তপ্ত বায়ুস্তরে নক্ষত্রপি গুগুলি প্রবেশ করিলে জলিয়া উঠে । সেই জলস্ত পিওকে আমব। উল্কাপিণ্ড বলি । বাতাসের ভিতর দিয়া আমরা তিন রকমের উত্তাপ পাই । এক পাট গবম বাতাস উদ্ধে উখিত হওয়ার ফলে, উত্তাপ নিম্ন হইতে উদ্ধে সঞ্চারিত হয়। শীতের দেশে, নীচের তলায় কোন ৪ ঘরে আগুন জালাইয়া, মেঝে ও প্রাচীবের ভিতর দিয়া নল চালাইয়। এইরূপভাবে দোতলা ও তেতলা বাড়ীগুলি গরম রাখা হয়। দ্বিতীয় উপায়ে পাই, উত্তপ্ত বাম্বুকণা-তৎসংলগ্ন অন্ত বায়ুকণায় হুর্য্যের তাপ চারিদিকে সরলরেখায় প্রবাহিত হইতেছে ऍEखां* *दाश्डि कब्रिtन । देश कगाम्र क५iघ्र সংস্পর্শে হয় । তৃতীয় পাই, উত্তাপের নিজস্ব গতির ফলে। ইহা সরল রেপায় চলে ও ইহার প্রবাহের জন্য কোনও পদার্থকণার আবশ্যক করে না। বিশাল শূন্তে স্বর্ষোর উত্তাপ এই প্রকারেই প্রবাহিত হয়। —